পাকিস্তানে সন্তানের সামনেই মহিলাকে গণধর্ষণের অভিযোগ

ধর্ষণের পর তাঁর গয়না, নগদ টাকা ও তিনটি এটিএম কার্ড নিয়ে অভিযুক্তরা চম্পট দেয় বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা।

ধর্ষণের পর তাঁর গয়না, নগদ টাকা ও তিনটি এটিএম কার্ড নিয়ে অভিযুক্তরা চম্পট দেয় বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা।

author-image
IE Bangla Web Desk
New Update
rape

প্রতীকী ছবি।

পাকিস্তানে হাইওয়েতে এক মহিলাকে তাঁর শিশুদের সামনে গণধর্ষণের অভিযোগ ঘিরে তুমুল চাঞ্চল্য় ছড়াল। এ ঘটনায় লাহোরের পুলিশ প্রধান উমর শেখের মন্তব্য়ে বিক্ষোভ শুরু হয়েছে সে দেশে। কোনও পুরুষসঙ্গী ছাড়াই ওই মহিলা গভীর রাতে মোটরওয়েতে গাড়ি চালানোয় রীতিমতো তাঁকে তিরস্কার করেছেন পুলিশ প্রধান। আর এ নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন অনেকে।

Advertisment

* জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভোরে লাহোর-শিয়ালকোট মোটরওয়েতে দুই সন্তানকে নিয়ে গুজরানওয়ালা যাচ্ছিলেন এক মহিলা। মাঝপথে গাড়ি খারাপ হয়ে যায় তাঁর। সাহায্য়ের জন্য় অপেক্ষা করছিলেন তিনি। সেসময়ই একদল যুবক এসে তাঁকে গাড়ি থেকে জোর করে নামিয়ে তাঁর সন্তানদের সামনেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

* ধর্ষণের পর তাঁর গয়না, নগদ টাকা ও তিনটি এটিএম কার্ড নিয়ে অভিযুক্তরা চম্পট দেয় বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা।

*এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে পাকিস্তান পুলিশ। তবে অভিযুক্তদের কাউকেই এখনও গ্রেফতার করা হয়নি বলে সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর।

Advertisment

* এদিকে, কেন কোনও পুরুষসঙ্গী ছাড়া একা গাড়িতে করে মাঝরাতে ফিরছিলেন, সে নিয়ে ওই মহিলাকে তিরষ্কার করেছেন লাহোরের পুলিশ প্রধান উমর শেখ। তিনি আরও বলেছেন, পাক সমাজে কেউই তাঁদের বোন ও মেয়েকে গভীর রাতে একা বেরোতে দেন না। পুলিশ প্রধানের এই মন্তব্য়ে শুক্রবার লাহোরে বিক্ষোভ প্রদর্শন করেন শ'খানেক মানুষ। (Read in English)

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বিশ্বের অন্য় খবর পড়ুন নীচে

আশার আলো, ফের শুরু অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল

coronavirus, করোনাভাইরাস, করোনা প্রতীকী ছবি।

শেষমেশ খানিকটা স্বস্তি মিলল। অ্য়াস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের করোনা ভ্য়াকসিনের ট্রায়াল ফের শুরু করা হচ্ছে। এমনটাই জানিয়েছে মেডিসিনস হেলথ রেগুলেটরি অথিরিটি (এমএইচআরএ)। এই টিকা নিরাপদ, তাই ফের ট্রায়াল শুরু করা হচ্ছে বলে অনুমোদন দিয়েছেন কর্তৃপক্ষ।

*উল্লেখ্য়, ট্রায়াল চলাকালীন ব্রিটেনে এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েন। তারপরই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় কোভিশিল্ডের ট্রায়াল। যার আঁচ এসে পড়ে ভারতেও।

*অ্য়াস্ট্রাজেনেকার ভ্য়াকসিনের ট্রায়াল চলাকালীন ব্রিটেনে এক স্বেচ্ছাসেবকের অসুস্থ হয়ে পড়ার ঘটনার পর ভারতেও এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

International news