Advertisment

তীব্র বিস্ফোরণে কাঁপল বাল্টিমোর।। 'লেবানন সরকারের ইস্তফা'।। ইয়েমেনে বন্য়ায় মৃত শতাধিক

দুনিয়াজুড়ে কী ঘটল? বিশ্বের যেসব খবর না জানলে চলবেই না, তেমনই সব খবর এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
world news, বিশ্বের খবর, দুনিয়ার খবর

একনজরে বিশ্বের খবর।

তীব্র বিস্ফোরণে কাঁপল বাল্টিমোর। বিস্ফোরণের জেরে ক্ষতি হয়েছে বহু বাড়ির। এদিকে, গত সপ্তাহে বেইরুটে ভয়াবহ বিস্ফোরণের জেরে ইস্তফা দিল লেবানন মন্ত্রিসভা, এমনটাই জানিয়েছেন সে দেশের স্বাস্থ্য়মন্ত্রী। অন্য়দিকে, ভারতীয় সীমান্তে চিনা আগ্রাসন ও জিনজিয়াং প্রদেশে উইঘুর সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘনের বিরোধিতায় ওয়াশিংটনে বিক্ষোভ প্রদর্শন করলেন একদল ভারতীয়-আমেরিকান। আবার, প্রবল বৃষ্টির জেরে বন্য়ায় বানভাসি ইয়েমেন। বন্য়ার জেরে ১৩০ জনেরও বেশি মানুষের মৃত্য়ু হয়েছে। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

তীব্র বিস্ফোরণে কাঁপল বাল্টিমোর

Baltimore ছবি: টুইটার।

তীব্র বিস্ফোরণে কাঁপল বাল্টিমোর। বিস্ফোরণের জেরে ক্ষতি হয়েছে বহু বাড়ির। এ ঘটনায় মৃত্য়ু হয়েছে একজনের। ধ্বংসস্তূপে আটকে কমপক্ষে ৫ জন। ৩ জন গুরুতর ভাবে জখম হয়েছেন বলে জানা যাচ্ছে।

*ডব্লিউবিবিএফএফ টিভির ফুটেজে দেখা গিয়েছে, সারি সারি বাড়ি ধ্বংস্তূপে পরিণত হয়েছে। গুরুতর ৩ জনকে উদ্ধার করেছেন দমকলকর্মীরা। টুইটারে একথা জানানো হয়েছে।

*বাল্টিমোর ফায়ারফাইটার্স আইএএফএফ লোকাল ৭৩৪-এর তরফে টুইটারে জানানো হয়েছে, ''বহু বাড়ি ধ্বংস হয়েছে। কমপক্ষে ৫ জন আটকে রয়েছেন''। (বিস্তারিত পড়ুন)

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

বেইরুটে বিস্ফোরণের জেরে লেবানন মন্ত্রিসভার ইস্তফা

lebanon, লেবানন, বেইরুট ছবি: টুইটার থেকে।

তীব্র বিস্ফোরণের পর থেকে লেবানন সরকারে টানাপোড়েন তুঙ্গে। গত সপ্তাহে বেইরুটে ভয়াবহ বিস্ফোরণের জেরে ইস্তফা দিল লেবানন মন্ত্রিসভা, এমনটাই জানিয়েছেন সে দেশের স্বাস্থ্য়মন্ত্রী। উল্লেখ্য়, লেবাননে বিস্ফোরণের পর সরকার বিরোধী বিক্ষোভে উত্তপ্ত হচ্ছে সে দেশ। বেশ কয়েকজন মন্ত্রী পদত্য়াগও করেন।

* মন্ত্রী হামাদ হাসান জানান, ''গোটা সরকার ইস্তফা দিয়েছে'।

* তিনি আরও জানান, ''প্রধানমন্ত্রী হাসান দিয়াব রাষ্ট্রপতি ভবনে গিয়ে সব মন্ত্রীর ইস্তফাপত্র জমা দেবেন''।

*উল্লেখ্য়, ক’দিন আগে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বেইরুট। এ ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষের মৃত্য়ু হয়েছে, জখম হয়েছেন হাজার হাজার মানুষ।

*প্রায় ৭ বছর ধরে বন্দরের একটি ওয়ারহাউসে ২৭৫০ টন অ্য়ামোনিয়াম নাইট্রেট মজুত ছিল, তা থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে দাবি। (Read in English)

বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

চিনা আগ্রাসনের বিরুদ্ধে গর্জন ভারতীয়-আমেরিকানদের

china usa ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

যত দিন গড়াচ্ছে, চিন বিরোধী প্রতিবাদের স্বর ততই চড়া হচ্ছে মার্কিন মুলুকে। ভারতীয় সীমান্তে চিনা আগ্রাসন ও জিনজিয়াং প্রদেশে উইঘুর সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘনের বিরোধিতায় ওয়াশিংটনে বিক্ষোভ প্রদর্শন করলেন একদল ভারতীয়-আমেরিকান। করোনা আবহে দূরত্ববিধি মেনে, মুখে মাস্ক পরে শান্তিপূর্ণ প্রতিবাদ করলেন তাঁরা।

* বিক্ষোভে দেখা গেল চিন বিরোধী পোস্টার-ব্য়ানার। সেইসঙ্গে উঠল কমিউনিস্ট পার্টি অফ চায়নার বিরুদ্ধে স্লোগান।

* ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি ইউএসএ-র আদাপা প্রসাদের কথায়, ''এই গ্রীষ্মে করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে গোটা দুনিয়া, অথচ চিন অন্য়ের ভূখণ্ডের সীমা লঙ্ঘন করছে। এটা শুধু ভারতের লাদাখে নয়, অন্য়ান্য পড়শি দেশেও একই কাজ করছে। চিনা আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের একজোট হওয়ার এটাই সময়''।

*প্রাউড আমেরিকান পলিটিক্য়াল অ্য়াকশন কমিটির প্রতিষ্ঠাতা ও ভারতীয়-আমেরিকান রিপাবলিকান পুনীত আলুওয়ালি বলেছেন, ''চিনা কমিউনিস্ট পার্টি উইঘুর সম্প্রদায়ের ধর্মীয় অধিকারে থাবা বসিয়েছে এবং হংকংবাসীর মানবাধিকার লঙ্ঘন করেছে''। (Read in English)

বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

ইয়েমেনে বন্য়ায় মৃত শতাধিক, ঘরছাড়়া আরও অনেকে

Yemen ছবি: উইকিপিডিয়া।

প্রবল বৃষ্টির জেরে বন্য়ায় বানভাসি ইয়েমেন। বন্য়ার জেরে ১৩০ জনেরও বেশি মানুষের মৃত্য়ু হয়েছে। ২৬০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, রবিবার এমনটাই জানিয়েছেন হুতি বিদ্রোহীরা।

* হুতির স্বাস্থ্য় আধিকারিকরা জানিয়েছেন, প্রবল বৃষ্টির জেরে আহত হয়েছেন ১২৪ জন মানুষ।

* হাজজা ও হুদেদা প্রদেশও কার্যত বানভাসি  সেখানে বন্য়ার জেরে ঘরছাড়া ১ লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষ।

* উল্লেখ্য়, ২০১৫ সাল থেকে সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে আসছেন হুতিরা। (Read in English)

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

International news
Advertisment