scorecardresearch

শ্রীলঙ্কায় প্রবেশ নিষেধ ভারতীয়দের! কেন এই সিদ্ধান্ত দ্বীপরাষ্ট্রের

কমবেশি ৬টি দেশের এখন ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ করেছে। কিছু দেশ জারি করেছে বিশেষ নিয়ন্ত্রণ।

Travel Bans due to Covid-19, Srilanka, Corona India, UAE

অস্ট্রেলিয়া, ইউএই, ব্রিটেনের পর এবার ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ শ্রীলঙ্কায়। বৃহস্পতিবার এই মর্মে ঘোষণা করেছে পড়শি দ্বীপরাষ্ট্র। কমবেশি ৬টি দেশের এখন ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ করেছে। কিছু দেশ জারি করেছে বিশেষ নিয়ন্ত্রণ। সেই তালিকায় নতুন সংযোজন শ্রীলঙ্কা।

ভারতে বাড়তে থাকা সংক্রমণের হার এই সিদ্ধান্তের নেপথ্যে। এমনটাই বিদেশ মন্ত্রক সূত্রে খবর। একটা বিবৃতি দিয়ে শ্রীলঙ্কা এয়ারলাইন্স জানিয়েছে, শ্রীলঙ্কা স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ মেনে ভারত থেকে পর্যটকদের বিমান যাত্রা বন্ধ করা হল।

এদিকে, রেকর্ড! করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে নতুন করে রেকর্ড তৈরি হল। গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এক দিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের। একদিনে ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ১১৩ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১০ লক্ষ ৭৭ হাজার ৪১০। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার ৮৪৪ জন। মোট মৃতের সংখ্যা ২৩ লক্ষ ১ হাজার ৬৮। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৫ লক্ষ ৬৬ হাজার ৩৯৮।

একদিনে মৃত্যুর নিরিখে এই সংখ্যা দেশে এখনও অবধি সর্বোচ্চ। গত ৯ দিন ধরে দেশের দৈনিক মৃত্যু ৩ হাজারের উপরে থাকছে। এ ভাবে বাড়তে বা়ড়তে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে। এদিকে, করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করলেন সরকারের শীর্ষ বৈজ্ঞানিক পরামর্শদাতা। ডা. কে বিজয়রাঘবন বলেছেন, ‘ যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে তৃতীয় ঢেউ অবশ্যাম্ভাবী।’

Stay updated with the latest news headlines and all the latest World news download Indian Express Bengali App.

Web Title: Sl bans indian travellers into its territory due covid scare world