ভারতের পাশাপাশি চিনের নজরে আমেরিকা ও অস্ট্রেলিয়ার নাগরিকরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ভারতে ১০ হাজারেরও বেশি গণ্য়মাণ্য় ব্য়ক্তিদের উপর নজরদারি চালাচ্ছে একটি চিনা সংস্থা। এমন চাঞ্চল্য়কর তথ্য়ই উঠে এসেছে দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসের হাতে। জানা যাচ্ছে, শুধু ভারত নয়, অস্ট্রেলিয়ায় ৩৫ হাজারেরও বেশি নাগরিকের তথ্য় সংগ্রহ করেছে ওই সংস্থা। পাশাপাশি আমেরিকায় ৫০ হাজারের বেশি ব্য়ক্তির তথ্য় সংগ্রহ করা হয়েছে।
* দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, ঝেনহুয়া ডেটা ইনফরমেশন টেকনোলজি কো. লিমিটেড নামের সংস্থাটি ১০ হাজারেরও বেশি ভারতীয়দের উপর নজরদারি চালাচ্ছে। ওই সংস্থাটি চিন সরকার ও চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত।
*দ্য় ওয়াশিংটন পোস্ট সূত্রে খবর, মার্কিন নৌবাহিনীর আধিকারিক-সহ বিভিন্ন ব্য়ক্তির উপর নজরদারি চালাচ্ছে ওই সংস্থা।
* অস্ট্রেলিয়ায় ৩৫ হাজারেরও বেশি নাগরিকের তথ্য় সংগ্রহ করেছে ওই সংস্থাটি।
* জন্মতারিখ, ম্য়ারিটাল স্টেটাস, ছবি, সোশ্য়াল মিডিয়া আইডি-র মতো তথ্য়াদি সংগ্রহ করা হয়েছে বলে খবর।
* অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন-সহ ৩৫ হাজার ৫৫৮ জনের তথ্য় সংগ্রহ করেছে ওই সংস্থাটি।
*ঝেনহুয়া ২০-১৮ সালের এপ্রিলে সংস্থা হিসাবে নিবন্ধিত হয়েছিল এবং চিন জুড়ে ২০ প্রসেসিং কেন্দ্র স্থাপন করেছিল। সংস্থা তার ক্লায়েন্ট হিসাবে চিন সরকার এবং সেনা গণ্য করে থাকে।
*এ সংক্রান্ত বিষয়ে সংস্থার ওয়েবসাইটে উল্লেখিত ই-মেইলে গত ১ সেপ্টেম্বর প্রশ্ন করা হলে তার কোনও জবাব মেলেনি। এমনকী ৯ সেপ্টেম্বর থেকে ওয়েবসাইটটি অকার্যকর করে দেওয়া হয়েছে। এরপর জেনহুয়ার প্রধান কার্যালয় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিনিধি পৌঁছালে সংস্থার তরফে কর্মীরা কোনও প্রশ্নের উত্তর দেননি। তা ‘ট্রেড সিক্রেট’ বলে জানানো হয় সংস্থার তরফে। (Read in English)
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন