ওসামা বিন লাদেনকে 'শহিদ' অ্য়াখ্য়া দিয়ে বিতর্কে জড়ালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে, করোনা আবহেই রাশিয়ায় ভোটের দামামা বেজে গেল। প্রেসিডেন্ট পদে নিজের জায়গা কি পোক্ত করতে পারবেন পুতিন? অন্য়দিকে, আন্তর্জাতিক মহলে ফের ধাক্কা খেল পাকিস্তান। জঙ্গি দমনে ইসলামাবাদ এখনও নিষ্ক্রিয় বলে দাবি করা হয়েছে মার্কিন রিপোর্টে। বিশ্বের এমনই সব গুরুত্বপূর্ণ খবর পড়ে নিন এক এক করে...
লাদেনকে 'শহিদ' বলে বিতর্কে ইমরান খান
বিতর্কে জড়ালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ৯/১১ হামলার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনকে 'শহিদ' বলে মন্তব্য় করেছেন ইমরান। এদিন ন্য়াশনাল অ্য়াসেম্বলিতে লাদেনকে শহিদ বলে মন্তব্য় করেন ইমরান। পাক প্রধানমন্ত্রীর মন্তব্য়ের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।
PM Pakistan Imran Khan considers Osama bin Laden a martyr. pic.twitter.com/tax0t3V5wg
— Naila Inayat नायला इनायत (@nailainayat) June 25, 2020
* জানা যাচ্ছে, আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্কের কথা বলতে গিয়ে ইমরান খান বলেছেন, অনেক অপমানিত হয়েছে পাকিস্তানকে।
* ইমরান খান এরপরই বলেন, ''অ্য়াবোটাবাদে আমেরিকানরা এলেন এবং হত্য়া করলেন, শহিদ ওসামা বিন লাদেন। এরপর গোটা দুনিয়া আমাদেরকে দুষল''। (Read in English)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
২০৩৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে পুতিন? সংবিধান সংশোধন নিয়ে রাশিয়ায় ভোট
করোনা আবহেই রাশিয়ায় ভোটের দামামা বেজে গেল। প্রেসিডেন্ট পদে নিজের জায়গা কি পোক্ত করতে পারবেন পুতিন? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাশিয়াজুড়ে। বর্তমান নিয়ম অনুযায়ী ২০২৪ সালে শেষ হবে প্রেসিডেন্ট পুতিনের মেয়াদ। তার আগেই আরও কয়েকবছর প্রেসিডেন্ট পদে নিজের জায়গা পাকা করতে সংবিধান সংশোধনের পথে হেঁটেছেন পুতিন। সংবিধান সংশোধন নিয়েই রাশিয়ায় ভোটের আমেজ।
* এই বৃহস্পতিবার থেকে শুরু হবে এক সপ্তাহ, যে সময়ে সংবিধান সংশোধন নিয়ে রাশিয়ার নাগরিকদের মতামত জানতে চাওয়া হবে।
* সংবিধান সংশোধন শেষপর্যন্ত অনুমোদিত না হলে বড়সড় চমক ঘটবে সে দেশে।
* বর্তমান নিয়ম মোতাবেক, ২০২৪ সালে ৬ বছরের মেয়াদ শেষে প্রেসিডেন্ট পদ থেকে সরতে হবে পুতিনকে।
* তার আগেই সংবিধান সংশোধনের পথে হেঁটেছেন পুতিন। এরফলে আরও দু'বার প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন তিনি।
*সংবিধান সংশোধন হলে, ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট পদে নিজের জায়গা পাকা করতে পারবেন পুতিন। তবে তিনি সেই সময়কাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন কিনা সে ব্য়াপারে সন্দিহান প্রকাশ করেছেন পুতিন নিজেই। কারণ, তখন তাঁর বয়স হবে ৮৩। (Read in English)
আইএস প্রধানের খোঁজ দিতে পারলেই মোটা অঙ্কের পুরস্কার
আইএস-এর নতুন নেতা আমির মহম্মদ সৈয়দ আব্দল-রাহমা আল-মওলার সম্পর্কে খোঁজ দিতে পারলে ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার হিসেবে দেওয়া হবে। আইএস-এর নয়া প্রধানের মাথার দাম হিসেবে এই পরিমাণ অর্থ ধার্য করেছে আমেরিকা।
* হাজি আবদল্লা ও আবি-উমর-আল-তুর্কমানি নামেও পরিচিত আল-মওলা।
* ২০১৯ সালে মার্কিন সামরিক বাহিনীর অভিযানে আবু বকর আল বাগদাদির মৃত্য়ুর পর তিনি প্রধান হন।
* আল মওলা কোথায় রয়েছেন? এ ব্য়াপারে খোঁজ দিতে পারলে, আগে ৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ ঘোষণা করেছিল আমেরিকা। সেই অর্থের পরিমাণ দ্বিগুণ করা হল।
* ১৯৭৬ সালে ইরাকের মসুলে জন্ম আল মওলার। (Read in English)
পাকিস্তান এখনও জঙ্গিদের স্বর্গরাজ্য়, মার্কিন রিপোর্টে মিলল চাঞ্চল্য়কর তথ্য়
আন্তর্জাতিক মহলে ফের ধাক্কা খেল পাকিস্তান। জঙ্গি দমনে ইসলামাবাদ এখনও নিষ্ক্রিয় বলে দাবি করা হয়েছে মার্কিন রিপোর্টে। ওই রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান এখনও জঙ্গিদের স্বর্গরাজ্য়। জইশ-এ-মহম্মদ প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পাক সরকার, এমন অভিযোগও করা হয়েছে ওই মার্কিন রিপোর্টে।
* এদিকে, মার্কিন রিপোর্টে এ তথ্য় প্রকাশের পরই রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতারেজ জানিয়েছেন, তিনি আশাবাদী যে সমস্ত সদস্য় নিরাপত্তা পরিষদের রেজলিউশন মেনে চলবে।
* মার্কিন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর জঙ্গি দমনে 'সামান্য় পদক্ষেপ' করেছে পাকিস্তান। কিন্তু তারপর জঙ্গি দমনে সেভাবে কোনও পদক্ষেপই করেনি পাকিস্তান। (Read the full story in English)
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে