জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হল হোয়াইট হাউসের প্রাক্তন উপদেষ্টা স্টিভ ব্য়াননকে। এদিকে, ট্রাম্পকে আক্রমণ করে আমেরিকাবাসীর উদ্দেশে ওবামা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনকে আপনাদের ক্ষমতা, গণতন্ত্র কেড়ে নিতে দেবেন না। অন্য়দিকে, এশিয় আমেরিকান ও ভারতীয়-আমেরিকান-সহ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের বাসিন্দারা এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, এমনই মত প্রকাশ করেছেন কমলা হ্য়ারিস। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...
ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা স্টিভ ব্য়ানন গ্রেফতার
জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হল হোয়াইট হাউসের প্রাক্তন উপদেষ্টা স্টিভ ব্য়াননকে। 'উই বিল্ড দ্য় ওয়াল' নামে অনলাইন তহবিলে জালিয়াতির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
*মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ জানিয়েছে, ব্য়ানন ও তাঁর আরও তিন সহযোগী জালিয়াতিতে অভিযুক্ত।
*হাজার হাজার মানুষের সঙ্গে প্রতারণা করে ২৫ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ তোলা হয়েছে বলে অভিযোগ।
* প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টিভ ব্য়াননের গ্রেফতারি নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে। (Read in English)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
ইহুদি-শিখদের উপাসনার ভঙ্গিমা তাঁদের সন্দেহের চোখে দেখায়: ওবামা
শিখ, মুসলিম ও অন্য়ান্য় সম্প্রদায়ের মানুষরা যেভাবে উপাসনা করেন, তাতে প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁদের সন্দেহের চোখে দেখা হয়, ট্রাম্পকে বিঁধতে গিয়ে একথাই বলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে আমেরিকানদের কাছে আর্জিও রেখেছেন ওবামা।
* ট্রাম্পকে আক্রমণ করে আমেরিকাবাসীর উদ্দেশে ওবামা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনকে আপনাদের ক্ষমতা, গণতন্ত্র কেড়ে নিতে দেবেন না।
* ওবামা আরও বলেছেন, ''আইরিশ, ইটালিয়ান, এশিয়ান, ল্য়াটিনের বাসিন্দারা যেখান থেকে এসেছিলেন, সেখানে তাঁদের ফিরে যেতে বলা হয়েছিল। ইহুদি, মুসলিম, শিখরা যেভাবে উপাসনা করেন, তাতে তাঁদের সন্দেহের চোখে দেখা হয়। কৃষ্ণাঙ্গ আমেরিকানদের চাবুক মারা হয়েছে, ফাঁসিতে ঝোলানো হয়েছে। লাঞ্চ কাউন্টারে বসার চেষ্টা করলে থুতু ছেটানো হয়েছে। ভোট দেওয়ার চেষ্টার জন্য় মারধর করা হয়েছে''।
* আমেরিকাবাসীর উদ্দেশে ওবামা বলেছেন, এখন থেকে পরিকল্পনা করুন, কীভাবে ভোট দেবেন। (Read in English)
বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
এবারের নির্বাচনে এশিয়-আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকা: কমলা হ্য়ারিস
যত সময় এগোচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ততই সরগরম হয়ে উঠছে মার্কিন মুলুক। এই আবহে এবার ভারতীয়-আমেরিকানদের নিয়ে মুখ খুললেন ডেমোক্র্য়াট ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্য়ারিস। এশিয় আমেরিকান ও ভারতীয়-আমেরিকান-সহ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের বাসিন্দারা এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, এমনই মত প্রকাশ করেছেন কমলা।
* এশিয়ান আমেরিকান অ্য়ান্ড পেসিফিক আইলেন্ডারের (এএপিআই) ভার্চুয়াল বৈঠকে হ্য়ারিস বলেছেন, ''বছরের পর বছর ধরে এএপিআই গোষ্ঠীর কথা শোনা হয়নি। তাঁদের অবজ্ঞা করা হয়েছে। কিন্তু এবার তার অন্য়থা হবে''।
* উল্লেখ্য়, ইতিহাসে প্রথম মার্কিন ভাইস-প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শামিল হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্য়ারিস। ডেমোক্র্য়াট পদপ্রার্থী জো বিডেনের রানিং মেট হিসেবে ভারতীয়-আমেরিকান সেনেটর কমলার নাম ঘোষণা করা হয়েছে।
* ৫৫ বছর বয়সী কমলার বাবা জামাইকান, মা ভারতীয়। তিনি বর্তমানে ক্য়ালিফোর্নিয়ার সেনেটর। এর আগে, তিনি সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্য়াটর্নি ছিলেন। ক্য়ালিফোর্নিয়ার অ্য়াটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব সামলেছেন কমলা। (Read in English)
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে