অনির্দিষ্টকালের জন্য় স্থগিত নেপালের শাসকদলের বৈঠক।। চিনের সিডিসি প্রধানের শরীরে করোনা ভ্য়াকসিনের পরীক্ষামূলক প্রয়োগ

World Latest News Update: আজ দুনিয়াজুড়ে কী ঘটল? বিশ্বের যেসব খবর না জানলে চলবেই না, তেমনই সব খবর এই প্রতিবেদনে।

World Latest News Update: আজ দুনিয়াজুড়ে কী ঘটল? বিশ্বের যেসব খবর না জানলে চলবেই না, তেমনই সব খবর এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
world news, বিশ্বের খবর, দুনিয়ার খবর

একনজরে বিশ্বের খবর।

নেপালে শাসকদল কমিউনিস্ট পার্টির অন্দরে জট কাটল না। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও এনসিপি-র এগজিকিউটিভ চেয়ারপার্সন পুস্পল কুমার দহল ওরফে প্রচণ্ডের মধ্য়ে মতবিরোধ কাটাতে যে জরুরি বৈঠক ডাকা হয়েছিল, তা অনির্দিষ্টকালের জন্য় স্থগিত করে দেওয়া হল। এদিকে, চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্য়ান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধানের শরীরে করোনাভাইরাস ভ্য়াকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে, একথা নিজে মুখেই জানালেন গাও ফু। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...

অনির্দিষ্টকালের জন্য় স্থগিত নেপালের শাসকদলের বৈঠক

Advertisment

oli, ওলি নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি

নেপালে শাসকদল কমিউনিস্ট পার্টির অন্দরে জট কাটল না। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও এনসিপি-র এগজিকিউটিভ চেয়ারপার্সন পুস্পল কুমার দহল ওরফে প্রচণ্ডের মধ্য়ে মতবিরোধ কাটাতে যে জরুরি বৈঠক ডাকা হয়েছিল, তা অনির্দিষ্টকালের জন্য় স্থগিত করে দেওয়া হল।

Advertisment

* এদিন সকাল ১১টা নাগাদ এনসিপি-র ৪৫ সদস্য়ের স্ট্য়ান্ডিং কমিটির বৈঠক হওয়ার কথা ছিল।

* স্ট্য়ান্ডিং কমিটির সদস্য় গণেশ শাহ জানিয়েছেন, দুই নেতা আলোচনার জন্য় আরও সময় চেয়েছেন।

* গত সপ্তাহে বুধবার বালুওয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনে স্ট্য়ান্ডিং কমিটির বৈঠক হয়। তবে সেদিন বৈঠকে যোগ দেননি ওলি।

* বৈঠক স্থগিত প্রসঙ্গে ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর প্রেস অ্য়াডভাইজার সূর্য থাপা জানিয়েছেন, আলোচনার জন্য় দুই নেতা আরও কিছুটা সময় চেয়েছেন তাই স্থগিত করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

চিনের সিডিসি প্রধানের শরীরে করোনা ভ্য়াকসিনের পরীক্ষামূলক প্রয়োগ

corona vaccine Updates প্রতীকী ছবি।

চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্য়ান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধানের শরীরে করোনাভাইরাস ভ্য়াকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে, একথা নিজে মুখেই জানালেন গাও ফু।

* রবিবার এক ওয়েবিনারে গাও ফু জানিয়েছেন, ''ভ্য়াকসিনের ইঞ্জেকশন নিয়েছি। আশা করছি, এটা কাজে দেবে''।

* তবে, তিনি কখন এবং কীভাবে ভ্য়াকসিন নিলেন সে ব্য়াপারে স্পষ্ট করেননি তিনি।

* সরকার অনুমোদিত মানবদেহের ট্রায়ালে তিনি ভ্য়াকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করেছেন কিনা সে ব্য়াপারেও জানাননি তিনি।

* উল্লেখ্য়, চিনেই প্রথম করোনা সংক্রমণ ছড়ায়। (Read in English)

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

International news