Advertisment

মার্কিন নির্বাচনে ফের হস্তক্ষেপের চেষ্টা রাশিয়ার।। চিনে করোনায় মৃত্য়ু নিয়ে চাঞ্চল্য়কর দাবি ট্রাম্পের

রাশিয়া ও অন্যান্য কয়েকটি দেশ জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে গত কয়েক মাস ধরে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে আসছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
world news, বিশ্বের খবর, দুনিয়ার খবর

একনজরে বিশ্বের খবর।

রাশিয়ার একটি গোষ্ঠী আবারও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা চালাচ্ছে। ২০১৬ সালের মতই হতে পারে পরিস্থিতি। এই মর্মেই সতর্ক করেছে ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ। অন্য়দিকে, করোনাভাইরাস নিয়ে চিনকে ফের দুষলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

মার্কিন নির্বাচনে ফের হস্তক্ষেপের চেষ্টা রাশিয়ার, সতর্ক করল ফেসবুক-টুইটার

publive-image ফেসবুক-টুইটারের সতর্কবাণী

রাশিয়ার একটি গোষ্ঠী আবারও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা চালাচ্ছে। ২০১৬ সালের মতই হতে পারে পরিস্থিতি। এই মর্মেই সতর্ক করেছে ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ।

সম্প্রতি এই দুই সংস্থার তরফে জানানে হয়েছে যে, রাশিয়ান ইন্টারনেট রিসার্চ এজেন্সি গত মার্কিন নির্বাচনেরর মত এবারও প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে জো বিডেনকে পরাজিত করতে কোমর বাঁধছে তারা।

রাশিয়া ও অন্যান্য কয়েকটি দেশ জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে গত কয়েক মাস ধরে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে আসছিল। এবার ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ একই অভিযোগ করল রাশিয়ার বিরুদ্ধে।

যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে চিনকে মস্কোর সবচেয়ে বড় বিপদ বলে অভিহিত করা হয়েছে। বিভিন্ন ধরনের ভুয় অ্যাকাউন্ট খুলে নতুন নতুন বিভ্রন্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ। সোশাল মিডিয়াতে এসবের যথাযত পদক্ষেপ করা হচ্ছে না বলে ফেসবুক, টুইটারকে সতর্ক করেছে এফবিআই।

ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন গোয়েন্দা সহায়তা নিয়ে এ পর্যন্ত ২০০ ভুয়ো অ্যাউন্ট শনাক্ত করেছে ফেসবুক। যারা রাশিয়ার সমর্থনে ভুয়ো তথ্য ছড়িয়ে যাচ্ছে। Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বিশ্বের অন্য় খবর পড়ুন নীচে

করোনায় চিনে বেশি মৃত্য়ু হয়েছে, দাবি ট্রাম্পের

donald trump, ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প।

করোনাভাইরাস নিয়ে চিনকে ফের দুষলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনায় চিনে মৃতের সংখ্য়া বেজিং যা পেশ করেছে, তার থেকে আরও হাজার খানেক বেশি মানুষের মৃত্য়ু হয়েছে, এমন দাবিই করেছেন ট্রাম্প।

*ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ''ওরা কয়েক হাজার মানুষকে হারিয়েছে''।

* মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ''অন্য় যে কোনও দেশের তুলনায় চিনে বেশি মৃত্য়ু হয়েছে। কিন্তু ওরা রিপোর্ট করেনি তা''।

* উল্লেখ্য়, জন্স হপকিন্স বিশ্ববিদ্য়ালয় সূত্রে খবর, চিনে করোনায় মৃত্য়ু হয়েছে ৪ হাজার ৭২৪ জনের।

* এর আগে, করোনাভাইরাসকে 'চাইনিজ ভাইরাস' বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। (Read in English)

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

Facebook USA
Advertisment