Advertisment

ট্রাম্পের 'গোপন ফোন', চাপ দিয়ে ভোট উল্টোনোর শেষ চেষ্টা

জর্জিয়ার রিপাবলিকান সচিবকে রীতিমত হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট। ফলাফল উল্টে দিতে যত সংখ্যক ভোট প্রয়োজন তা খুঁজে বের করার নির্দেশ দিতে শোনা যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইন অনুসারে প্রেসিডেন্ট ক্ষমতায় রয়েছেন এখনও ডোনাল্ড ট্রাম্প। যদিও ইলেকটেড প্রেসিডেন্ট হিসেবে আর কিছুদিনের মধ্যে শপথ নেবেন ডেমোক্র্যাটিক দলের নেতা জো বাইডেন। কিন্তু শেষ প্রহরেও ক্ষমতায় থাকতে শেষ প্রচেষ্টা চালাচ্ছেন ট্রাম্প।

Advertisment

সম্প্রতি যে ফোন কল হাতে এসেছে সংবাদমাধ্যমের, সেখানে ট্রাম্পের একটি 'ট্যাপড কল' পাওয়া গিয়েছে। সেই কলটিতে শোনা যাচ্ছে জর্জিয়ার রিপাবলিকান সচিবকে রীতিমত হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ফলাফল উল্টে দিতে যত সংখ্যক ভোট প্রয়োজন সেই ভোট খুঁজে বের করার নির্দেশ দিতেও শোনা যায়। এক ঘন্টার সেই ফোন কলে আধিকারিককে বিভিন্নভাবে চাপ দেওয়ার চেষ্টা করেন তিনি, এমনটাও জানা গিয়েছে অডিও রেকর্ড থেকে।

রাষ্ট্রপতি-নির্বাচিত জো বিডেনের নিজের ক্ষতি সম্পর্কে মিথ্যা ষড়যন্ত্রমূলক দাবি করতে প্রায় নয় সপ্তাহ কাটানো ট্রাম্প, রাজ্যের শীর্ষ নির্বাচনের আধিকারিক ব্র্যাড রাফেনস্পারগারকে বলেছিলেন যে তার ভোটের গণনা পুনরায় গণনা করা উচিত। ওয়াশিংটন পোস্টের প্রাপ্ত সেই অডিও রেকর্ডিংয়ে ট্রাম্পকে বলতে শোনা যায়, "আমি ১১ হাজার ৭৮০টি ভোট খুঁজে পেতে চাই। যা আমাদের রয়েছে তাঁর থেকে এক বেশি।"

রবিবারই সংবাদসংস্থাটি অনলাইনে এটি প্রকাশ করেছে। নিউ ইয়র্ক টাইমসও এই কল রেকর্ডিং হাতে পেয়েছে। ট্রাম্পের হাতে মাত্র ১৭ দিন রয়েছে। এই কয়েকদিন বিচার বিভাগের দায়িত্বে তিনিই থাকবেন। ট্রাম্পের হয়ে এই কাজ না করলে ব্র্যাড রাফেনস্পারগার এবং কার্যালয়ের সচিবের প্রধান আইনজীবী রায়ান জার্মানির বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথাও জানান তিনি।

ট্রাম্পকে সেই কলে বলতে শোনা যায়, "জানেন কি এই কাজ না করা অপরাধ। একটি ফৌজদারী অপরাধ। আশা করি সেটা আপনারা হতে দেবেন না। এটি আপনাদের পক্ষে বড় ঝুঁকি। বেশ বড় ঝুঁকি।" যদীও আধিকারিককে খুব ঠান্ডা স্বরেই সেই নির্দেশ খারিজ করতে শোনা যায়। বলতে শোনা যায়, "শুনুন প্রেসিডেন্ট, আপনার হাতে যে তথ্য রয়েছে তা ঠিক নয়। আমরা মানছি না যে আপনিই জিতেছেন।" এখন ট্রাম্পের এইও কাজে তাঁর বিরুদ্ধে আইনি লড়াই চলবে কি না, তদন্ত কীভাবে তা সবটাই ঠিক করবে প্রশাসন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

USA Election Donald Trump
Advertisment