Advertisment

দক্ষিণ চিন সাগরে মিসাইল নিক্ষেপ লাল ফৌজের।। 'বিডেনের আমেরিকা নিরাপদ হবে না'।। তুমুল বৃষ্টিতে ভাসছে করাচি

গত কয়েকঘন্টায় দুনিয়াজুড়ে কী ঘটল? বিশ্বের যেসব খবর না জানলে চলবেই না, তেমনই সব খবর এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
world news, বিশ্বের খবর, দুনিয়ার খবর

একনজরে বিশ্বের খবর।

একেবারে যুদ্ধংদেহী অবতারে চিন। বিতর্কিত অংশে মার্কিন গুপ্তচর বিমানের চক্কর কাটার পরই এবার এই প্রথম দক্ষিণ চিন সাগরে মিসাইল নিক্ষেপ করল লাল ফৌজ। এদিকে, জো বিডেনের আমেরিকা নিরাপদ হবে না, বরং দেশের জন্য় হোয়াইট হাউসে আরও ৪ বছর দরকার ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকানদের উদ্দেশে এমন বার্তাই দিয়েছেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের রানিং মেট মাইক পেন্স। অন্য়দিকে, প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত করাচিতে। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

দক্ষিণ চিন সাগরে মিসাইল ছুড়ে হুঁশিয়ারি চিনের

publive-image চিন-আমেরিকা সংঘাতের আবহ

একেবারে যুদ্ধংদেহী অবতারে চিন। বিতর্কিত অংশে মার্কিন গুপ্তচর বিমানের চক্কর কাটার পরই এবার এই প্রথম দক্ষিণ চিন সাগরে মিসাইল নিক্ষেপ করল লাল ফৌজ। বুধবার সকালে দক্ষিণ চিন সাগরে ২টি মিসাইল নিক্ষেপ করেছে চিন, এমনটাই জানা গিয়েছে।

*কিংঘাই প্রদেশের উত্তর-পশ্চিম এলাকা থেকে ডিএফ-২৬বি নামে একটি মিসাইল ছুড়েছে চিন। ডিএফ-২১ ডি নামের আরেকটি মিসাইল নিক্ষেপ করা হয়েছে ঝিজিয়াং প্রদেশ থেকে।

*হাইনান প্রদেশ ও পারসেল দ্বীপের মধ্য়বর্তী এলাকায় মিসাইলগুলি ছোড়া হয়েছে। দক্ষিণ চিন সাগরে বিতর্কিত অংশের মধ্য়ে পড়ে পারসেল দ্বীপ।

*ডিএফ-২৬ মিসাইলটি ৪ হাজার কিমি পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ডিএফ-২১ মিসাইলটি ১৮০০ কিমি পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

*উল্লেখ্য়, সামরিক মহড়ার সময় চিনের আকাশসীমায় ঢুকে পড়েছিল মার্কিন বায়ুসেনার গুপ্তচর বিমান। লাইভ ফায়ার সামরিক মহড়ার সময় মার্কিন এয়ার ফোর্স ইউ-২ স্পাই প্লেন ঢুকে পড়ে বলে দাবি করেছে চিন। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় বেজিং। তারপরই যেভাবে মিসাইল ছুড়ল লাল ফৌজ, তাতে এই সংঘাত পর্বে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। (Read in English)

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

বিডেনের আমেরিকা নিরাপদ হবে না, দেশের জন্য় ট্রাম্পকেই দরকার: মাইক পেন্স

Mike Pence ছবি: টুইটার।

জো বিডেনের আমেরিকা নিরাপদ হবে না, বরং দেশের জন্য় হোয়াইট হাউসে আরও ৪ বছর দরকার ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকানদের উদ্দেশে এমন বার্তাই দিয়েছেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের রানিং মেট মাইক পেন্স।

* এ প্রসঙ্গে মাইক পেন্স বলেছেন, ''এই চ্য়ালেঞ্জিং সময়ে আমাদের দেশের এমন একজন প্রেসিডেন্ট দরকার, যিনি আমেরিকাকে বিশ্বাস করেন। যে কোনও ধরনের চ্য়ালেঞ্জ মোকাবিলা করতে শত্রুকে পরাজিত করতে পারবেন এবং আমাদের স্বাধীনতা রক্ষা করবেন''।

* এরপরই মাইক পেন্স বলেন, ''হোয়াইট হাউসে ট্রাম্পের জন্য় আরও ৪ বছর দরকার আমেরিকার''।

* প্রতিপক্ষ জো বিডেনকে বিঁধে পেন্স বলেন, ''কঠিন সত্য়টা হল...জো বিডেনের আমেরিকায় আপনারা সুরক্ষিত থাকবেন না''।

* উল্লেখ্য়, এবারের নির্বাচনে রিপাবলিকানদের ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়বেন মাইক পেন্স।(Read in English)

বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

তুমুল বৃষ্টিতে ভাসছে করাচি, মৃত কমপক্ষে ১৮

pakistan ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত করাচিতে। গত মঙ্গলবার থেকে টানা বর্ষণে কমপক্ষে ১৮ জনের মৃত্য়ু হয়েছে বলে খবর।

* তুমুল বৃষ্টির জেরে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায়, থমকে গিয়েছে ব্য়বসা।

* আবহাওয়া দফতর জানাচ্ছে, অগাস্ট মাসে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, তা ৯০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।

* করাচির কমিশনার মহম্মদ সুহেল রাজপুত অনুরোধ করেছেন যাতে বাড়ি ছেড়ে এখন না বেরোন বাসিন্দারা।

* সেখানকার মুখ্য়মন্ত্রী মুরাদ আলি শাহ জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত করাচির পরিস্থিতি। খাবার, জল-সহ অত্য়াবশকীয় সামগ্রীর ব্য়বস্থা করতে বিপর্যয় বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

* একজন আধিকারিক জানিয়েছেন, এ বছর বর্ষার মরসুমে করাচিতে কমপক্ষে মোট ৫০ জনের মৃত্য়ু হয়েছে। (Read in English)

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

International news
Advertisment