Advertisment

বর্ণবৈষম্য়ের বিরুদ্ধে বিশ্বজুড়ে লড়াইয়ের ডাক রাষ্ট্রসংঘের-ফ্লয়েড হত্য়াকাণ্ডে মিলল চাঞ্চল্য়কর তথ্য়-হংকংয়ের রাস্তায় জনস্রোত

আজ দুনিয়াজুড়ে কী ঘটল? বিশ্বের যেসব খবর না জানলে চলবেই না, তেমনই সব খবর এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
world news, বিশ্বের খবর, দুনিয়ার খবর

বিশ্বের বড় খবর একনজরে।

বর্ণবৈষম্য়ের বিরুদ্ধে বিশ্বজুড়ে আন্দোলনের ডাক দিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব। জর্জ ফ্লয়েড হত্য়াকাণ্ডে চাঞ্চল্য়কর তথ্য় সামনে এল। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেল পুলিশ এবং আইনসংস্থাগুলির সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করতে মাইক্রোসফট সিইও সত্য নাদেলাকে অনুরোধ জানাল ২০০ জন মাইক্রোসফট কর্মী। সরকারবিরোধী প্রতিবাদের একবছর পালনে হংকংয়ের রাস্তায় নামল কয়েকহাজার মানুষ। বিশ্বের এমনই সব গুরুত্বপূর্ণ খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

বর্ণবৈষম্য়ের বিরুদ্ধে বিশ্বজুড়ে আন্দোলনের ডাক রাষ্ট্রসংঘের

un রাষ্ট্রসংঘের মহাসচিব।

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্য়ার ঘটনায় দৃষ্টি আকর্ষণ করল রাষ্ট্রসংঘ। শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গের হত্য়ার ঘটনায় ফুঁসছে গোটা বিশ্ব। এই আবহে বর্ণবৈষম্য়ের বিরুদ্ধে বিশ্বজুড়ে আন্দোলনের আহ্বান জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতারেজ। উল্লেখ্য়, ফ্লয়েডের হত্য়ার প্রতিবাদে বিক্ষোভে শামিল হয়েছেন আমেরিকাবাসী।


* কর্মীদের উদ্দেশে একটি চিঠিতে গুতারেজ জানিয়েছেন, বর্ণবৈষম্য় নিয়ে রাষ্ট্রসংঘের অবস্থান স্পষ্ট।

* তিনি বলেছেন, এ ধরনের হিংসা রাষ্ট্রসংঘের মূল্য়বোধের জন্য় অবমাননাকর।

* মানবাধিকার নিয়ে পুলিশ বাহিনীকে আরও প্রশিক্ষণ হওয়ার ব্য়াপারে বার্তা দিয়েছেন তিনি। (Read the full story in English)

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

ফ্লয়েড ও শভিন একসঙ্গে কাজ করতেন!

George Floyd ছবি: টুইটার।

জর্জ ফ্লয়েড হত্য়াকাণ্ডে নয়া তথ্য় মিলল। মিনিয়াপোলিসের পুলিশ কর্মী ডেরেক শভিনের সঙ্গে একটি নাইটক্লাবে একসঙ্গে কাজ করতেন ফ্লয়েড, সিবিএস নিউজকে এমনটাই জানিয়েছেন তাঁদের এক সহকর্মী। দক্ষিণ মিনিয়াপোলিসে একটি জনপ্রিয় নাইটক্লাবে সিকিউরিটি টিমে কাজ করতেন ফ্লয়েড ও শভিন, সিএনএন সূত্রে খবর।

*তাঁদের সহকর্মী ডেভিড পিনে জানিয়েছেন, ফ্লয়েড ও শভিনের মধ্য় প্রায়শই মতবিরোধ চলত।

* ওই নাইটক্লাবের প্রাক্তন মালকিন মায়া সান্তামারিয়া জানিয়েছেন, ফ্লয়েড নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতেন। আর ক্লাবের বাইরে পুলিশের গাড়িতে বসে থাকতেন শভিন।

*মায়া জানিয়েছেন, তিনি জানতেন যে, কৃষ্ণাঙ্গদের ভয় পেতেন শভিন।

*কৃষ্ণাঙ্গ ব্য়ক্তি জর্জ ফ্লয়েডকে হত্য়ার ঘটনায় সোমবার আদালতে হাজিরা দেন অভিযুক্ত পুলিশ কর্মী ডেরেক শভিন।

*ফ্লয়েডকে হত্য়ার ঘটনায় শভিনকে সেকেন্ড ডিগ্রি খুনের ধারায় অভিযুক্ত করা হয়েছে।

*ইতিমধ্য়েই তাঁকে পুলিশ বাহিনী থেকে সরানো হয়েছে। (Read the full story in English)

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

জর্জ ফ্লয়েড হত্যা: পুলিশের সঙ্গে চুক্তি বাতিল করতে নাদেলাকে অনুরোধ ২০০ মাইক্রোসফট কর্মীর

George Floyd ফ্লয়েডের হত্য়ার প্রতিবাদে বিক্ষোভ।

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেল পুলিশ এবং আইনসংস্থাগুলির সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করতে মাইক্রোসফট সিইও সত্য নাদেলাকে অনুরোধ জানাল ২০০ জন মাইক্রোসফট কর্মী, সংবাদমাধ্যমসূত্রে এমনটাই খবর।

আমেরিকানদের দাবি পুলিশদের সমস্ত সাহায্য করা বন্ধ হোক। প্রসঙ্গত ২৫ মে মিনিয়াপোলিসে এক শ্বেতাঙ্গ অফিসার নেল্ট জর্জ ফ্লয়েডকে গলায় পা চেপে হত্যার ঘটনার পর থেকেই পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে আমেরিকানরা। সোমবার মাইক্রোসফটের প্রায় ২৫০ কর্মী সত্য নাদেলা এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কার্ট ডেলবেনকে ইমেল পাঠান। যার বিষয়বস্তুতে লেখা ছিল 'আমাদের প্রতিবেশী এলাকা একটি যুদ্ধপ্রবণ এলাকায় পরিণত হয়েছে।'

জর্জ ফ্লয়েড হত্যার ঘটনার প্রতিবাদে 'ব্ল্যাক লাইফ ম্যাটার' মুভমেন্টে সমর্থন জানিয়েই এই উদ্যোগ নিয়েছেন মাইক্রোসফটের কর্মীরা এমনটাই খবর সে দেশের সংবাদসংস্থা সূত্রে। যদিও ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা একটি বিবৃতিতে জানিয়েছে, "সংস্থা হিসেবে আমাদের এই বিষয়টি গভীরভাবে দেখতে হবে। কীভাবে আরও ভালো উপায়ে কাজ করা যায় তা পর্যালোচনা করতে হবে।"

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

প্রতিবাদের এক বছর পালনে হংকংয়ের রাস্তায় জনস্রোত, আটক বহু

publive-image ফাইল চিত্র

সরকারবিরোধী প্রতিবাদের একবছর পালনে মঙ্গলবার হংকংয়ের রাস্তায় নামল কয়েকহাজার মানুষ। দেশের শৃঙ্খলা এবং শান্তি বজায় রাখার জন্য এক বছর আগে থেকে হংকংয়ের সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিল সে দেশের মানুষ।

হংকংয়ের চিফ এক্সিকিউটিভ ক্যারি লাম জানিয়েছেন, "সবাই এর শিক্ষা পেয়ে গিয়েছে, এমনকী হংকং সরকারও। হংকং এই ধরনের বিশৃঙ্খলা মানতে নারাজ। এখানকার মানুষ চায় শান্তিতে কাজ করতে।"

যদিও মঙ্গলবারের এই মিছিল থেকে ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বিক্ষোভকারীরা রাস্তা আটকে প্রতিবাদ করছিল। মিছিল ভাঙতে মরিচগুড়োও ছোঁড়ে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সমস্ত ধরণের মিছিল মিটিং বন্ধ থাকা সত্ত্বেও প্রতিবাদকারীরা সামাজিক দূরত্ব না মেনেই রাস্তায় নামেন।

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

ব্রিটেনের বিরুদ্ধে চিনের কড়া পদক্ষেপের সমালোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র

publive-image

ফের প্রকাশ্যে আমেরিকা-চিন দ্বন্দ্ব। চিনের সমালোচনায় মুখর মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। তিনি বলেছেন, ব্রিটিশ ব্যাংক হংকং এবং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনকে (এইচএসবিসি)ক্রমাগত হুমকি দিচ্ছে চিন। হুয়াওয়েকে ফাইভ জি নেটওয়ার্ক তৈরির অনুমতি না দিলে ব্রিটেনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি ভঙ্গের হুমকি দেওয়া হচ্ছে।

অমেরিকা সবসময় তার বন্ধু রাষ্ট্রের পাশে রয়েছে বলে জানিয়েছেন পম্পেও। তাঁর কথায়, ' গত সপ্তাহে, ওই ব্যাংকের এশিয়া-প্যাসিফিকের সিইও, চাইনিস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সে হংকংয়ের স্বায়ত্তশাসন বাতিলের প্রস্তাবকে সমর্থন করেছে। এতে রাষ্ট্রসংঘের চুক্তি ভঙ্গ করা হয়েছে।'

* চিনা অর্থনৈতিক আগ্রাসন থেকে সব রাষ্ট্রের সাবধান হওয়া প্রয়োজন: পম্পেও
* অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও আরও বেশ কয়েকটি দেশ চিনা আগ্রাসনের সম্মুখীন হয়েছে বলে দাবি পম্পেওর।
* হংকংয়ের প্রতি পদক্ষেপকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিশ্বজুড়ে সমালোচিত চিন।

করোনা সংক্রমণ ঘিরে আমেরিকা-চিন বিবাদ তুঙ্গে। তার মাঝেই এই দ্বন্দ্ব বিতর্কে নয়া মাত্রা যোগ করল বলে মনে করা হচ্ছে।

Read in English

Donald Trump china
Advertisment