নিউ মেক্সিকোর সান্টা ফে শহরে ভারতীয় রেস্তোরাঁয় হামলা চালানোর অভিযোগ উঠেছে। ওই রেস্তোরাঁয় ভাঙচুর করার পাশাপাশি দেওয়ালে 'হেট মেসেজ' লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে, মূর্তি ভাঙচুরের ঘটনায় এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্য়দিকে, ৪ চিনা সংবাদমাধ্য়মের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার পরই এবার আমেরিকাকে রীতিমতো হুঁশিয়ারি দিল বেজিং। বিশ্বের এমনই সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এক এক করে...
নিউ মেক্সিকোয় ভারতীয় রেস্তোরাঁয় হামলা
নিউ মেক্সিকোর সান্টা ফে শহরে ভারতীয় রেস্তোরাঁয় হামলা চালানোর অভিযোগ উঠেছে। এক শিখ ব্য়ক্তির ওই রেস্তোরাঁয় ভাঙচুর করার পাশাপাশি দেওয়ালে 'হেট মেসেজ' লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভাঙচুরের জেরে যা ক্ষতি হয়েছে, তার অঙ্কটা প্রায় ১০০,০০০ মার্কিন ডলার বলে স্থানীয় সংবাদমাধ্য়ম সূত্রে জানা গিয়েছে।
* কে বা কারা ভাঙচুর চালাল, সে ব্য়াপারে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ ও এফবিআই।
* এ ঘটনার নিন্দা জানিয়েছে দ্য় শিখ আমেরিকান লিগ্য়াল ডিফেন্স অ্য়ান্ড এডুকেশন ফান্ড।
*দ্য় শিখ আমেরিকান লিগ্য়াল ডিফেন্স অ্য়ান্ড এডুকেশন ফান্ডের এগজিকিউটিভ ডিরেক্টর কিরণ কউর গিল বলেছেন, ''এ ধরনের হিংসা একেবারেই গ্রহণযোগ্য় নয়। সমস্ত আমেরিকানদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোর ব্য়বস্থা নেওয়া হোক''।
* স্থানীয় সংবাদমাধ্য়ম সূত্রে জানা যাচ্ছে, রেস্তোরাঁয় বাসনপত্র ভাঙচুর করা হয়েছে, এক দেবীর বিগ্রহ ভাঙচুর করা হয়েছে, কম্পিউটার চুরি করা হয়েছে। খাবার গরম করার যন্ত্রও ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি ফ্রন্ট ডেস্ক এরিয়া জ্বালিয়ে দেওয়া হয়েছে।
* রেস্তোরাঁর মালিক বলজিত সিং জানিয়েছেন, ''রান্নাঘরে ঢুকে দেখে চমকে গেলাম...হোয়াইট পাওয়ার, ট্রাম্প ২০২০, গো হোম লেখা রয়েছে দেওয়ালে''।
* দ্য় শিখ আমেরিকান লিগ্য়াল ডিফেন্স অ্য়ান্ড এডুকেশন ফান্ডের সদস্য় সিমরান সিং জানিয়েছেন, ''সান্টা ফে খুবই শান্তিপ্রিয় শহর। এখানে শিখ সম্প্রদায়ের বাস''। (Read the full story in English)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
মূর্তি ভাঙচুর ঠেকাতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের
শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্য়ুর ঘটনায় বর্ণবৈষম্য়ের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন আমেরিকাবাসী। ফ্লয়েডের হত্য়ার প্রতিবাদে বিক্ষোভের আঁচে উত্তপ্ত হয়েছে মার্কিন মুলুক। বেশ কয়েকজন বিশিষ্ট ব্য়ক্তির মূর্তিকে নিশানা করতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের একাংশকে। মূর্তি ভাঙচুরের ঘটনায় এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কনফেডারেটস ও অন্য়ান্য় ঐতিহাসিক ব্য়ক্তিত্বের মূর্তি রক্ষার্থে এগজিকিউটিভ অ্য়াকশন নেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প।
* ফেডেরাল আইনের আওতায় আরও কড়া শাস্তি চান ট্রাম্প। মার্কিন মিলিটারিতে যাঁরা কাজ করেছেন, সেই বরেণ্য় ব্য়ক্তিদের মূর্তি ভাঙচুর যাঁরা করবেন, সেই অভিযুক্তদের কঠোর শাস্তির ব্য়বস্থা করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
* এজন্য় বর্তমান আইনে আরও কড়াকড়ি করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।
* ট্রাম্প বলেছেন, ''যাঁরা এমন ভাঙচুর করবেন, তাঁদের কারাবাসের মেয়াদ দীর্ঘমেয়াদি করার কথা ভাবছি''।
* উল্লেখ্য়, গত সোমবার রাতে অ্য়ান্ড্রু জ্য়াকসনের মূর্তি ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। যদিও মূর্তি ভাঙার চেষ্টা রুখে দেয় পুলিশ। নিজের পছন্দের প্রেসিডেন্টের মূর্তির উপর এহেন হামলার ঘটনার পরই এ প্রসঙ্গে সরব হন ট্রাম্প।
* মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ''ইতিহাস থেকে আমাদের শেখা উচিত...যদি আপনারা আপনাদের ইতিহাস না বোঝেন, তাহলে আবার পুরনো দিনে ফিরে যাবেন''।(Read the full story in English)
বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
চিনা সংবাদমাধ্য়মের বিরুদ্ধে পদক্ষেপ, আমেরিকাকে হুঁশিয়ারি বেজিংয়ের
বেজিং-ওয়াশিংটনের মধ্য়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ৪ চিনা সংবাদমাধ্য়মের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার পরই এবার আমেরিকাকে রীতিমতো হুঁশিয়ারি দিল বেজিং। সরকার ও কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগসূত্রের কারণে ৪ চিনা সংবাদমাধ্য়মকে 'ফরেন মিশন' হিসেবে তালিকাভুক্ত করেছে আমেরিকা, আর এতেই বেজায় চটেছে ড্রাগনের দেশ।
* এ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনকে আক্রমণ করে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাউ লিজিয়ান বলেছেন, ''চিনা সংবাদমাধ্য়মের উপর আরও একবার নিষ্ঠুর রাজনৈতিক দমনপীড়ন করল আমেরিকা''।
* তিনি আরও বলেছেন, ''আমরা এই ঠান্ডা যুদ্ধের মানসিকতা বদলের জন্য় আমেরিকার কাছে আর্জি জানাচ্ছি...না হলে, পাল্টা জবাব দেবে চিন''। (Read the full story in English)
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে