Advertisment

হোয়াইট হাউসের বাইরে গুলি, ট্রাম্পকে সরানো হল নিরাপদ আশ্রয়ে

মাঝপথেই ব্রিফিং রুমে ঢুকে পড়েন সিক্রেট সার্ভিসের কর্মীরা। সরিয়ে নিয়ে যাওয়ার হয় প্রেসিডেন্ট ট্রাম্পকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রত্যেক দিনের মত হোয়াইট হাউসে সোমবারও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাঝ পথে অচমকাই প্রেসিডেন্টকে সরিয়ে নিয়ে যায় সিক্রেট সার্ভিসের সদস্যরা। কেন চলে গেলেন প্রেসিডেন্ট? ব্রিফিংকে উপস্থিত সবার মনেই তখন এই প্রশ্ন। এর কয়েক মিনিট পরেই ফের ফিরে আসেন ট্রাম্প। তিনি বলেন, 'হোয়াইট হাউসের বাইরে গুলি চলেছে। তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।'

Advertisment

সাংবাদিকদের প্রেসিডেন্ট বলেন, 'আসলে হোয়াইট হাউসের কাছে গুলি চলেছে। কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।' এরপরই তিনি জানান, 'আমার মনে হয় যে গুলি চালিয়েছিল সে সশস্ত্র ছিল। সন্দেহভাজন কে তা খুঁজে বার করা হচ্ছে।'

হোয়াইট হাউস চত্বরে বিক্ষোভ প্রদর্শন, গুলি চালানোর ঘটনা নতুন নয়। জর্জ ফ্লয়েডের খুনের প্রতিবাদে যখন বিক্ষোভ ছড়িয়েছিল গোটা আমেরিকা জুড়ে, তখন হোয়াইট হাউসের দোরগোড়ায় পৌঁছে যায় বিক্ষোভকারীরা। তার রেশ কাটতে না কড়া নিরাপত্তায় মোড়া হোয়াই হাউসের বাইরে ফের গুলি চলল। ফলে ওই চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরপরই হোয়াইট হাউসের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

হোয়াইট হাউসের একেবারে কাছে ১৭ নম্বর স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউতে গুলি চলেছে। নিরাপত্তারক্ষীদের গুলিতে একজন আহত হয়েছে। ঘটান সম্পর্কে দু'টি সূত্র থেকে এমনটাই জানা যাচ্ছে। কেন গুলি চালানো হল তার কারণ জানার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী।

জখম ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চোট গুরুতর বলে জানিয়েছে কলম্বিয়া ফারায় ডিপার্টমেন্ট। ব্যক্তির মানসিক কোনও সমস্যা ছিল কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্টের মুখে এদিন সিক্রেট সার্ভিসের প্রশংসা শোনা যায়। এই ঘটনায় প্রেসিডেন্ট কী আতঙ্কিত হয়ে পড়েছিলেন? এই প্রশ্নের জবাবে ঘুরিয়ে সাংবাদিকদেরই ট্রাম্প জিজ্ঞাসা করেন, 'আমি জানি না। তবে আমায় দেকে কি তাই মনে হচ্ছিল?'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Donald Trump Trump
Advertisment