আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প বনাম ডেমোক্র্য়াট প্রার্থী জো বিডেনের বাগযুদ্ধ ক্রমশই তেতে উঠছে। বিডেনের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন ট্রাম্প। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরশাহী ও ইজরায়েলের মধ্য়ে কূটনৈতিক সম্পর্ক গড়তে যে চুক্তি হয়েছে, তাতে স্বাগত জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতারেজ। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...
বিডেন প্রেসিডেন্ট হলে আমেরিকার পতন হবে: ট্রাম্প
ফাইল ছবি।
আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প বনাম ডেমোক্র্য়াট প্রার্থী জো বিডেনের বাগযুদ্ধ ক্রমশই তেতে উঠছে। একাধিক ইস্য়ুতে রোজই একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন ট্রাম্প-বিডেন। এই আবহে প্রতিপক্ষ বিডেনকে ফের দুষলেন ট্রাম্প।
* যদি নির্বাচনে জো বিডেন জয়ী হন, তাহলে আমেরিকার পতন হবে, এমন মন্তব্য়ই করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট।
* একটি টুইটে ট্রাম্প লিখেছেন, ''যদি বিডেন প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে গোটা দুনিয়া হাসবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সব সুবিধা নেবেন সকলে। আমাদের দেশের পতন হবে''।
*ট্রাম্প আরও বলেছেন, বিডেনের প্রস্তাবিত নীতি দেশের জন্য় ভাল নয়।
* অতিমারী করোনা নিয়ে বিডেন রাজনীতি করছেন বলেও অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
* উল্লেখ্য়, আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। (Read in English)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
ইজরায়েল-সংযুক্ত আরব আমিরশাহী চুক্তিকে স্বাগত রাষ্ট্রসংঘের মহাসচিবের
ফাইল ছবি।
সংযুক্ত আরব আমিরশাহী ও ইজরায়েলের মধ্য়ে কূটনৈতিক সম্পর্ক গড়তে যে চুক্তি হয়েছে, তাতে স্বাগত জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতারেজ।
*এই চুক্তির ফলে ইজরায়েল ও প্য়ালেস্তাইনের নেতারা অর্থবহ আলোচনার মাধ্য়মে সমাধানের পথ বেছে নেবেন, এমনটাই আশা প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব।
* উল্লেখ্য়, মধ্য়প্রাচ্য়ের দুই দেশ ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্য়ে 'ঐতিহাসিক শান্তি চুক্তি' হয়েছে বলে টুইট করে জানান ডোনাল্ড ট্রাম্প।
*এই চুক্তির ফলে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে।
*টুইটারে ট্রাম্প লেখেন, ''আজ বিরাট সাফল্য়! আমাদের দুই দারুণ বন্ধু ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্য়ে ঐতিহাসিক শান্তি চুক্তি হয়েছে''।
*সংযুক্ত আরবআমিরশাহী তৃতীয় আরবের দেশ যারা ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ল। (Read in English)
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে