Advertisment

'করোনা পরীক্ষায় ১ নম্বরে আমেরিকা'।। চিনের আগ্রাসী আচরণ নিয়ে সুর চড়ালেন মার্কিন বিদেশসচিব

World Latest News Update: আজ দুনিয়াজুড়ে কী ঘটল? বিশ্বের যেসব খবর না জানলে চলবেই না, তেমনই সব খবর এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
world news, বিশ্বের খবর, দুনিয়ার খবর

একনজরে বিশ্বের খবর।

করোনা পরীক্ষায় আমেরিকা এক নম্বরে রয়েছে, তারপরই রয়েছে ভারত, করোনাভাইরাস প্রসঙ্গে একথাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, প্রতিবেশী দেশগুলির সঙ্গে চিনের আগ্রাসী আচরণ নিয়ে সুর চড়ালেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

করোনা পরীক্ষায় ১ নম্বরে আমেরিকা, ২ নম্বরে ভারত: ট্রাম্প

george floyd protests ডোনাল্ড ট্রাম্প।

করোনা পরীক্ষায় আমেরিকা এক নম্বরে রয়েছে, তারপরই রয়েছে ভারত, করোনাভাইরাস প্রসঙ্গে একথাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ''৫০ মিলিয়নেরও বেশি পরীক্ষা করছি আমরা। দ্বিতীয় দেশ হিসেবে ভারত ১২ মিলিয়ন পরীক্ষা করাচ্ছে...আমার মনে হয়, আমরা ব্য়াপক হারে পরীক্ষা করাচ্ছি''।

* করোনা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, ''মূল্য়বান জীবন হারাচ্ছি আমরা, এজন্য় আমরা শোকস্তব্ধ। আমরা ভ্য়াকসিন তৈরি করব। আমরা ভাইরাসকে পরাজিত করবই। ভ্য়াকসিন তৈরির কাজ ভালমতো হচ্ছে''।

* উল্লেখ্য়, করোনায় ১ লক্ষ ৪০ হাজারেরও বেশি আমেরিকানের মৃত্য়ু হয়েছে। সে দেশে করোনা পজিটিভের সংখ্য়া ৩.৮ মিলিয়ন।

* এদিকে, আবারও করোনা ভাইরাসকে 'চিনা ভাইরাস' বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ''এটা নোংরা ও বিপজ্জনক অসুখ''। (Read in English)

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

পড়শি দেশের সঙ্গে গা-জোয়ারি আচরণ করতে পারে না চিন: পম্পেয়ো

china border tactics

প্রতিবেশী দেশগুলির সঙ্গে চিনের আগ্রাসী আচরণ নিয়ে সুর চড়ালেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো। পূর্ব লাদাখে ভারতের সঙ্গে চিনের সীমান্ত বিবাদ-সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে যে আচরণ করছে বেজিং, তার বিরুদ্ধে আরও একবার সোচ্চার হল ট্রাম্প সরকার।

*মার্কিন বিদেশ সচিব বলেছেন, প্রতিবেশী দেশগুলির সঙ্গে গা-জোয়ারি আচরণ করতে পারে না চিন।

* এ প্রসঙ্গে পম্পেয়ো আরও বলেছেন, ''আন্তর্জাতিক রীতি-নীতি যাতে চিন-সহ সমস্ত দেশ যথাযথভাবে পালন করে, সেজন্য় গোটা বিশ্বকে একজোট হয়ে কাজ করতে হবে''।

* উল্লেখ্য়, করোনা-সহ একাধিক ইস্য়ুতে চিনের সঙ্গে সংঘাতের আবহ তৈরি হয়েছে আমেরিকার। সম্প্রতি হংকং ইস্য়ুতেও বেজিংকে নিশানা করেছে ওয়াশিংটন। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে চিনও। (Read in English)

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

International news
Advertisment