Advertisment

চোখ রাঙাচ্ছে করোনা, সংক্রমণ রুখতে কড়া লকডাউন সাংহাইয়ে

সাংহাইয়ে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা বেড়েছে এক তৃতীয়াংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Shanghai residents told to stay inside as lockdown tightened

লকডাউনে ফাঁকা চিনের রাস্তাঘাট

ফের করোনার ঢেউ। আর, তাতে বেসামাল ইউরোপ থেকে এশিয়া। চিনের বেশ কিছু শহরে ইতিমধ্যেই লকডাউন চলছে। তারমধ্যে সাংহাইয়ে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। বাধ্য হয়ে বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা। ভারতে আগামী এপ্রিল থেকেই তুলে নেওয়া হচ্ছে বিধিনিষেধ। এর মাঝেই এশিয়া এবং ইউরোপের একাধিক দেশে বিএ.২ নতুন অমিক্রন প্রজাতির দাপটে নাজেহাল অবস্থা। বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে মিলেছে সাবধানবানী। হুহু করে বাড়ছে সংক্রমণ। সাংহাইয়ে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা বেড়েছে এক তৃতীয়াংশ। কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সাংহাই প্রশাসন।  

Advertisment

২ বছর পর ফের সংক্রমণের ধাক্কা চিনে। একের পর এক শহরে কোভিডের বাড়বাড়ন্ত। প্রশাসন একাধিক শহরে লকডাউন জারি করেছে। এবার চিনের বাণিজ্য শহর সাংহাই-তে কোভিডবিধি আরও কড়া করল প্রশাসন। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরনো নিষেধ নাগরিকদের। বুধবারই নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৫৬ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। মঙ্গলবার সাংহাই-তে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৩৮১ জন।

আরো পড়ুন: পদত্যাগে নারাজ, কুর্সি বাঁচাতে ‘বিদেশি শক্তির ষড়যন্ত্রের চিঠি’ বিলোচ্ছেন ইমরান

সোমবার থেকে শুরু হয়েছে কড়া বিধিনিষেধ। সাংহাই প্রশাসন বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে ইতিমধ্যে ৯০ লক্ষের বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে। সেই সঙ্গে আরও বলা হয়েছে গোটা মাস জুড়েই জারী রাখা হবে কোভিড বিধিনিষেধ। এদিকে লকডাউনের ফলে বানিজ্যনগরী সাংহাইতে ব্যাপক ক্ষতির মুখে একাধিক ব্যবসা।

হংকং চিনা বিশ্ববিদ্যালয়, সিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের অর্থনীতিবিদদের মতে সাংহাইয়ের মতো একটি বড় শহরে লক ডাউন করার ফলে জাতীয় প্রকৃত মোট দেশীয় উৎপাদন ৪% হ্রাস পাবে। সাংহাইয়ের পূর্ব প্রান্তে পুডং জেলায় বেশ কিছু শিল্প-ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিস, সাংহাই স্টক এক্সচেঞ্জের সদর এখানেই।

সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে বাসিন্দাদের বাড়ির বাইরে ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকালে-বিকেলে পোষ্যদের নিয়ে বেরনোও বারণ। বলা হয়েছে, একমাত্র কোভিড টেস্ট করানোর জন্যই বাইরে বেরনোর ছাড়পত্র দেওয়া হবে। এমনকি আবাসনগুলির ভিতরেও আবাসিকদের ঘোরাঘুরি করতে বারণ করা হয়েছে। 

সাংহাই প্রশাসন সূত্রে বলা হয়েছে, “আমরা শীঘ্রই স্বাভাবিক জীবন আবার শুরু করব, তবে পরবর্তী সময়ে সবাইকে কোভিড বিধি মেনে চলার অনুরোধ করা হচ্ছে। জমায়েত এবং আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা জারী রাখা হবে’। সাংহাই-সহ এই মুহূর্তে দেশের ৬.২ কোটি মানুষ এখন লকডাউনে ঘরবন্দি হয়ে রয়েছেন। সাংহাইয়ের পাশাপাশি র দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা মিনহাং শহরে ৫ এপ্রিল পর্যন্ত গণপরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Read in English

China Corona
Advertisment