তালিবানি দখলে জালালাবাদ, প্রায় বিচ্ছিন্ন কাবুল

ইতিমধ্যেই মাজার-ই-শরিফ দখলে নিয়েছে তালিবান৷ এখন তালিবানিদের একমাত্র লক্ষ্য রাজধানী কাবুলের ক্ষমতা হাতে নেওয়া৷

ইতিমধ্যেই মাজার-ই-শরিফ দখলে নিয়েছে তালিবান৷ এখন তালিবানিদের একমাত্র লক্ষ্য রাজধানী কাবুলের ক্ষমতা হাতে নেওয়া৷

author-image
IE Bangla Web Desk
New Update
India acknowledges, Taliban hold positions of power, authority

তালিবানের পতাকা

তালিবানি তাণ্ডব জারি আফগানিস্তানে৷ রবিবার সকালে আফগানিস্তানের জালালাবাদের দখল পুরোপুরি তালিবানিদের হাতে চলে গিয়েছে৷ দেশের বড় শহরের মধ্যে একমাত্র কাবুলেই এখনও পর্যন্ত আফগান সরকারের নিয়ন্ত্রণ রয়েছে৷ ইতিমধ্যেই মাজার-ই-শরিফের দখল নিয়েছে তালিবান৷ রবিবার সকালে জালালাবাদের দখল পুরোপুরিভাবে তালিবানিদের হাতে চলে যায়৷ জালালাবাদ-জুড়ে তাণ্ডব চালাচ্ছে তালিবানি জঙ্গিরা৷ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় এক প্রশানসিক কর্তা জানিয়েছেন, রাজধানীর বাইরে সর্বশেষ প্রধান শহরের পতন হয়েছে৷

Advertisment

তালিবানিদের বাড়বাড়ন্ত নিয়ে জাতির উদ্দেশে শনিবার ভাষণ দিয়েছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি৷ তিনি শনিবার জানিয়েছিলেন, আফগানদের উপর নির্মম এই অত্যাচার, হত্যালীলা তিনি মেনে নিতে পারছেন না৷ গত ২০ বছরে যে লাভ হয়েছিল, অচিরেই তা নিঃশেষ হচ্ছে৷ সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে৷ এই ধ্বংসলীলা বন্ধ করতে সবরকমভাবে চেষ্টা চালাচ্ছেন তিনি৷ প্রেসিডেন্ট গণি আরও বলেন, ‘‘দেশের রাষ্ট্রপতি হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, হিংসা বন্ধে সব চেষ্টা চালাচ্ছি৷ দেশের পরিস্থিতি সম্পর্কে স্থানীয় নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক-স্তরের বন্ধুদের সঙ্গেও পরামর্শ করে চলেছি৷’’

আরও পড়ুন- ‘নতুন ভারত বড় স্বপ্ন দেখে-কেউ রুখতে পারবে না’, লালকেল্লায় মোদী

Advertisment

শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত লগার প্রদেশ দখল করে তালিবানরা। লগারের একজন সাংসদ হোমা আহমেদীর দাবি, তালিবানরা এখন রাজধানী-সহ গোটা প্রদেশকে নিয়ন্ত্রণ করছে৷ প্রতিবেশী কাবুল প্রদেশের একটি জেলাতেও তালিবানিরা পৌঁছে গিয়েছে। সেখানেও নিজেদের আধিপত্য কায়েম করার সবরকম উদ্যোগ নিচ্ছে জঙ্গিরা৷

এর আগে তালিবানিরা শনিবার কান্দাহারের প্রধান রেডিও স্টেশনটিও দখল করে নেয়৷ সেই রেডিও স্টেশনের নামকরণ করা হয় ‘ভয়েস অব শরিয়া’৷ অর্থাৎ এবার থেকে ইসলামী আইন মেনে ওই রেডিও স্টেশনে অনুষ্ঠান সম্প্রচার করা হবে। তালিবানি এক নেতা এপ্রসঙ্গে জানায়, এখন থেকে রেডিও স্টেশনে সংবাদ সম্প্রচারের পাশাপাশি কোরআনের বক্তব্যগুলি প্রচার করা হবে৷ এই রেডিও স্টেশনে গান-বাজনার অনুষ্ঠান আর চলবে না৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Taliban Kabul Afganistan latest