বিচারবহির্ভূত হত্য়ার বিরুদ্ধে তাঁর সরকার, এমনটাই মন্তব্য় করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচারবহির্ভূত হত্য়া বন্ধ করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে এ প্রসঙ্গে সামরিক শাসক জিয়াউর রহমান ও তাঁর স্ত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিশানা করেছেন হাসিনা।
* হাসিনা বলেছেন, ”বিচারবহির্ভূত হত্য়া কে শুরু করেছিলেন? জিয়াউর রহমানের আমলে এটা শুরু হয়েছিল। সে সময় আমাদের অনেক নেতা-কর্মীর দেহ খুঁজে পাওয়া যায়নি। পরে, এটা আনুষ্ঠানিক রূপ পায়(খালেদা জিয়ার আমলে)। আমরা এটার ধারাবাহিকতাকে বন্ধ করার চেষ্টা করেছি”।
* বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেছেন, ”বিচারবহির্ভূত হত্য়ায় জড়িত কাউকে আমরা রেয়াত করছি না। আমরা কখনই এটা করব না”।
* তাঁর সরকার যে অন্য়ায়ের বিরুদ্ধে পদক্ষেপ করছে, সেকথাও জানিয়েছেন হাসিনা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বিশ্বের অন্য় খবর পড়ুন নীচে
ক্য়ালিফোর্নিয়ায় দাবানলে মৃত ১০

উত্তর ক্য়ালিফোর্নিয়ায় দাবানলে কমপক্ষে ১০ জনের মৃত্য়ুর খবর মিলেছে। এ ঘটনায় আরও ১৬ জনের খোঁজ মেলেনি। আরও দেহ উদ্ধারের আশঙ্কা করা হচ্ছে।
*বিপর্যস্ত এলাকায় ঢোকার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। তল্লাশি অভিযানে চিকো স্টেট ইউনিভার্সিটির নৃতত্ত্ববিদদের একটি দলও হাত লাগিয়েছে বলে খবর।
AFP Twitter Cover Photo Update.
Cars drive along the San Francisco Bay Bridge under an orange smoke-filled sky at midday in San Francisco, California
???? Harold Postic pic.twitter.com/HS7N69Nqa5
— AFP news agency (@AFP) September 10, 2020
* দমকল সূত্রে খবর, ২ হাজার বাড়ি ও অন্য়ান্য় বহুতল পুড়ে গিয়েছে।
* দাবানলের জেরে বৃহস্পতিবার সানফ্রান্সিসকো-সহ অন্য়ান্য় শহরের আকাশের রং পাল্টে যায়। গোটা আকাশ কমলা রঙে ঢেকে যায়। (Read in English)
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে