Advertisment

দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়াল, মৃত্যু নিয়েও বাড়ছে উদ্বেগ

এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি হয়েছেন ১৩ হাজার ৪৩২ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
here is a list of countries that are seeing a spike in corona infections

চিনে এই মুহুর্তে টিকাদানের হার ৮৭ শতাংশ।

দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। সেদেশের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৪ লক্ষ ৯০ হাজার ৮৮১ জন। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০কোটি ৪২ লক্ষ ৭ হাজার ২৪৭। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি হয়েছেন ১৩ হাজার ৪৩২ জন।

Advertisment

মৃতের সংখ্যা প্রায় ছয় সপ্তাহের মধ্যে প্রায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে সেদেশের প্রশাসন। গত শুক্রবার মারণ ভাইরাসের বলি হয়েছেন ৪২৯ জন যা রেকর্ড। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যা। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারী করা নির্দেশে জানান হয়েছে মোট ৬০ টি শ্মশানকে অন্ত্যেষ্টির জন্য চিহ্নিত করা হয়েছে।

গত দুই সপ্তাহ ধরে ক্রমশ বেড়ে চলেছে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা। এপ্রিলের শুরুতে প্রদিন এই সংখ্যা ২০০০-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন, স্বাস্থ্য দফতরের এক কর্মকর্তা পার্ক হায়াং।  তিনি বলেছেন বুধবার পর্যন্ত প্রায় ৬৪.৪%  আইসিইউ ইউনিট ভর্তি রয়েছে, যা দুই সপ্তাহ আগে ছিল ৫৯%।

এদিকে করোনা সংক্রমণ এভাবে বাড়তে থাকায় দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রক প্রাপ্তবয়স্কদের জন্য Merck & Co Inc's (MRK.N)কোভিড ১৯ পিল ব্যবহারে জরুরী অনুমোদন জারী করেছে। বুধ বার এক সাংবাদিক সম্মেলনে সেদেশের স্বাস্থ্য দফতরের এক সিনিয়ার আধিকারিক বলেন, যে ভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তা যথেষ্ট উদ্বগের। সেই সঙ্গে মৃত্যু হার নিয়েও প্রশাসন যথেষ্ট চিন্তিত। দেশের প্রায় ২০% মানুষ এই মুহুর্তে করোনায় আক্রান্ত হয়েছেন। আমাদের টিকাকরণ চলছে দ্রুত গতিতেই সেই সঙ্গে যাবতীয় কোভিড বিধি মেনে চলার ব্যপারে মানুষকে সতর্ক করা হচ্ছে। বিপুল পরিমাণে মৃত্যুর জন্য জরুরী ভিত্তিতে বেশ কয়েকটি শ্মশানের সংখ্যা বাড়ানো হয়েছে। যাতে দেহগুলি দ্রুত সৎকার করা সম্ভব হয়”।

Read story in English

south korea corona
Advertisment