দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ ছিন্ন করল উত্তর কোরিয়া। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্য়ায় আদালতে হাজিরা দিলেন অভিযুক্ত প্রাক্তন পুলিশকর্মী। মার্কিন মুলুকে গান্ধীজির মূর্তি ভাঙচুরের ঘটনায় সোচ্চার হলেন ডোনাল্ড ট্রাম্প। বাগদাদ বিমানবন্দরের কাছে রকেট হামলা। বিশ্বের এমনই সব গুরুত্বপূর্ণ খবর পড়ে নিন এক এক করে...
দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ ছিন্ন করল উত্তর কোরিয়া
ফের সংঘাতের আবহ। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ ছিন্ন করল উত্তর কোরিয়া। আন্তঃকোরিয়ান অর্থনৈতিক প্রকল্প পুনরুদ্ধার ও মার্কিন নিষেধাজ্ঞা আলগা করতে সোলের ব্য়র্থতার জেরেই পিয়ংইয়ংয়ের এহেন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের বিরুদ্ধে লিফলেট পাঠানো নিয়েও বেজায় চটে রয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছিল, দুপুর থেকে সমস্ত রকমের আন্তঃসীমান্ত যোগাযোগ ব্য়বস্থা ছিন্ন করা হবে।
* দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ ছিন্ন করল উত্তর কোরিয়া।
* সীমান্ত বরাবর পিয়ংইয়ং বিরোধী লিফলেট পাঠানো বন্ধ করতে দক্ষিণ কোরিয়া পদক্ষেপ না করাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে উত্তর কোরিয়া।
* উত্তর কোরিয়ার সঙ্গে সমস্ত রকমের যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়েছিল দক্ষিণ কোরিয়া, কিন্তু, কিম জং উন শিবিরের পক্ষ থেকে কোনও জবাব মেলেনি বলে দাবি।
* বছরের পর বছর ধরে, উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সমালোচনা করে বিশালাকার বেলুনে করে লিফলেট পাঠাচ্ছেন দক্ষিণ কোরিয়ার আন্দোলনকারীরা।
* লিফলেটে কিম জং উনের পরমাণু নীতি ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে সমালোচনা করা হয়েছে। (Read the full story in English)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
ফ্লয়েড হত্য়াকাণ্ডে আদালতে হাজিরা খুনে অভিযুক্ত প্রাক্তন পুলিশকর্মী শভিনের
কৃষ্ণাঙ্গ ব্য়ক্তি জর্জ ফ্লয়েডকে হত্য়ার ঘটনায় সোমবার আদালতে হাজিরা দিলেন অভিযুক্ত পুলিশ কর্মী ডেরেক শভিন। ফ্লয়েডকে হত্য়ার ঘটনায় শভিনকে সেকেন্ড ডিগ্রি খুনের ধারায় অভিযুক্ত করা হয়েছে। ইতিমধ্য়েই তাঁকে পুলিশ বাহিনী থেকে সরানো হয়েছে।
* এদিন মিনেসোটার জেল থেকেই ভিডিও লিঙ্কের মাধ্য়মে আদালতে হাজিরা দেন শভিন।
* থার্ড ডিগ্রি খুন ও সেকেন্ড ডিগ্রি ম্য়ানস্লটার ধারায় অভিযুক্ত করা হয়েছে তাঁকে।
* তাঁর জামিন ধার্য করা হয়েছে ১-১.২৫ মিলিয়ন ডলার।
*মিনেসোটার অ্য়াসিস্ট্য়ান্ট অ্য়াটর্নি জেনারেল ম্য়াথিউ ফ্র্য়াঙ্ক আদালতে জানান, যেহেতু অভিযোগ মারাত্মক, তাই, শভিনকে জামিন দিলে, তিনি পালাতে পারেন।
* এ মামলার পরবর্তী শুনানি ২৯ জুন।
প্রসঙ্গত, গত মাসে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডকে রাস্তায় ফেলে তাঁর গলায় হাঁটু রেখে শ্বাসরোধ করে হত্য়ার অভিযোগ উঠেছে মিনিয়াপোলিসের পুলিশ কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনা প্রকাশ্য়ে আসতেই বিক্ষোভে গর্জে ওঠেন আমেরিকাবাসী। ইতিমধ্য়েই একাধিক শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আঁচ। (Read the full story in English)
বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
গান্ধীজির মূর্তি ভাঙচুরের ঘটনা লজ্জাজনক: ট্রাম্প
মার্কিন মুলুকে জর্জ ফ্লয়েডের হত্য়ার প্রতিবাদে বিক্ষোভের সময় মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনায় সোচ্চার হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনাকে 'লজ্জাজনক' বলে মন্তব্য় করেছেন ট্রাম্প। উল্লেখ্য়, কৃষ্ণাঙ্গ ফ্লয়েডকে হত্য়ার প্রতিবাদে তপ্ত আমেরিকা। এ ঘটনায় বিক্ষোভের সময় গান্ধীজির মূর্তি ভাঙচুর করা হয়। মূর্তিতে কালিও লাগানো হয়।
* গত ২ ও ৩ জুনে মাঝামাঝি সময়ে ভারতীয় দূতাবাসের সামনে গান্ধীজির মূর্তি ভাঙচুর করা হয়।
* এটা 'লজ্জাজনক' বলে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
* গান্ধীজির মূর্তি ভাঙচুরের ঘটনার তদন্তে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, মেট্রোপলিটন পুলিশ ও ন্য়াশনাল পার্ক সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস। (Read the full story in English)
বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
বাগদাদ বিমানবন্দরের কাছে রকেট হামলা
বাগদাদ বিমানবন্দর এলাকায় রকেট হামলার ঘটনায় চাঞ্চল্য় ছড়াল। সোমবার ইরাকি সেনার তরফে জানানো হয়েছে, বাগদাদ বিমানবন্দর চত্বরে রকেট হামলা হয়েছে। তবে এ ঘটনায় বিশদে কিছু জানানো হয়নি। সেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বিমানবন্দরের দক্ষিণ অংশে মিসাইল ছোড়া হয়েছে। ওই এলাকায় রয়েছে, মার্কিন বাহিনীর সেনা ঘাঁটি।
* এ ঘটনার পরেই তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
* রকেট হামলার জেরে হতাহতের কোনও খবর মেলেনি।
* গত ৬ মে'র পর এই প্রথম বিমানবন্দরকে টার্গেট করে হামলা চালানো হল।
* অতীতে এ ধরনের হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে আমেরিকা।
* মার্চের শুরুতে মার্কিন বাহিনীকে টার্গেট করে একাধিক হামলা হয়েছে। (Read the full story in English)
বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
সিঙ্গাপুরে ভারতীয় পরিচারিকাকে হেনস্থায় দোষী সাব্য়স্ত দম্পতি
ভারতীয় পরিচারিকাকে শারীরিক হেনস্থার অভিযোগে এক দম্পতিকে দোষী সাব্য়স্ত করল সিঙ্গাপুরের আদালত। জানা যাচ্ছে, আক্রান্তের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রায় ২ মাস ধরে ওই দম্পতির বাড়িতে কাজ করছিলেন তিনি। শেষে তিনি পালিয়ে যান।
* দু'বছরের চুক্তিতে ভারতীয় ওই পরিচারিকা কাজে যোগ দিয়েছিলেন।
* তাঁকে পরিচারিকার কাজে নিয়োগ করেছিলেন মহম্মদ তসলিম ও তাঁর স্ত্রী ফারহা।
* পরিচারিকার কাজের জন্য় মাসে তাঁকে ২৮৭ মার্কিন ডলার দেওয়া হত বলে খবর।
* ২০১৬ সালের ৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ করেছিলেন।
* অভিযোগপত্রে আক্রান্ত ভারতীয় পরিচারিকা জানিয়েছেন, ফারহা তাঁর উপর অত্য়াচার চালাতেন। ঝাঁটা, শাওয়ারহেড, রোলিং পিন দিয়ে তাঁকে মারধর করা হত।
* ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তিনি ফারহাদের বাড়ি থেকে পালিয়ে যান।
* অভিযুক্ত দম্পতি কোন দেশের নাগরিক তা জানা যায়নি। তবে তাঁরা সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। (Read the full story in English)
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে