পঞ্জশির দখলে মরিয়া তালিবান, যোগ্য জবাবে তৈরি মাসুদের বাহিনী

গোটা আফগানিস্তান কব্জায় নিলেও পঞ্জশির উপত্যকায় তালিবানকে কড়া জবাব দিচ্ছে আহমেদ মাসুদের বাহিনী৷

গোটা আফগানিস্তান কব্জায় নিলেও পঞ্জশির উপত্যকায় তালিবানকে কড়া জবাব দিচ্ছে আহমেদ মাসুদের বাহিনী৷

author-image
IE Bangla Web Desk
New Update
India acknowledges, Taliban hold positions of power, authority

তালিবানের পতাকা

গোটা আফগানিস্তানে আধিপত্য কায়েম করতে পারলেও এখনও হিন্দুকুশ পর্বতের পাদদেশে অবস্থিত পঞ্জশিরে দাঁত ফোটাতে পারেনি তালিবান৷ ইসলামিক এই গোষ্ঠীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়ে পঞ্জশির তালিবান-মুক্ত রেখেছে আহমেদ মাসুদের বাহিনী৷ আত্মসমর্পণ না করলে পঞ্জশিরে বড়সড় আক্রমণের হুঁশিয়ারি আগেই দিয়েছিল তালিবান৷ এবার তাদের শতাধিক যোদ্ধাকে পঞ্জশিরে পাঠাল তালিবান নেতৃত্ব৷ পঞ্জশির থেকে মাসুদের বাহিনীকে সরিয়ে সেখানেও তালিবানি-রাজ কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে জঙ্গিরা৷

Advertisment

পঞ্জশির উপত্যকায় আহমেদ মাসুদের বাহিনীর কাছে বড়সড় ধাক্কা খায় তালিবান৷ পঞ্জশিরের মাটিতে তালিবানিদের ঢুকতে না দেওয়ার পণ করে রেখেছে মাসুদের সেনাবাহিনী৷ আফগান সেনার একটি বড় অংশ আধুনিক সমরাস্ত্র নিয়ে যোগ দিয়েছে মাসুদের এই বাহিনীতে৷ এই বাহিনীর সঙ্গেই এখন রয়েছেন আশরফ গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ৷ এই আমরুল্লা সালেহ ও আহমেদ মাসুদের নেতৃত্বেই তালিবানিদের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে বাহিনী৷ বিনা লড়াইয়ে পঞ্জশির উপত্যকার এক চিলতে জমিও তালিবানিদের ছাড়া হবে না বলে একপ্রকার পণ করে রেখেছে মাসুদ-সেনা৷

আরও পড়ুন- তালিবানের কাছে আত্মসমর্পণ নয়, বরং যুদ্ধের ডাক দিলেন আফগান নেতা

Advertisment

এদিকে, গোটা আফগানিস্তানে আধিপত্য কায়েম করলেও তালিবানের গলার কাঁটা পঞ্জশির৷ আত্মসমর্পণ না করলে পঞ্জশিরে হামলা চালানোর হুঁশিয়ারি আগেই দিয়েছিল তালিবান৷ এবার তালিবানের তরফে জানানো হল, তাদের শতাধিক যোদ্ধা পঞ্জশির নিজেদের দখলে নিতে গিয়েছে৷ আগেই তালিবানের তরফে সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ক্ষমতা হস্তান্তর করতে বলা হয়েছিল৷ তবে তালিবানের সেই আবেদনে সাড়া না দেওয়ায় এবার পঞ্জশির দখলে ঝাঁপাচ্ছে তাদের যোদ্ধারা৷ এদিকে তালিবান বিরোধী আহমেদ মাসুদ জানিয়েছেন তালিবানিদের সঙ্গে সৌহার্দপূর্ণ আলোচনা হবে বলে তিনি ভেবেছিলেন৷ তবে তাঁর বাহিনী লড়াইয়ে প্রস্তুত রয়েছে৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Taliban Afganistan