Advertisment

‘অপহরণ নয়, জিজ্ঞাসাবাদের জন্যই আটক বিদেশিরা’, সাফাই তালিবানের

শনিবার সকালে কাবুল বিমানবন্দরে ঢোকার আগেই ভারতীয় নাগরিক-সহ ৭২ জনের একটি দলকে আটকায় তালিবানিরা৷

author-image
IE Bangla Web Desk
New Update
India acknowledges, Taliban hold positions of power, authority

তালিবানের পতাকা

অপহরণের অভিযোগ ওড়াল তালিবান৷ তবে আফগানিস্তান ছাড়ার আগে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছিল তারা৷ সেই কারণেই তাদের আটকানো হয়েছিল, এমনই দাবি তালিবান নেতৃত্বের৷ এর আগে শনিবার সকালে কাবুলে ভারতীয়-সহ মোট ৭২ জনের একটি দলকে তালিবানি জঙ্গিরা অপহরণ করেছে বলে খবর চাউর হয়৷ সেই দলে বেশ কিছু আফগান-শিখ নাগরিকও ছিলেন বলে জানা যায়৷ সেই খবর ছড়িয়ে পড়তেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছিল৷ বিদেশমন্ত্রকের কর্তারাও এব্যাপারে জোরদার তৎপরতা নেন৷ প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছিল কাবুলে থাকা ভারতীয়দের সঙ্গে৷ শেষমেশ তালিবানের তরফে জানানো হল, তারা কোনও বিদেশিকে অপহরণ করেনি৷

Advertisment

উল্লেখ্য, জানা গিয়েছে শনিবার সকালে কাবুল বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন ৭২ জনের একটি দল৷ সেই দলটিতে ভারতীয়দের পাশাপাশি বেশ কয়েকজন আফগান শিখও ছিলেন৷ বিমানে কাবুল ছাড়তে মরিয়া ছিলেন তাঁরা৷ তবে বিমানবন্দরে পৌঁছনোর আগেই তাঁদের পথ আটকায় তালিবানিরা৷ আটক করে ওই ভারতীয়-সহ আফগান শিখদের অন্যত্র নিয়ে যাওয়া হয়৷ তালিবান নেতৃত্বের দাবি, দেশ ছাড়ার আগে ওই দলটিতে থাকা প্রত্যেকের কাগজপত্র ও অন্য পরিচয়পত্র খতিয়ে দেখা হয়৷ সেই কারণেই অন্য একটি জায়গায় নিয়ে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল৷

আরও পড়ুন- বিজেপি-বিরোধী জোটকে আরও শক্তিশালী করার বার্তা চিদম্বরমের

অপহরণের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তালিবান মুখপাত্র৷ সংবাদসংস্থা রয়টার্স তালিবান মুখপাত্রের বিবৃতি তুলে ধরে জানিয়েছে, তালিবানি যোদ্ধারা আফগানিস্তানে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে৷ এদিকে, এদিনই ৮৫ ভারতীয়কে বায়ুসেনার বিশেষ বিমানে কাবুল থেকে দেশে ফেরানো হচ্ছে। ভারতে আসার আগে তাজিকিস্তানে নামে ওই বিমান৷ জ্বালানি ভরে ফের ভারতের উদ্দেশে রওনা দেওয়ার কথা বিমানটির৷

অন্যদিকে, আফগানিস্তানে নতুন সরকার গঠনের ব্যাপারে অনেকটাই এগিয়েছে তালিবান৷ তালিবানের মুখপাত্র সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তালিবানরা আফগানিস্তানের জন্য একটি নতুন শাসন পরিকাঠামো তৈরি করবে৷ আইনি, ধর্মীয় এবং বিদেশ-নীতি সম্পর্কে জ্ঞান থাকা বিশেষজ্ঞদের নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন শাসন ব্যবস্থা কায়েম করবে তালিবান৷’’ গোটা আফগানিস্তান দখলে নেওয়ার পর থেকে তালিবান নেতারা তাদের ভাবমূর্তি স্বচ্ছ করার চেষ্টা চালাচ্ছেন৷ যদিও তালিবান সর্বোচ্চ নেতৃত্বের এই ভাবনায় কান দিচ্ছে না যোদ্ধারা৷ এখনও রাজধানী-কাবুল-সহ দশের বিস্তীর্ণ এলাকায় তালিবানি অত্যাচার চলছে৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Taliban Kabul Afganistan
Advertisment