Advertisment

নব্বই বছরে ফিজিক্সে নোবেল সুকুরো মানেবের! সঙ্গী আরও দুই বিজ্ঞানী

Nobel Prize 2021: নবতিপর মানাবে মার্কিন নাগরিক। পাশাপাশি হাসেলমান জার্মান এবং পারিসি ইতালিয়ান বিজ্ঞানী।

author-image
IE Bangla Web Desk
New Update
Nobel Prize 2021 Physics

বাঁদিক থেকে মানেবে, ক্লজ এবং পারিসি।

Nobel Prize 2021: চলতি বছর পদার্থবিদ্যায় একসঙ্গে তিন জন নোবেল পেতে চলেছেন। মঙ্গলবার ঘোষণা করেছেন সুইডিশ নোবেল কমিটি। জটিল পদার্থ ব্যবস্থা বা কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম বিশ্বকে চিনিয়ে এই পুরস্কার পেলেন সুকুরো মানেবে, ক্লজ হাসেলমেন এবং জর্জিও পারিসি। তবে মানেবে-হাসেলমেনের উদ্ভাবন পৃথক আর পারিসির উদ্ভাবন পৃথক। তাই মোট পুরস্কার অর্থের (১.১৫ মিলিয়ন ডলার) অর্ধেক ভাগ পাবেন মানেবে-হাসেলমেন আর বাকিটা পাবেন পারিসি।

Advertisment

নোবেল কমিটি সুত্রে খবর, নবতিপর মানাবে মার্কিন নাগরিক। পাশাপাশি হাসেলমান জার্মান এবং পারিসি ইতালিয়ান বিজ্ঞানী।  গত বছরও পদার্থবিদ্যায় নোবেল পান তিনি বিজ্ঞানী—রজার পেনরোজ, রেইনহার্ড গ্যাঞ্জেল আন্দ্রে হ্যাজকে।  

রিসেপ্টর ফর টেম্পেরেচার অ্যান্ড টাচ—সংক্রান্ত আবিষ্কারের জেরে মেডিসিন বা শারীরবিদ্যায় নোবেল পাচ্ছেন দুই মার্কিন বিজ্ঞানী। সোমবার নোবেল কমিটি ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাতাপৌতিয়ানের নাম ঘোষণা করেছেন। তাঁদের যুগান্তকারী আবিষ্কার দেখাবে, কীভাবে তাপ, ঠাণ্ডা এবং যান্ত্রিক শক্তি আমাদের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে।

জানা গিয়েছে, এই আবিষ্কারে ভর করে ব্যথা উপশম এবং বড় মাপের রোগের চিকিৎসা উদ্ভাবন হবে। পুরস্কারস্বরুপ এই দুই বিজ্ঞানী ১০ মিলিয়ন সুইডিশ ক্রাউন কিংবা ১.৫ মিলিয়ন ডলার অর্থ পাবেন। ডিনামাইটের আবিষ্কর্তা আলফ্রেড ডিনামাইটের ইচ্ছাতেই ১৯০১ থেকে নোবেল পুরস্কার প্রদান চলছে। প্রাথমিক ভাবে সাহিত্য, বিজ্ঞান এবং শান্তিতে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হত। ১৯৬৯ থেকে অর্থনীতিতেও নোবেল চালু করে কমিটি।

গত কয়েক দশক ধরে সাহিত্য এবং শান্তির আড়ালে মেডিসিনে নোবেল বিজেতারা হারিয়ে গিয়েছেন। কিন্তু করোনাকালে সামনে চলে এসেছে মেডিসিনে যুগান্তকারী আবিষ্কার। এক পক্ষ থেকে দাবি করা হয়েছে, করোনার টিকা আবিষ্কর্তাদের আগামি দিনে নোবেল পুরস্কারে ভূষিত করা হোক।

গত বছর এই বিভাগে পুরস্কার জিতেছিলেন বিজ্ঞানী ত্রয়ী। হার্ভে অলটার, চার্লস রাইস এবং মাইকেল হাউটন সিরোসিস অফ লিভার এবং লিভার ক্যান্সারের জীবাণু হেপাটাইটিস-সি চিহ্নিত করে নোবেল পান।   

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Nobel Prize 2021 Physics Swedish Nobel Committee
Advertisment