Advertisment

অগ্নিগর্ভ কেনোশা।।'ভারত প্রথম' নীতি শ্রীলঙ্কার।। চিনের আকাশে মার্কিন সামরিক বিমান

ট্রাম্প বলেছেন, ''মহান আমেরিকান পরিবারে ৫ নতুন সদস্য়কে পেয়ে আমেরিকা আনন্দিত। আপনাদের অভিনন্দন''।

author-image
IE Bangla Web Desk
New Update
world news, বিশ্বের খবর, দুনিয়ার খবর

একনজরে বিশ্বের খবর।

জর্জ ফ্লয়েডকাণ্ডের পর আবারও পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবকের নির্যাতনের ঘটনায় তোলপাড় আমেরিকা। উইসকনসিনের কেনোশায় বিক্ষোভ চলাকালীন গুলিতে ২ জনের মৃত্য়ু হয়েছে, জখম হয়েছেন একজন। এদিকে, ভারতের কাছে কার্যত বন্ধুত্বের হাত বাড়াল শ্রীলঙ্কা। অন্য়দিকে, সামরিক মহড়ার সময় চিনের আকাশসীমায় ঢুকে পড়েছিল মার্কিন বায়ুসেনার গুপ্তচর বিমান। আর এ নিয়েই এবার ওয়াশিংটনের উপর বেজায় চটল বেজিং। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

বিক্ষোভে ফুঁসছে কেনোশা, গুলিতে নিহত ২, জখম ১

publive-image প্রতীকী ছবি।

জর্জ ফ্লয়েডকাণ্ডের পর আবারও পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবকের নির্যাতনের ঘটনায় তোলপাড় আমেরিকা। আফ্রিকান-আমেরিকান জেকব ব্লেককে গুলি করার ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি উইসকনসিনের কেনোশায়।

*জেকবকে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ চলছিল। সেসময়ই বিক্ষোভস্থলে গুলিতে ২ জনের মৃত্য়ু হয়েছে, জখম হয়েছেন একজন।

* পুলিশ সূত্রে খবর, রাত ১১টা ৪৫ মিনিট অস্ত্রধারীরা গুলি চালায়। ঘটনার তদন্ত চালানো হচ্ছে।

*গুলিতে মৃত ও আহতদের পরিচয় জানা যায়নি। কারা গুলি চালাল, সে ব্য়াপারেও জানায়নি পুলিশ।

* বিবিসি সূত্রে খবর, বিক্ষোভকারীদের সঙ্গে অস্ত্রধারীদের বচসা বাধে, তারপরই গুলি চলে। গ্য়াস স্টেশনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন অস্ত্রধারীরা। (Read in English)

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

'ভারত প্রথম' নীতি নেবে শ্রীলঙ্কা, জানালেন কলম্বাগে

srilanka ছবি: উইকিপিডিয়া।

ভারতের কাছে কার্যত বন্ধুত্বের হাত বাড়াল শ্রীলঙ্কা। সে দেশের নয়া বিদেশ নীতিতে ভারতকেই প্রথম অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এমনকি, নয়া দিল্লির কৌশলগত নিরাপত্তাকে রক্ষার ব্য়াপারে কলম্বো জোর দেবে বলে জানিয়েছেন বিদেশ সচিব জয়নাথ কলম্বাগে।

*শ্রীলঙ্কার বিদেশ সচিব জয়নাথ কলম্বাগে জানিয়েছেন, 'ইন্ডিয়া ফার্স্ট অ্য়াপ্রোচ' নীতি মেনে চলব এবং নয়া দিল্লির কৌশলগত নিরাপত্তার স্বার্থকে রক্ষা করব।

* বুধবার দৈনিক মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে কলম্বাগে বলেছেন, ''আমরা ভারত প্রথম নীতি মেনে চলব। যার মানে ভারতের কৌশলগত নিরাপত্তা স্বার্থে কখনও আঘাত হানবে না শ্রীলঙ্কা''।

* প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষও ভারত প্রথম নীতি নেওয়ার কথা বলেছেন বলে জানিয়েছেন কলম্বাগে। (Read in English)

বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

চিনের আকাশে মার্কিন সামরিক বিমান

publive-image

চিন বনাম আমেরিকা সংঘাত যেন ক্রমশ বেড়েই চলেছে। সামরিক মহড়ার সময় চিনের আকাশসীমায় ঢুকে পড়েছিল মার্কিন বায়ুসেনার গুপ্তচর বিমান। আর এ নিয়েই এবার ওয়াশিংটনের উপর বেজায় চটল বেজিং।

*লাইভ ফায়ার সামরিক মহড়ার সময় মার্কিন এয়ার ফোর্স ইউ-২ স্পাই প্লেন ঢুকে পড়ে বলে দাবি করেছে চিন।

*সে দেশের জাতীয় প্রতীরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভুল বোঝাবুঝির জেরে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত।

* মন্ত্রকের তরফে কড়া ভাষায় বলা হয়েছে, ''এটা মারাত্মক উস্কানি''।

* উল্লেখ্য়, চিনের সঙ্গে আমেরিকার কার্যত 'ঠান্ডা যুদ্ধ' লেগেই রয়েছে। করোনা সংক্রমণের পর থেকে সেই সংঘাতের আঁচ ক্রমশ বাড়ছে। (Read in English)

বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

হোয়াইট হাউসে বিরল অনুষ্ঠানে নাগরিকত্বের শপথপাঠ ভারতীয় ইঞ্জিনিয়রের

world news, বিশ্বের খবর, দুনিয়ার খবর ছবি: টুইটার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে ভারতের এক সফটওয়্য়ার ডেভেলপার-সহ ৫ অভিবাসী আমেরিকার নাগরিক হিসেবে শপথ নিলেন। হোয়াইট হাউসে এক বিরল অনুষ্ঠানে তাঁদের আমেরিকার নাগরিক হিসেবে শপথ পাঠ করানো হয়।

*মঙ্গলবার অনুষ্ঠানের ভিডিও রিপাবলিকান ন্য়াশনাল কনভেনশনের মঞ্চে চালানো হয়।

* ভারত, বোলাভিয়া, লেবানন, সুদান, ঘানার অভিবাসীরা শপথ নেন। তাঁদের সকলের বাঁ হাতে আমেরিকার পতাকা ছিল।

*সুধা সুন্দরী নারায়ণন নামে ভারতের এক সফটওয়্য়াল ডেভেলপার আমেরিকার নাগরিক হিসেবে শপথ গ্রহণ করেছেন।

* এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ''মহান আমেরিকান পরিবারে ৫ নতুন সদস্য়কে পেয়ে আমেরিকা আনন্দিত। আপনাদের অভিনন্দন''। (Read in English)

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

International news
Advertisment