/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/Taliban-Flag.jpg)
তালিবানের পতাকা
মার্কিন সেনাকে সাহায্যকারীদের হন্যে খুঁজছে তালিবানরা। বাড়ি বাড়ি ঢুকে, ঘরদোর ওলট-পালট করে তল্লাশি চালাচ্ছে তারা। এমনটাই বিস্ফোরক রিপোর্ট দিয়েছে রাষ্ট্রসংঘ। সংবাদ সংস্থা এএফপি-র খবর অনুযায়ী, রাষ্ট্রসংঘ জানিয়েছে অতীতে যাঁরা মার্কিন ও ন্যাটো বাহিনীকে সহায়তা করেছিল তাঁদের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে তালিবানরা। রাষ্ট্রসংঘের উদ্বেগ সংক্রান্ত পরামর্শদাতা এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছেন।
নরওয়ের সেন্টার ফর গ্লোবাল অ্যানালিসিস রিপোর্টে আরও উল্লেখ, কাবুল এয়ারপোর্টে আসা মানুষদের তল্লাশি চালাচ্ছে তালিবান জঙ্গিরা। নরওয়ের সংস্থার একজিকিউটিভ ডিরেক্টর ক্রিশ্চিয়ান নেলেমান এএফপি-কে জানিয়েছেন, যাঁরা তালিবানদের সামনে মাথা নত করতে চাইছেন না তাঁদের পরিবারকে টার্গেট করা হচ্ছে। বাড়িতে ঢুকে পরিজনদের শরিয়ত আইন মেনে মৃত্যদণ্ড দিচ্ছে জঙ্গিরা।
প্রসঙ্গত, গত রবিবারই আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়েছে তালিবান৷ তারপর থেকে এখনও পর্যন্ত কাবুলে ১২ জনকে খুন করেছে তালিবানিরা৷ সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এমনই খবর মিলেছে৷ এরই পাশাপাশি ন্যাটো বাহিনীর এক আধিকারিক রয়টার্সকে জানিয়েছেন, গত রবিবার থেকে এখনও পর্যন্ত কাবুল বিমানবন্দর থেকে ১৮ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে৷
আরও পড়ুন তালিবানের সঙ্গে পাকিস্তানের গলায়-গলায় দোস্তি, কী ভাবে?
বৃহস্পতিবার স্বাধীনতা দিবস পালন করেছে তালিবানরা৷ মার্কিন প্রশাসনকে বিশ্বের ‘অহঙ্কারী শক্তি’ বলে তকমা দিয়ে স্বাধীনতা দিবস পালন করতে দেখা গিয়েছে তালিবান যোদ্ধাদের৷ গোটা আফগান মুলুকে হাড়হিম করা অত্যাচার চালাচ্ছে তালিবান৷ নির্বিচারে মানুষ খুন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন