ভারতের পথেই হাঁটল ট্রাম্প সরকার। এবার আমেরিকাতেও নিষিদ্ধ হচ্ছে টিকটক, ইউচ্য়াটের মতো অ্য়াপ। চিনা অ্য়াপ উইচ্য়াট ও টিকটক নতুন করে ডাউনলোড করা যাবে না। আপডেটসেও নিষিদ্ধ করা হবে রবিবার থেকে।
* বাণিজ্য় সচিব উইলবার রস শুক্রবার জানিয়েছেন, আমেরিকায় উইচ্য়াট সংক্রান্ত আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হবে। পাশাপাশি আমেরিকায় অ্য়াপ স্টোর থেকে টিকটক ও উইচ্য়াটের আপডেট-সহ একাধিক ক্ষেত্রে রবিবার থেকে নিষেধাজ্ঞা জারি করা হবে।
*উল্লেখ্য়, নিরাপত্তা ইস্য়ুতে ভারতে কয়েকদিন আগেই নিষিদ্ধ করা হয়েছে জনপ্রিয় চিনা অ্য়াপ টিকটকে। (Read in English)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বিশ্বের অন্য় খবর পড়ুন নীচে
লন্ডনে নওয়াজের গ্রেফতারি পরোয়ানা পাঠাল পাক সরকার
ছবি: টুইটার।
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ইমরান খান সরকার। লন্ডনে শরিফের কাছে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে। বর্তমানে চিকিৎসার জন্য় লন্ডনে রয়েছেন নওয়াজ।
* গত বছরের নভেম্বর মাস থেকে লন্ডনে রয়েছেন ৭০ বছর বয়সী নওয়াজ শরিফ।
* অ্য়াভেনফিল্ড প্রপার্টিজ মামলায় ২০১৮ সালের ৬ জুলাই দোষী সাব্য়স্ত করা হয় নওয়াজ, তাঁর কন্য়া ও জামাইকে।
*২০১৮ সালের ডিসেম্বরে আল-আজিজিয়া স্টিল মিল মামলায় ৭ বছরের সাজা হয় শরিফের। কিন্তু পরে দুটি মামলায় জামিন পান তিনি।
* দেশে ফেরার জন্য় তাঁকে ৮ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু অসুস্থতার জন্য় ফিরতে পারেননি, এমনটাই জানিয়েছেন তাঁর আইনজীবী।
* দ্য় ডন সংবাদপত্র সূত্রে খবর, লন্ডনে পাক হাইকমিশন শরিফের গ্রেফতারি পরোয়ানা গ্রহণ করেছে। (Read in English)
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে