Advertisment

নবীদিবসে ভয়ঙ্কর কাণ্ড তুরস্কে, প্রবল ভূমিকম্পে ভাঙল ঘরবাড়ি

ইজমির প্রদেশের বহু বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এই ভূমিকম্পে। গুরুতর জখম প্রায় ১২০ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নবীদিবসেই মহাপ্রলয় আছড়ে পড়ল তুরস্কে। শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল এজিয়ান সাগর সংলগ্ন তুরস্কের উপকূল এবং গ্রিক দ্বীপ। তুরস্কের পশ্চিম দিকে ইজমির প্রদেশের বহু বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এই ভূমিকম্পে। গুরুতর জখম প্রায় ১২০ জন। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা টুইট করে জানিয়েছেন, হতাহতের খবর। ৩৮টি অ্যাম্বুল্যান্স, দুটি এয়ার অ্যাম্বুল্যান্স এবং ৩৫টি মেডিক্যাল রেসকিউ টিম ইজমিরে উদ্ধারকাজ করছে।

Advertisment

জানা গিয়েছে, ৬.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এদিন। গ্রিক দ্বীপ সামোস থেকে উত্তরে ১৩ কিমি দূরে ছিল এই কম্পনের উপকেন্দ্র। পরে বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, ইজমিরে ধ্বংসস্তূপের ভিতরে থেকে বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে। গ্রিক দ্বীপ সামোসেও প্রচুর ক্ষতি হয়েছে। ইজমিরের মেয়র তুঙ্ক সোয়ের জানিয়েছেন, ২০টি বিল্ডিং ভেঙে পড়েছে। তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে প্রায় ৪৫ লক্ষ মানুষের বাস। এটি একটি জনপ্রিয় পর্যটন স্থলও। নবীদিবসে এমন ভয়াবহ কাণ্ডে শোকের ছায়া নেমেছে এলাকায়।

আরও পড়ুন ফরাসিদের ‘শাস্তি দেওয়ার অধিকার’ রয়েছে মুসলিমদের, বিস্ফোরক মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী

গ্রিসের রাজধানী এথেন্স এবং বুলগেরিয়াতেও কম্পন অনুভূত হয়েছে। ঘটনার আকস্মিকতায় বহু মানুষ স্তম্ভিত। সেই সঙ্গে তুরস্ক এবং গ্রিসে সুনামি সতর্কতা জারি হয়েছে। উপকূল অঞ্চল থেকে মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সামোসের প্রধান বন্দরে জলস্তর বেড়ে গিয়েছে। রাস্তাতেও জল ঢুকে পড়েছে বলে জানিয়েছে গ্রিক সংবাদমাধ্যম।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

earthquake Turkey
Advertisment