Advertisment

তালিবানি দখলে জালালাবাদ, প্রায় বিচ্ছিন্ন কাবুল

ইতিমধ্যেই মাজার-ই-শরিফ দখলে নিয়েছে তালিবান৷ এখন তালিবানিদের একমাত্র লক্ষ্য রাজধানী কাবুলের ক্ষমতা হাতে নেওয়া৷

author-image
IE Bangla Web Desk
New Update
India acknowledges, Taliban hold positions of power, authority

তালিবানের পতাকা

তালিবানি তাণ্ডব জারি আফগানিস্তানে৷ রবিবার সকালে আফগানিস্তানের জালালাবাদের দখল পুরোপুরি তালিবানিদের হাতে চলে গিয়েছে৷ দেশের বড় শহরের মধ্যে একমাত্র কাবুলেই এখনও পর্যন্ত আফগান সরকারের নিয়ন্ত্রণ রয়েছে৷ ইতিমধ্যেই মাজার-ই-শরিফের দখল নিয়েছে তালিবান৷ রবিবার সকালে জালালাবাদের দখল পুরোপুরিভাবে তালিবানিদের হাতে চলে যায়৷ জালালাবাদ-জুড়ে তাণ্ডব চালাচ্ছে তালিবানি জঙ্গিরা৷ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় এক প্রশানসিক কর্তা জানিয়েছেন, রাজধানীর বাইরে সর্বশেষ প্রধান শহরের পতন হয়েছে৷

Advertisment

তালিবানিদের বাড়বাড়ন্ত নিয়ে জাতির উদ্দেশে শনিবার ভাষণ দিয়েছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি৷ তিনি শনিবার জানিয়েছিলেন, আফগানদের উপর নির্মম এই অত্যাচার, হত্যালীলা তিনি মেনে নিতে পারছেন না৷ গত ২০ বছরে যে লাভ হয়েছিল, অচিরেই তা নিঃশেষ হচ্ছে৷ সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে৷ এই ধ্বংসলীলা বন্ধ করতে সবরকমভাবে চেষ্টা চালাচ্ছেন তিনি৷ প্রেসিডেন্ট গণি আরও বলেন, ‘‘দেশের রাষ্ট্রপতি হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, হিংসা বন্ধে সব চেষ্টা চালাচ্ছি৷ দেশের পরিস্থিতি সম্পর্কে স্থানীয় নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক-স্তরের বন্ধুদের সঙ্গেও পরামর্শ করে চলেছি৷’’

আরও পড়ুন- ‘নতুন ভারত বড় স্বপ্ন দেখে-কেউ রুখতে পারবে না’, লালকেল্লায় মোদী

শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত লগার প্রদেশ দখল করে তালিবানরা। লগারের একজন সাংসদ হোমা আহমেদীর দাবি, তালিবানরা এখন রাজধানী-সহ গোটা প্রদেশকে নিয়ন্ত্রণ করছে৷ প্রতিবেশী কাবুল প্রদেশের একটি জেলাতেও তালিবানিরা পৌঁছে গিয়েছে। সেখানেও নিজেদের আধিপত্য কায়েম করার সবরকম উদ্যোগ নিচ্ছে জঙ্গিরা৷

এর আগে তালিবানিরা শনিবার কান্দাহারের প্রধান রেডিও স্টেশনটিও দখল করে নেয়৷ সেই রেডিও স্টেশনের নামকরণ করা হয় ‘ভয়েস অব শরিয়া’৷ অর্থাৎ এবার থেকে ইসলামী আইন মেনে ওই রেডিও স্টেশনে অনুষ্ঠান সম্প্রচার করা হবে। তালিবানি এক নেতা এপ্রসঙ্গে জানায়, এখন থেকে রেডিও স্টেশনে সংবাদ সম্প্রচারের পাশাপাশি কোরআনের বক্তব্যগুলি প্রচার করা হবে৷ এই রেডিও স্টেশনে গান-বাজনার অনুষ্ঠান আর চলবে না৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Afganistan latest Kabul Taliban
Advertisment