মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে গোলান হাইটসে নতুন ট্রাম্প হাইটস বানানোর প্রস্তুতি শুরু হল। এদিকে, বর্ণবৈষম্য় রুখতে কমিশন গঠন করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অন্য়দিকে, অনলাইনে পরনিন্দার দায়ে দোষী সাব্য়স্ত হলেন ফিলিপিন্সের সাংবাদিক। নেপালের নতুন মানচিত্র তৈরির লক্ষ্যে সংবিধান সংশোধন প্রস্তাব আলোচনার জন্য রবিবার সেদেশের পার্লামেন্টের উচ্চকক্ষে গৃহিত হয়েছে। বিশ্বের এমনই সব গুরুত্বপূর্ণ খবর পড়ে নিন এক এক করে...
'ট্রাম্প হাইটস' বানানোর চুক্তি অনুমোদন ইজরায়েলের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে গোলান হাইটসে নতুন ট্রাম্প হাইটস বানানোর প্রস্তুতি শুরু হল। রবিবারই এই নির্মাণকার্যের জন্য অনুমোদন দিয়েছে ইজরায়েলি সরকার। জেরুজালেমে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “আমরা আজ গোলান হাইটসে রামাত ট্রাম্পের নির্মাণকার্যের যা বাস্তব পদক্ষেপ রয়েছে তা শুরু করব।" উল্লেখ্য, হিব্রু শব্দ রামাত ট্রাম্পের ইংরেজি অনুবাদ হল ট্রাম্প হাইটস।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আগের চেয়ে উন্নত হয়েছে৷ এই সম্পর্কের সাম্প্রতিকতম উদাহরণই এই ‘গোলান হাইটস'৷ গোলান হাইটসের উপর ইজরায়েলের নিয়ন্ত্রণের স্বীকৃতি দেয়ার প্রস্তাব করে টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ এরপর তার স্বীকৃতি হিসেবে একটি স্মারকলিপি প্রস্তুত করতে শুরু করে হোয়াইট হাউস৷
ঐতিহাসিক দিক থেকে দেখলে যথেষ্ট গুরুত্ব রয়েছে এই গোলান হাইটসের। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় সিরিয়ার এই অঞ্চলটি দখল করে ইজরায়েল। ১৯৮১ সাল থেকে এই এলাকাটিকে নিজ রাষ্ট্রের করে নেয় ইজরায়েল। যদিও বিশ্বের একাংশের মত সম্পূর্ণ অনৈতিকভাবে এলাকা দখল করেছে ইজরায়েল। ২০১৯ সালে এই গোলান হাইটসকে ইজরালের এলাকা হিসেবে স্বাক্ষর করেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের এই সহযোগিতার কথা মনে রেখেই গোলান হাইটসের একটি অঞ্চলকে ট্রাম্পের নামে করা হচ্ছে। বর্তমানে এখন সেখানে ৩০০ জন থাকেন। পরবর্তীতে সেখানে ৩০০ পরিবার থাকতে পারবে বলে জানান হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বর্ণবৈষম্য় রুখতে কমিশন গঠন বরিস জনসনের
কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্য়ার ঘটনার পর বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আন্দোলনের স্রোত পৌঁছেছে ব্রিটেনেও। এই পরিস্থিতিতে বর্ণবৈষম্য় ঠেকাতে বিশেষ কমিশন গড়ার কথা ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার জনসন জানিয়েছেন, সে দেশে বর্ণবিদ্বেষ রুখতে এই কমিশন কাজ করবে।
* এদিন বরিস জনসন জানিয়েছেন, ''কর্মসংস্থান, স্বাস্থ্য়, শিক্ষা, সব ক্ষেত্রে বৈষম্য় দেখবে এই কমিশন''।
* তিনি আরও বলেছেন, ''আমাদের বুঝতে হবে, ব্ল্য়াক লাইভস ম্য়াটার নিয়ে যখন হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ মিছিল করছেন, তখন তা উপেক্ষা করা যায় না। একজন নেতা হিসেবে, সরকারের একজন হয়ে, এই অনুভূতির জোরকে আমি উপেক্ষা করতে পারি না''।
* তবে নতুন কমিশনের ব্য়াপারে বিশদে কিছু জানাননি ব্রিটিশ প্রধানমন্ত্রী।
* উল্লেখ্য়, ফ্লয়েডের হত্য়ার প্রতিবাদে গর্জে উঠেছেন আমেরিকাবাসী। বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শন চলেছে। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে ব্রিটেনেও। (Read the full story in English)
বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
নেপাল সংসদের উচ্চকক্ষে 'বিতর্কিত' মানচিত্র খসড়া আইন
নেপালের নতুন মানচিত্র তৈরির লক্ষ্যে সংবিধান সংশোধন প্রস্তাব আলোচনার জন্য রবিবার সেদেশের পার্লামেন্টের উচ্চকক্ষে গৃহিত হয়েছে। এই কক্ষে প্রস্তাব পাশ হওয়ার বিষয়টি নেহাতই আনুষ্ঠানিক। কারণ, উচ্চকক্ষে মোট ৫৯ জন সদস্যেদর মধ্যে ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট দলেরই রয়েছে ৫০ জন। প্রস্তাবিত বিল পাশের ক্ষেত্রে নেপাল কি তাড়াহুড়ো করছে? প্রস্তাব গৃহিত হওয়ার পর তা আলোচনার জন্য ৭২ ঘন্টা সময় বরাদ্দ থাকে। আলোচনার জন্য আদৌ সেই সময় মিলবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে আগামী বুধবারই প্রস্তাবিত বিলটি পাশ করিয়ে তা অনুমদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
নয়া মানচিত্রে ভারতের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরাকে নেপালের অন্তর্ভিক্ত করা হয়েছে। গত শনিবার নতুন মানচিত্র তৈরির প্রস্তাব নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষে সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায়। ২৫৮ জন প্রতিনিধিই সংবিধান সংশোধনের পক্ষে ভোট দেন। এবার উচ্চকক্ষে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি পাশ করানো হবে।
সংবিধান সংশোধন প্রস্তাব পেশের সময় নেপালের আইনমন্ত্রী শিবমায়া টুমবাম্ফে বলেছেন, 'ভারতে দখলে থাকা এলাকা ফিরে পেতে পার্লামেন্টে আজ একজোট। এটা নেপালের ইতিহাসে বিরল ও ঐতিহাসিক মুহূর্ত।' প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রথম থেকেই সীমান্ত নিয়ে বারতের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। সুর চড়িয়ে তিনি বলেছেন, 'প্রথম পর্যায় অতিক্রান্ত। পরবর্তী ধাপে ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে আলোচনা হবে। এতে প্রত্যেকটি দল ঐক্যমতে পৌঁছেছে দেখেই আমি খুশি।'
নয়া মানচিত্র নিয়ে নেপালের পদক্ষেপে প্রথম থেকেই সরব ভারত। নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, নেপালের এহেন পদক্ষেপ 'অসমর্থনযোগ্য' এবং 'ঐতিহাসিক তথ্য-প্রমাণের উপর ভিত্তি করে করা হয়নি'। বিষয়টি 'সীমান্ত বিরোধ মিমাংসায় দু'দেশের আলোচনার পরিপন্থী বলে' দাবি করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।
তবে, এনিয়ে নেপালের বিদেশ দফতরের পক্ষে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রস্তাবিত বিল আইনে পরিণত হলেও তারা মুখ খুলতে পারে বলে মনে করা হচ্ছে। এলাকা দখলের জন্য ভারতের সঙ্গে প্রথমে আলোচনার পক্ষে সওয়াল করেছেন নেপালি কংগ্রেসের অধিকাংশ শীর্ষ নেতৃত্ব। দেশের প্রাক্তনমন্ত্রী ও নেপালি কংগ্রেসের নেতা ডঃ মিনেন্দ্র রিজালের মতে, অতীতে নেতাদের দোষারোপ বা বর্তমান শাসকদের অযথা প্রশংসার বদলে উচিত হবে পোক্ত আলোচনার মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো।
এর মধ্যেওই অবশ্য স্বস্তিতে নেই নেপালের প্রধানমন্ত্রী ওলি। মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশনের সঙ্গে সরকারের চুক্তিকে কেন্দ্র করে প্রবল ববিরোধীতার সামনে তিনি। এমনকী এনিয়ে তাঁর নিজের দলের অন্দরেও মতপার্থক্য রয়েছে। করোনা মোকাবিলায় নানা দুর্নীতি হচ্ছে বলেও সরব হয়েছে ছাত্র-যুবরা।Read in English
বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
পরনিন্দার দায়ে দোষী সাব্য়স্ত ফিলিপিন্সের সাংবাদিক
অনলাইনে পরনিন্দা বা মানহানির দায়ে দোষী সাব্য়স্ত করা হল ফিলিপিন্সের পুরস্কার জয়ী সাংবাদিক মারিয়া রেসা। অনলাইন নিউজ সাইট র্যাপলারে কর্মরত রেসা। ফিলিপিন্সের প্রেসিডেন্টের সমালোচক হিসেবে পরিচিত ওই সাংবাদিক। জানা যাচ্ছে, এক ব্য়বসায়ীর পরনিন্দার দায়ে দোষী সাব্য়স্ত হয়েছেন প্রাক্তন রিপোর্টার রেইনালদো সান্তোসও।
* মারিয়া রেসা ও রেইনালদো সান্তোসকে দোষী সাব্য়স্ত করেছে ম্য়ানিলা কোর্ট।
* ২০১২ সালের ২৯ মে দ্য় র্যাপলারে প্রকাশিত এক প্রতিবেদনের ভিত্তিতে সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
* খুন, মাদক পাচার, মানব পাচারের ঘটনায় এক ব্য়বসায়ীর নাম জড়িয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।
* রেসাকে ৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তাঁর আইনজীবী জানিয়েছেন, যতক্ষণ না সব আবেদন খারিজ হচ্ছে, ততক্ষণ এটা কার্যকর করা যাবে না। (Read the full story in English)
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে