বিডেনের কমলা-তাসের পরই ভারতীয়-আমেরিকান ও দক্ষিণ এশিয়দের ভোট পেতে এবার ঝাঁপিয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্য়দিকে, প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তাল বেলারুশ।বিক্ষোভকারীদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। প্রায় ৭ হাজার মানুষকে আটক করা হয়েছে। যার মধ্য়ে কমপক্ষে ২ হাজার মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...
বিডেনকে টেক্কা দিতে ভারতীয়-আমেরিকানদের ভোট পেতে নয়া পদক্ষেপ ট্রাম্পের
বিডেনের কমলা-তাসের পরই ভারতীয়-আমেরিকান ও দক্ষিণ এশিয়দের ভোট পেতে এবার ঝাঁপিয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের নির্বাচনে ভারতীয়-আমেরিকান, শিখ, মুসলিম ও অন্য়ান্য় দক্ষিণ এশিয়দের সমর্থন পেতে ৪টি নতুন শাখা তৈরি করল ট্রাম্পের প্রচার শিবির।
* 'ইন্ডিয়ান ভয়েসে ফর ট্রাম্প', 'হিন্দু ভয়েসেস ফর ট্রাম্প', 'শিখস ফর ট্রাম্প' ও 'মুসলিম ভয়েসেস ফর ট্রাম্প' নামে ৪টি সংগঠন তৈরি করা হয়েছে। ট্রাম্পের হয়ে প্রচার চালাবে এই সংগঠনগুলি।
*আগামী ৩ নভেম্বরের নির্বাচনে প্রায় ১.৩ মিলিয়ন ভারতীয়-আমেরিকান ভোট দেবেন। যাঁদের মধ্য়ে ২ লক্ষ পেনসেলভিনিয়া ও ১ লক্ষ ২৫ হাজার মিশিগানের।
* এবারের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্য়াট প্রার্থী জো বিডেন। চলতি সপ্তাহেই ট্রাম্পকে টেক্কা দিয়ে ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্য়ারিসের নাম ঘোষণা করে চমক দিয়েছেন বিডেন। কৃষ্ণাঙ্গ ও ভারতীয় আমেরিকানদের ভোট পেতে বিডেনের এই চালের পরই ভারতীয়-আমেরিকানদের মন পেতে ট্রাম্পের এহেন তৎপরতা বলে মনে করা হচ্ছে। (Read in English)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন
উত্তাল বেলারুশ, জেল-মুক্ত কমপক্ষে ২ হাজার বিক্ষোভকারী
প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তাল বেলারুশ। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারী। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে সে দেশে। বিক্ষোভকারীদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। প্রায় ৭ হাজার মানুষকে আটক করা হয়েছে। যার মধ্য়ে কমপক্ষে ২ হাজার মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে।
* ঘটনার সূত্রপাত, গত রবিবার প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে। ওই নির্বাচনে ৮০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতা ধরে রেখেছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ২৬ বছর ধরে তিনি ক্ষমতায় রয়েছেন।
* লুকাশেঙ্কোর জয়ের ঘোষণার পরই বিক্ষোভে ফেটে পড়েন বেলারুশের মানুষ। ভোটে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
* বিক্ষোভকারীদের উপর পুলিশ নির্মমভাবে নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বিক্ষোভ দমন করতে ব্য়াপক ধরপাকড় চালায় পুলিশ।
*লুকাশেঙ্কো দাবি করেছেন, কয়েকজন বিক্ষোভকারী পুলিশের উপর হামলা চালিয়েছেন। (Read in English)
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে