Advertisment

মাস্ক পরার নিয়ম উঠল বেজিংয়ে।।সমালোচকদের রুখতে পদক্ষেপ ট্রাম্পের।।ঐতিহাসিক কোরা চার্চকে মসজিদে রূপান্তরের সিদ্ধান্ত

দুনিয়াজুড়ে কী ঘটল? বিশ্বের যেসব খবর না জানলে চলবেই না, তেমনই সব খবর এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
world news, বিশ্বের খবর, দুনিয়ার খবর

একনজরে বিশ্বের খবর।

কমেছে করোনার দাপট, তাই এবার বেজিংয়ে করোনা নিষেধাজ্ঞা শিথিল করল সে দেশের প্রশাসন। বাইরে বেরোলে মাস্ক পরার যে বাধ্য়বাধকতা ছিল, সেই নির্দেশিকা তুলে নিলেন চিনের স্বাস্থ্য় কর্তৃপক্ষ। এদিকে, সমালোচকদের মুখ বন্ধ করতে নয়া পদক্ষেপ করার পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট। অন্য়দিকে, হেগিয়া সোফিয়ার পর আরও এক চার্চকে মসজিদে রূপান্তরিত করার কথা ঘোষণা করা হল। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

করোনা আর নেই, মাস্ক পরার নিয়ম তুলে নিল বেজিং

Beijing ছবি: টুইটার।

করোনা পরিস্থিতি সামলে চিন যে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে তার আঁচ বিগত কয়েকদিন ধরেই টের পাওয়া যাচ্ছে। এই যেমন, ক'দিন আগে করোনাকে তোয়াক্কা না করেই উহানে পুল পার্টিতে মেতেছিলেন হাজার হাজার মানুষ। এবার রাজধানী শহর বেজিংয়েও করোনা নিষেধাজ্ঞা শিথিল করল সে দেশের প্রশাসন। বাইরে বেরোলে মাস্ক পরার যে বাধ্য়বাধকতা ছিল, সেই নির্দেশিকা তুলে নিলেন চিনের স্বাস্থ্য় কর্তৃপক্ষ।

*গত ১৩ দিনে সে শহরে নতুন করে আর সংক্রমণ ছড়ায়নি। সেকারণেই বাইরে মাস্ক পরার নির্দেশিকা শিথিল করা হল।

*তবে বিধিনিষেধ শিথিল করলেও মানুষের মন থেকে করোনা আতঙ্ক কাটছে না। সে কারণে শুক্রবারও বেজিংয়ের রাস্তায় মাস্ক পরেই বেরোলেন অনেকে।

*কেউ কেউ বললেন, মাস্ক পরাটা নিরাপদ। আবার কারও মতে মাস্ক পরার জন্য় পারিপার্শ্বিক চাপটাও একটা ফ্য়াক্টর। সংবাদসংস্থা রয়টার্সকে বেজিংয়ের এক বছর চব্বিশের তরুণী বললেন, ''আমার মনে হয়, যে কোনও সময় মাস্কটা খুলতে পারি। কিন্তু অন্য়রা সেটা ভালভাবে নেবেন কিনা দেখতে চাই। কারণ আমার মনে হয়, লোকেরা ভয় পাবে যদি আমি মাস্ক না পরি''।

* উল্লেখ্য়, এ নিয়ে দ্বিতীয়বার মাস্ক পরার নির্দেশিকা প্রত্য়াহার করা হল বেজিংয়ে।

* এর আগে, এপ্রিলের শেষের দিকে বেজিংয়ের মিউনিসিপ্য়াল সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছিল, বাইরে মাস্ক ছাড়াই বেরোতে পারবেন বাসিন্দারা। যদিও পরে জুন মাসে ফের সংক্রমণের জেরে আবারও মাস্ক পরার নির্দেশিকা জারি করা হয়।

* প্রসঙ্গত, চিনেই প্রথম ছড়ায় করোনাভাইরাসের সংক্রমণ। চিনের উহান থেকেই করোনা ছড়ায় বলে দাবি করা হয়েছে। বিশ্বের অন্য়ান্য় প্রান্তে করোনার দাপট চললেও এখন চিনে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে খবর। (Read in English)

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

টুইটারে সমালোচকদের মুখ বন্ধ করতে পদক্ষেপ ট্রাম্পের

donald trump, ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প।

কয়েক মাস বাদেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে ইতিমধ্য়েই ট্রাম্প বনাম বিডেন বাগযুদ্ধে সরগরম মার্কিন মুলুক। রোজই একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন তাঁরা। ট্রাম্পের সমালোচনা করতেও মুখিয়ে বিডেন, কমলা হ্য়ারিসরা। এই প্রেক্ষাপটে সমালোচকদের মুখ বন্ধ করতে নয়া পদক্ষেপ করার পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট।

*নিজের ব্য়ক্তিগত টুইটার অ্য়াকাউন্ট থেকে সমালোচকদের ব্লক করতে তাঁকে অনুমতি দেওয়া হোক, এই মর্মেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ট্রাম্প।

* বিচারপতিদের আর্জি জানিয়ে ভারপ্রাপ্ত সলিসিটর জেনারেল জেফরি ওয়াল লিখেছেন, ''ব্লকিং ফাংশান-সহ ব্য়ক্তিগত টুইটার অ্য়াকাউন্টের ফিচার ব্য়বহার করার ক্ষমতা রয়েছে ট্রাম্পের...''।

* উল্লেখ্য়, গত বছর নিউইয়র্কে বিচারবিভাগ নির্দেশ দিয়ে জানিয়েছিল, আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণার জন্য় অ্য়াকাউন্টটি ব্য়বহার করুন ট্রাম্প। (Read in English)

বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

হেগিয়া সোফিয়ার পর ঐতিহাসিক কোরা চার্চকে মসজিদে রূপান্তরের সিদ্ধান্ত

publive-image ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

হেগিয়া সোফিয়ার পর আরও এক চার্চকে মসজিদে রূপান্তরিত করার কথা ঘোষণা করা হল। তুরস্কের ঐতিহাসিক কোরা চার্চকে মসজিদে পরিণত করা হবে বলে ঘোষণা করলেন প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগান।

* প্রাচীন শহর কনস্টেন্টিপোলের প্রাচীরের কাছে চতুর্দশ শতকের বাইজেন্টাইন মোজাইক ও বাইবেলের কাহিনী খচিত রয়েছে সেখানে।

* উল্লেখ্য়, ইস্তানবুলের ঐতিহাসিক সৌধ হেগিয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করা হয়েছে সম্প্রতি। ৮৬ বছরে প্রথমবার নমাজপাঠ হয়েছে সেখানে।

* সেদিনের নমাজাপাঠে অংশ নিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান। (Read in English)

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

International news
Advertisment