Advertisment

ওবামা-বিল গেটসদের টুইটার হ্য়াককাণ্ডে পাকড়াও ৩।। জলের তলায় বাংলাদেশের একাংশ

আজ দুনিয়াজুড়ে কী ঘটল? বিশ্বের যেসব খবর না জানলে চলবেই না, তেমনই সব খবর এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
world news, বিশ্বের খবর, দুনিয়ার খবর

একনজরে বিশ্বের খবর।

বারাক ওবামা, বিল গেটসের মতো আমেরিকার প্রভাবশালী ব্য়ক্তিদের টুইটার অ্য়াকাউন্ট হ্য়াক করার ঘটনায় দুই নাবালক ও এক ২২ বছরের তরুণকে পাকড়াও করা হল। এদিকে, তুমুল বৃষ্টিতে বাংলাদেশের এক চতুর্থাংশ এলাকাই জলের তলায় চলে গিয়েছে। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

ওবামা-বিল গেটসদের টুইটার হ্য়াককাণ্ডে পাকড়াও ৩

twitter প্রতীকী ছবি।

বারাক ওবামা, বিল গেটসের মতো আমেরিকার প্রভাবশালী ব্য়ক্তিদের টুইটার অ্য়াকাউন্ট হ্য়াক করার ঘটনায় দুই নাবালক ও এক ২২ বছরের তরুণকে পাকড়াও করা হল। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল গেটস, টেসলার চিফ এগজিকিউটিভ এলন মাস্কের মতো নামীদামি ব্য়ক্তিদের টুইটার হ্য়াক করার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছিল।

* এই তিন অভিযুক্তের মধ্য়ে রয়েছে ১৯ বছরের ব্রিটিশ তরুণ, অরল্য়ান্ডোর নিমা ফাজেলি ওরফে রোলেক্স (২২) ও ১৭ বছরের আরেক নাবালক।

* টুইটার হ্য়াকের ঘটনায় তিন অভিযুক্তকে পাকড়াও করার খবর জানিয়েছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস।

* দ্রুত পদক্ষেপ করায় সাধুবাদ জানিয়েছে টুইটার।

* এফবিআই জানিয়েছে, ২ অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। (Read in English)

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

ট্রাম্পের সীমান্ত দেওয়াল নির্মাণে সুপ্রিম স্বস্তি

donald trump, ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকা-মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণ নিয়ে খানিকটা স্বস্তি পেলেন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণ ঠেকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল দুটি সংগঠন। কিন্তু দেওয়াল নির্মাণ ঠেকানোর অনুরোধ নাকচ করে দিয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট।

* ওই সীমান্ত দেওয়াল তৈরিতে পেন্টাগনের তহবিল থেকে ২.৫ বিলিয়ন ডলার ব্য়বহার করার অনুমোদন দেওয়া হয়েছে।

* আমেরিকা ও মেক্সিকোর সীমান্তে এই দেওয়াল তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। (Read in English)

বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

জলের তলায় বাংলাদেশের একাংশ, দুর্দশায় লক্ষাধিক মানুষ

publive-image বাংলাদেশের একাংশ প্লাবিত।

তুমুল বৃষ্টিতে বাংলাদেশের এক চতুর্থাংশ এলাকাই জলের তলায় চলে গিয়েছে। মাটির বাড়ি, মুরগি, ছাগল, ধানের বস্তা-বানভাসি মানুষগুলোর এই সম্বলটুকুও জলের তোড়ে ভেসে গিয়েছে। উল্লেখ্য়, মাস দুয়েক আগে দেশের দক্ষিণ পশ্চিম অংশে আছড়ে পড়েছিল একটি ঘূর্ণিঝড়। বিজ্ঞানীদের মতে, নদীর জলে বাংলাদেশে প্লাবিত হওয়ার ঘটনা উত্তরোত্তর বাড়ছে।

*সরকারি হিসেব ও স্য়াটেলাইট তথ্য় অনুসারে, সে দেশের স্থলভাগের ২৪ শতাংশ থেকে ৩৭ শতাংশ ডুবে গিয়েছে। প্রায় ১০ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪.৫ মিলিয়ন মানুষ। মৃত্য়ু হয়েছে কমপক্ষে ৫৪ জনের, যাদের মধ্য়ে অধিকাংশই শিশু।

*প্রবল বর্ষণের জেরে ব্রহ্মপুত্রের জলে বন্য়ায় ভেসেছে দেশের একাংশ। অগাস্টের মাঝামাঝি সময় পর্যন্ত এই দুর্দশা চলতে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

International news
Advertisment