/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/world-top-759-news-logo.jpg)
একনজরে বিশ্বের খবর।
নেপালে রাজনৈতিক সংকট চরম পর্যায়ে পৌঁছল। গদি বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। প্রিসাইডিং অফিসারদের সঙ্গে আলোচনা না করেই সংসদের অধিবেশন স্থগিত করে দিয়েছেন ওলি। এদিকে, পাকিস্তানকে 'বার্তা' দিতে করাচি বিস্ফোরণে রাষ্ট্রসংঘের বিবৃতি আটকালো আমেরিকা-জার্মানি। অন্য়দিকে, মায়ানমারে খনিতে ধসের জেরে কমপক্ষে ১০০ জনের মৃত্য়ু হয়েছে বলে জানা যাচ্ছে। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...
নেপালে রাজনৈতিক সংকট, গদি বাঁচাতে দল ভাগ করতে পারেন ওলি
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/oli-1.jpg)
নেপালে রাজনৈতিক সংকট চরম পর্যায়ে পৌঁছল। গদি বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। প্রিসাইডিং অফিসারদের সঙ্গে আলোচনা না করেই সংসদের অধিবেশন স্থগিত করে দিয়েছেন ওলি। ক্ষমতায় টিকে থাকতে দল ভাগ করতে পারেন ওলি।
*মনে করা হচ্ছে, মন্ত্রিসভায় রদবদল ঘটাতে পারেন ওলি। এমনকি, দল ভাগ করতে আইন বদলাতে অর্ডিন্য়ান্স আনতে পারেন ওলি।
*সংসদের অধিবেশন স্থগিত রাখার ব্য়াপারে রাষ্ট্রপতি বিদ্য়াদেবী ভান্ডারির অনুমোদন পান ওলি, সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর।
*উল্লেখ্য়, নিজের দলেই কোণঠাসা ওলি। নেপালের প্রধানমন্ত্রীর পদত্য়াগের দাবি তুলেছেন নেপাল কমিউনিস্ট পার্টিরই নেতাদের একাংশ। সংসদের অধিবেশন স্থগিত রাখা নিয়ে রাষ্ট্রপতির অনুমোদন মেলায় এবার অনাস্থা প্রক্রিয়া সহজেই এড়াতে পারবেন ওলি।
* সংসদের অধিবেশন স্থগিত রাখা নিয়ে বৃহস্পতিবার সরকারি বাসভবনে মন্ত্রিসভার বৈঠক করেন ওলি। সেই বৈঠকেই এ ব্য়াপারে সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকের আগে মঙ্গলবার দু'বার রাষ্ট্রপত্র সঙ্গে দেখা করেন ওলি।
*উল্লেখ্য়, ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে ওলি দাবি করেছিলেন, নেপালের মানচিত্র ইস্য়ুতে নয়াদিল্লি ষড়যন্ত্র করে তাঁকে ক্ষমতা থেকে সরাতে চাইছে।
* ভারতের বিরুদ্ধে ওলির এহেন অভিযোগ নিয়ে নেপাল কমিউনিস্ট পার্টির অন্দরে অসন্তোষ তৈরি হয়েছে।
* মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে স্ট্য়ান্ডিং কমিটির বৈঠক হয়।
* এই মন্তব্য়ের জন্য় ওলিকে তিরস্কৃত করেন প্রাক্তন প্রধানমন্ত্রী পুস্পা কমল দহল (প্রচণ্ড)।
* তিনি বলেছেন, ”তাঁকে সরানোর জন্য় ভারত ষড়যন্ত্র করছে, প্রধানমন্ত্রী হিসেবে এ ধরনের মন্তব্য় রাজনৈতিকভাবে ঠিক নয়, কূটনৈতিকভাবে সঙ্গতপূর্ণ নয়”।
* তাঁর আরও মন্তব্য়, ”প্রধানমন্ত্রী হিসেবে এ ধরনের মন্তব্য়ে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে”। (Read in English)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর নীচে পড়ুন
পাকিস্তানকে বার্তা দিতে করাচি বিস্ফোরণে রাষ্ট্রসংঘের বিবৃতি থামাল আমেরিকা-জার্মানি
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/pak-759-news.jpg)
করাচি হামলার নিন্দা জানানো নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতি দু'দুবার আটকে দিয়েছিল আমেরিকা ও জার্মানি। করাচি হামলায় ভারতকে দোষারোপ করায় ও ওসামা বিন লাদেনকে শহিদ আখ্য়া দেওয়ায় পাকিস্তানকে 'বার্তা' দিতেই হামলার নিন্দা জানানো নিয়ে বিবৃতি আটকে দিয়েছিল জার্মানি ও আমেরিকা।
* জানা যাচ্ছে, বিবৃতির খসড়া বানিয়েছিল পাকিস্তানের 'দোসর' চিন। যা নীরবে বানানো হয়েছিল।
* গোটা প্রক্রিয়া নিয়ে প্রথমবার মুখ খোলে জার্মানি। এর জেরে বিবৃতি জারি পিছিয়ে যায়। ডেডলাইন ছিল ১ জুলাই সকাল ১০টা পর্যন্ত।
* এরপর মুখ খোলে আমেরিকা, যার জেরে দ্বিতীয়বারের জন্য় আটকে যায় বিবৃতি জারির প্রক্রিয়া।
* সূত্রের খবর, পাকিস্তানকে বার্তা দিতেই তারা গোটা প্রক্রিয়া আটকে দিয়েছিল। একদিকে, লাদেনকে শহিদ আখ্য়া যেমন দেওয়া যায় না, তেমনই অন্য়দিকে, করাচি হামলায় ভারতকে দোষারোপ করা যায় না।
* বুধবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ বিবৃতি জারি করে করাচি হামলার নিন্দা জানানো হয়। (Read in English)
মায়ানমারে খনিতে ধস, মৃত কমপক্ষে ১০০
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/mayanmar-759.jpg)
মায়ানমারে খনিতে ধসের জেরে কমপক্ষে ১০০ জনের মৃত্য়ু হয়েছে বলে জানা যাচ্ছে। এ ঘটনায় আরও অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। মায়ানমারের জেড খনিতে ধস নেমেছে বলে খবর।
* জানা যাচ্ছে, পাথর সংগ্রহ করছিলেন খনি শ্রমিকরা। সেসময়ই প্রবল বৃষ্টির জেরে, কাদার স্রোতে চাপা পড়ে যান শ্রমিকরা, ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছে দমকল।
* সে দেশের তথ্য় মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ১০০টিরও বেশি দেহ উদ্ধার করা হয়েছে।
* রয়টার্স সূত্রে খবর, কাদায় চাপা পড়ে রয়েছে দেহগুলি। আরও অনেকের মৃত্য়ুর আশঙ্কা করা হচ্ছে। (Read in English)
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে