Advertisment

কাবুল দখল সময়ের অপেক্ষা, মাত্র ৮০ কিমি দূরে তালিবানি জঙ্গিরা

তালিবানিদের মোকাবিলায় রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়ে যাচ্ছে আফগান সেনা।

author-image
IE Bangla Web Desk
New Update
India acknowledges, Taliban hold positions of power, authority

তালিবানের পতাকা

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে রয়েছে তালিবানি জঙ্গিরা। ইতিমধ্যেই কাবুলের উপকণ্ঠে থাকা আফগানিস্তানের লগার প্রদেশের দখল নিয়েছে তালিবানি জঙ্গিরা। লগার প্রদেশের এক আইনজীবী হোমা আহমেদী জানিয়েছেন, তালিবানিরা এখন গোটা শহরের পাশাপাশি গোটা রাজধানীরই নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। এমনকী কাবুল প্রদেশের একটি জেলাতেও পৌঁছে গিয়েছে তালিবানি জঙ্গিরা।

Advertisment

শনিবার সকালে কান্দাহারের রেডিও স্টেশনের দখল নিয়েছে তালিবানি জঙ্গিরা। মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে যাওয়ার তিন সপ্তাহের মধ্যেই দেশের একের পর এক প্রদেশ তালিবানি দখলে চলে আসছে। তালিবানি জঙ্গিরা ইতিমধ্যেই আফগানিস্তানের উত্তর, পশ্চিম ও দক্ষিণের একটি বিস্তীর্ণ এলাকা এক সপ্তাহের মধ্যেই নিজেদের দখলে এনে ফেলেছে। রাজধানী কাবুল থেকে এখন মাত্র কিছুটা দূরে রয়েছে তালিবান। অল্প সময়ের মধ্যেই এবার রাজধানী কাবুলও আফগান বাহিনীর হাতছাড়া হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

আফগানিস্তানে তালিবানদের মোকাবিলায় বছরের পর বছর ধরে ঘাঁটি গেড়ে পড়েছিল মার্কিন সেনাবাহিনী। আফগান সেনাকে আরও শক্তিশালী করতে কয়েকশো বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে আমেরিকা। তা সত্ত্বেও আমেরিকার সেনাবাহিনী আফগানিস্তান ছাড়তে শুরু করাতেই চরম বিপদ দেশে। মাত্র কয়েকদিনের মধ্যেই আফগানিস্তানের অধিকাংশ এলাকায় এখন নিজেদের আধিপত্য কায়েম করে ফেলেছে তালিবান জঙ্গিরা।

আরও পড়ুন- ‘পক্ষপাতদুষ্ট’, তোপের পরের দিনই আনলক রাহুলের টুইটার অ্যাকাউন্ট

আফগানিস্তান থেকে দূতাবাস সরিয়ে ফেলার তোড়জোড় শুরু করে ফেলেছে আমেরিকা। মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদে ফিরিয়ে নিয়ে যেতে আরও সেনা পাঠিয়েছে মার্কিন প্রশাসন। রবিবারের মধ্যে আফগানিস্তান থেকে দূতাবাসের কর্মীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার তৎপরতা নিয়েছে মার্কিন প্রশাসন। শনিবার কান্দাহারের রেডিও স্টেশনের দখল নেওয়ার পরে তালিবানের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিও-তে এক তালিবানি জঙ্গি শহরের প্রধান রেডিও স্টেশনটি দখল করার ঘোষণা করেছে।

শুধু তাই নয়, রেডিও স্টেশনটির নামও বদলে ফেলেছে তালিবান। নতুন নামকরণ করা হয়েছে ভয়েস অব শরিয়া অথবা ইসলামী আইন। ওই ভিডিও-তে তালিবানের ওই জঙ্গি জানিয়েছে, এবার থেকে সরকারি কর্মচারীরা ইসলামী পবিত্র ধর্মগ্রন্থ কোরানের সংবাদ, রাজনৈতিক বিশ্লেষণ এবং আবৃত্তি প্রচার করবেন। এবার থেকে এই রেডিও স্টেশনে আর গান-বাজনার অনুষ্ঠান হবে না। তবে কান্দাহারের এই রেডিও স্টেশনটিতে পূর্বতন কর্মীদের ছাঁটাই করা হবে কিনা তা এখনও স্পষ্ট করেনি তালিবান। ইতিমধ্যেই তালিবানি ফতোয়া মেনে কান্দাহারের বাসিন্দারা নির্দিষ্ট একটি ধরন মেনে পোশাক পড়তে শুরু করেছেন।

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Taliban Kabul Afganistan
Advertisment