Advertisment

‘বিদেশিদের সম্মান করতে হবে, যত্রতত্র হামলা নয়’, যোদ্ধাদের নির্দেশ তালিবানের

এর আগে এদিনই আফগান মহিলাদের সরকারে যোগদানের আবেদন জানিয়েছিল তালিবান নেতৃত্ব৷

author-image
IE Bangla Web Desk
New Update
India acknowledges, Taliban hold positions of power, authority

তালিবানের পতাকা

তালিবানি দখলে গোটা আফগানিস্তান৷ আফগান মুলুক ছেড়ে পালাতে মরিয়া বিদেশিরা৷ আফগানিস্তানের অধিকাংশ বাসিন্দাও প্রাণভয়ে দেশ ছেড়ে পালাতে চাইছেন৷ এই আবহেই এবার নয়া নির্দেশ তালিবান নেতৃত্বের৷ বিদেশি রাষ্ট্রদূত ও তাঁদের কার্যালয়ে হামলা বরদাস্ত করা হবে না৷ দূতাবাসের গাড়িও আটকানো যাবে না বলে স্পষ্ট করে জানানো হয়েছে৷ যোদ্ধাদের শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দিয়েছে তালিবান৷ সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে থাকতে ও দৈনন্দিন কাজকর্ম চালাতে পারেন সেব্যাপারে যোদ্ধাদের সহযোগিতার নির্দেশ দিয়েছে তালিবান নেতারা৷

Advertisment

এর আগে এদিনই মহিলাদের সরকারে যোগ দিতে আহ্বান জানিয়েছিল তালিবান৷ কাবুল-সহ আফগানিস্তানের বাসিন্দাদের আশ্বস্ত করার চেষ্টা তালিবান নেতৃত্বের৷ সোমবার কাবুল ছাড়তে হিড়িক পড়ে গিয়েছিল বিমানবন্দরে৷ হাজার-হাজার আফগান ভিড় জমিয়েছিলেন কাবুল বিমানবন্দরে৷ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক আকার নিতে শুরু করায় কাবুল বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল৷ যা নিয়ে ঘোর দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল বহু দেশ৷ নাগরিকদের উদ্ধার নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল একাধিক দেশের সরকার৷ মঙ্গলবার অবশ্য খুলে দেওয়া হয়েছে কাবুল বিমানবন্দর৷ সব দেশের বিমান যাতে স্বাভাবিকভাবে কাবুলে ওঠানামা করতে পারে সেব্যাপারে সহযোগিতার বার্তা দিয়েছে তালিবান৷

আরও পড়ুন- ‘ক্ষমার’ পথে হেঁটে মহিলাদেরও সরকারে শামিল হওয়ার আহ্বান তালিবানদের

এদিকে, অফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে তৎপর কেন্দ্রীয় সরকার৷ মঙ্গলবারও কাবুল থেকে ফেরানো হয়েছে ভারতীয় আধিকারিক ও বেশ কয়েকজন সাধারণ নাগরিককে৷ কাবুলে থাকা ভারতীয় রাষ্ট্রদূত-সহ দূতাবাসের সব কর্মীকেই এদিন ফিরিয়ে এনেছে ভারত৷ ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে ১৩০ জনকে উদ্ধার করে গুজরাতের জামনগরে আনা হয়েছে মঙ্গলবার৷ যাঁদের মধ্যে ২০ জন আফগানিস্তানে আটকে থাকা সাধারণ ভারতীয় নাগরিক৷ তালিবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর ভারত এই নিয়ে দু’বার সেই দেশ থেকে দূতাবাসের কর্মীদের ফিরিয়ে এনেছে৷

আফগানিস্তানে এখনও আটকে রয়েছেন বহু ভারতীয়৷ এবার তাঁদের ফেরাতেও উদ্যোগী কেন্দ্রীয় সরকার৷ এরই পাশাপাশি চাইলে ভারতে এসে আশ্রয় নিতে পারবেন সেখানকার আফগানরাও৷ ঈফগান মুলুকের বর্তমান পরিস্থিতি বিচারকরেই সেদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসার নতুন বিভাগ চালু করেছে কেন্দ্র।

স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র টুইটে জানিয়েছেন, ভারতে ঢোকার জন্য ফাস্ট-ট্র্যাক ভিসা আবেদনের সুযোগ মিলছে৷ "ই-ইমার্জেন্সি এক্স-মিস্ক ভিসা" বা ইলেকট্রনিক ভিসা নামে একটি নয়া বিভাগ চালু করা হয়েছে৷ এর মাধ্যমে সহজেই ভারতে ঢোকার ক্ষেত্রে অনুমোদন মিলবে৷ ভারতীয় নাগরিকদের পাশাপাশি এই মুহূর্তে যে আফগানরাও ভারতে এসে আশ্রয় নিতে চান তাঁদের সুবিধা মিলবে৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Afganistan Taliban Kabul
Advertisment