Advertisment

ভারতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সিঙ্গাপুর, তালিকায় আরও পাঁচ দেশ

এই দেশগুলির যাত্রীদের জন্য নিষেধাজ্ঞা থাকছে না সিঙ্গাপুরে প্রবেশের ক্ষেত্রে।

author-image
IE Bangla Web Desk
New Update
Singapore

সিঙ্গাপুরের পার্লামেন্টে নেহেরুর নাম।

ভারত-সহ দক্ষিণ এশিয়ার ছটি দেশের যাত্রীদের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সিঙ্গাপুর। শনিবার দ্বীপরাষ্ট্র ঘোষণা করেছে, ভারত, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার যাত্রীদের উপর আর নিষেধাজ্ঞা থাকছে না। এই সব দেশের নাগরিকদের ১৪ দিনের ট্রাভেল হিস্ট্রি থাকলেই সিঙ্গাপুরে ঢুকতে বাধা থাকবে না।

Advertisment

করোনাকালে ভারত-সহ এই দেশগুলির নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে সিঙ্গাপুর। বুধবার দেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, আর কোনও নিষেধাজ্ঞা থাকছে না।

তবে সিঙ্গাপুরে এলে ১০ দিনের ঘরবন্দি থাকার বিধি বজায় থাকছে। তাও আবার নির্দিষ্ট পরিষেবাযুক্ত স্থানে থাকতে হবে।

মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, এই ছটি দেশের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে ছাড়পত্র দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বলেছেন, এই ছটি দেশের কোভিড পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

আরও পড়ুন শিশুদের শরীরে ৯১ শতাংশ কার্যকরী করোনা টিকা, দাবি Pfizer-এর

তাই আর এই দেশগুলির যাত্রীদের জন্য নিষেধাজ্ঞা থাকছে না সিঙ্গাপুরে প্রবেশের ক্ষেত্রে। পড়শি দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ শিথিল করেছে সিঙ্গাপুর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Singapore India Travel Restrictions
Advertisment