বিচারবহির্ভূত হত্য়ার বিরুদ্ধে তাঁর সরকার, এমনটাই মন্তব্য় করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচারবহির্ভূত হত্য়া বন্ধ করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে এ প্রসঙ্গে সামরিক শাসক জিয়াউর রহমান ও তাঁর স্ত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিশানা করেছেন হাসিনা।
* হাসিনা বলেছেন, ''বিচারবহির্ভূত হত্য়া কে শুরু করেছিলেন? জিয়াউর রহমানের আমলে এটা শুরু হয়েছিল। সে সময় আমাদের অনেক নেতা-কর্মীর দেহ খুঁজে পাওয়া যায়নি। পরে, এটা আনুষ্ঠানিক রূপ পায়(খালেদা জিয়ার আমলে)। আমরা এটার ধারাবাহিকতাকে বন্ধ করার চেষ্টা করেছি''।
* বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেছেন, ''বিচারবহির্ভূত হত্য়ায় জড়িত কাউকে আমরা রেয়াত করছি না। আমরা কখনই এটা করব না''।
* তাঁর সরকার যে অন্য়ায়ের বিরুদ্ধে পদক্ষেপ করছে, সেকথাও জানিয়েছেন হাসিনা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বিশ্বের অন্য় খবর পড়ুন নীচে
ক্য়ালিফোর্নিয়ায় দাবানলে মৃত ১০
ছবি: টুইটার।
উত্তর ক্য়ালিফোর্নিয়ায় দাবানলে কমপক্ষে ১০ জনের মৃত্য়ুর খবর মিলেছে। এ ঘটনায় আরও ১৬ জনের খোঁজ মেলেনি। আরও দেহ উদ্ধারের আশঙ্কা করা হচ্ছে।
*বিপর্যস্ত এলাকায় ঢোকার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। তল্লাশি অভিযানে চিকো স্টেট ইউনিভার্সিটির নৃতত্ত্ববিদদের একটি দলও হাত লাগিয়েছে বলে খবর।
* দমকল সূত্রে খবর, ২ হাজার বাড়ি ও অন্য়ান্য় বহুতল পুড়ে গিয়েছে।
* দাবানলের জেরে বৃহস্পতিবার সানফ্রান্সিসকো-সহ অন্য়ান্য় শহরের আকাশের রং পাল্টে যায়। গোটা আকাশ কমলা রঙে ঢেকে যায়। (Read in English)
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে