Advertisment

চেংদুতে মার্কিন দূতাবাস বন্ধের নির্দেশ চিনের।।চিনা প্রেসিডেন্টের সমালোচনা করে কোপে নেতা।। হেগিয়া সোফিয়ায় নমাজ পাঠ

World Latest News Update: আজ দুনিয়াজুড়ে কী ঘটল? বিশ্বের যেসব খবর না জানলে চলবেই না, তেমনই সব খবর এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
world news, বিশ্বের খবর, দুনিয়ার খবর

একনজরে বিশ্বের খবর।

চিন বনাম আমেরিকা সংঘাত যেন ক্রমশ তেতে উঠছে। চেংদুতে মার্কিন দূতাবাস বন্ধ করতে আমেরিকাকে শুক্রবার নির্দেশ দিল চিন। এদিকে, অতিমারী করোনা পরিস্থিতি নিয়ে চিনা প্রেসিডেন্টের সমালোচনা করে কোপে পড়লেন চিনের একটি রিয়েল এস্টেট কোম্পানির প্রাক্তন চেয়ারম্য়ান রেন ঝিকিয়াং। অন্য়দিকে, মসজিদে পরিণত হওয়ার পর আজ প্রথমবার নমাজ পাঠ করা হল ইস্তানবুলের ঐতিহাসিক সৌধ হেগিয়া সোফিয়ায়। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

ওয়াশিংটনের পাল্টা বেজিং, চেংদুতে মার্কিন দূতাবাস বন্ধের নির্দেশ চিনের

china usa ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

চিন বনাম আমেরিকা সংঘাত যেন ক্রমশ তেতে উঠছে। ওয়াশিংটনের পাল্টা এবার পদক্ষেপ করল বেজিং। চেংদুতে মার্কিন দূতাবাস বন্ধ করতে আমেরিকাকে শুক্রবার নির্দেশ দিল চিন।

* উল্লেখ্য়, কিছুদিন আগেই, হিউস্টনে চিনা দূতাবাস বন্ধের নির্দেশ দেয় ওয়াশিংটন। এই সিদ্ধান্ত বদলের জন্য় ওয়াশিংটনের কাছে আর্জিও জানিয়েছিল চিনা বিদেশমন্ত্রক, কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

* গত মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়, ৭২ ঘণ্টার মধ্য়ে হিউস্টনে চিনা দূতাবাস বন্ধ করতে হবে।

* আমেরিকার অভিযোগ, চিনা এজেন্টরা তথ্য় চুরির চেষ্টা চালিয়েছিলেন।

* প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই চিনের সঙ্গে আমেরিকার দ্বৈরথ ক্রমশ বাড়ছে। (Read in English)

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

চিনা প্রেসিডেন্টের সমালোচনা করায় বিপাকে কমিউনিস্ট পার্টির নেতা

corona

অতিমারী করোনা পরিস্থিতি নিয়ে চিনা প্রেসিডেন্টের সমালোচনা করে কোপে পড়লেন চিনের একটি রিয়েল এস্টেট কোম্পানির প্রাক্তন চেয়ারম্য়ান রেন ঝিকিয়াং। প্রকাশ্য়ে শি জিনপিংয়ের সমালোচনা করায় কমিউনিট পার্টি থেকেও বহিষ্কার করা হয়েছে তাঁকে। এতেই শেষ নয়,তাঁর বিরুদ্ধে আনা হয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ।

* সেন্সরশিপ ও স্পর্শকাতর বিশষয় নিয়ে কথা বলার জন্য় পরিচিত রেন ঝিকিয়াং।

*করোনা পরিস্থিতি নিয়ে জিনপিংকে অভিযুক্ত করার পর থেকেই গত মার্চ মাস থেকে কার্যত বেপাত্তা হয়ে গিয়েছিলেন রেন।

* জানা যাচ্ছে, রেনের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

*উল্লেখ্য়, ২০১২ সাল থেকে চিনে শাসকদলের নেতা জিনপিং। এরপর থেকেই সেন্সরশিপ নিয়ে কড়াকড়ি করা হয়েছে। (Read in English)

হেগিয়া সোফিয়ায় নমাজ পাঠ

publive-image

মসজিদে পরিণত হওয়ার পর আজ প্রথমবার নমাজ পাঠ করা হল ইস্তানবুলের ঐতিহাসিক সৌধ হেগিয়া সোফিয়ায়। ৮৬ বছরে এই প্রথমবার এমনটা হল।

* একটা সময়ে এই স্থাপত্য় ছিল ক্য়াথিড্রাল, খ্রিস্টানদের উপাসনালয়।

* এদিনের নমাজাপাঠে অংশ নেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান।

* প্রথমদিনের ঐতিহাসিক নমাজ পাঠে অংশ নিতে ভিড় জমান হাজার হাজার মানুষ। (Read in English)

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

International news
Advertisment