আত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার ক্যাথলিক চার্চ। রবিবার ইস্টার সপ্তাহের প্রথম দিন ইন্দোনেশিয়ার মাকাসার শহরে ওই চার্চে প্রার্থনারত ১৪ জন গুরুতর জখম হয়েছেন এই আত্মঘাতী বিস্ফোরণে। দেশের জাতীয় পুলিশের অনুমান, দুজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, চার্চে তখন সবেমাত্র প্রার্থনা পর্ব শেষ হয়েছে। সেইসময় জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে চার্চ। সুলাওয়েসি দ্বীপের এই শহরে খ্রিস্টানদের বাস বেশি। স্থানীয় পুলিশ এই বোমা বিস্ফোরণের নেপথ্যে কোনও মৌলবাদী শক্তি রয়েছে কি না তার খোঁজ চালাচ্ছে। সম্প্রতি কোনও সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করার বদলা নিতেই কি এই নাশকতা, তারও সন্ধান চলছে।
গত জানুয়ারি মাসে সন্ত্রাসদমন শাখার পুলিশ মাকাসারের জঙ্গি ডেরায় হানা দিয়ে দুজন সন্দেহভাজন জঙ্গিকে নিকেশ করে। ২০১৯ সালে ফিলিপিন্সের চার্চে জোড়া বিস্ফোরণের ঘটনায় তাদের খোঁজ চালাচ্ছিল পুলিশ। সেই ঘটনায় ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এদিনের চার্চে আত্মঘাতী বিস্ফোরণের সঙ্গে ফিলিপিন্সের ঘটনার মিল খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা।
ক্যাথলিক চার্চের ফাদার উইলহেমাস তুলাক ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জঙ্গিরা মোটরবাইকে চেপে আসে। ওরা চার্চের ভিতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা বাধা দেন। এরপরই বিস্ফোরণ ঘটে, তারপর অন্তত ১৪ জন গুরুতর জখম হয়েছেন। সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের ছবি ধরা পড়েছে। পুলিশের অনুমান, নিষিদ্ধ মৌলবাদী সংগঠন ইসলামিক স্টেটের শাখা জামা আনসারুত দৌলা গোষ্ঠী এর পিছনে রয়েছে।