Advertisment

আজ বিশ্বের বড় খবর: পুরস্কার ফেরালেন জে কে রাউলিং।।ট্রাম্প বনাম বিডেন লড়াইয়ে সরগরম মার্কিন মুলুক

নিজের ওয়েবসাইটে রাউলিং জানিয়েছেন, ''বিবৃতিটি ভুলভাবে ব্য়াখ্য়া করা হয়েছে যে আমি ট্রান্সফোবিক এবং রূপান্তরকামীদের ক্ষতি করার জন্য় আমি দায়ি''।

author-image
IE Bangla Web Desk
New Update
world news, বিশ্বের খবর, দুনিয়ার খবর

একনজরে বিশ্বের খবর।

রূপান্তরকামীদের নিয়ে মন্তব্য় করে রীতিমতো সমালোচনার মুখে পড়েছিলেন হ্য়ারি পটারের লেখিকা জে কে রাউলিং। এই বিতর্কের আবহে একটি পুরস্কার ফেরানোর কথা ঘোষণা করলেন রাউলিং। এদিকে, প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে রীতিমতো সরগরম মার্কিন মুলুক।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেখানে প্রচারে জোর দিচ্ছে ট্রাম্প শিবির, সেখানে পাল্টা করোনা পরিস্থিতি সামলাতে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের ব্য়র্থতা তুলে ধরতে মরিয়া বিডেন শিবির। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

সমালোচনার ঝড়ে পুরস্কার ফেরালেন জে কে রাউলিং

J K Rowling জে কে রাউলিং।

রূপান্তরকামীদের নিয়ে মন্তব্য় করে রীতিমতো সমালোচনার মুখে পড়েছিলেন হ্য়ারি পটারের লেখিকা জে কে রাউলিং। এই বিতর্কের আবহে একটি পুরস্কার ফেরানোর কথা ঘোষণা করলেন রাউলিং।

*রূপান্তরকামীদের নিয়ে লেখিকার মন্তব্য়ের কড়া সমালোচনা করেন রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংগঠনের প্রেসিডেন্ট কেরি কেনেডি। তারপরই ওই সংগঠনের থেকে দেওয়া একটি পুরস্কার ফেরানোর কথা জানালেন রাউলিং।

* নিজের ওয়েবসাইটে রাউলিং জানিয়েছেন, ''বিবৃতিটি ভুলভাবে ব্য়াখ্য়া করা হয়েছে যে আমি ট্রান্সফোবিক এবং রূপান্তরকামীদের ক্ষতি করার জন্য় আমি দায়ি''।

* তিনি আরও বলেছেন, ''এলজিবিটিদের সাহায্য়ার্থে দীর্ঘদিন ধরে অনুদান দিয়ে আসছি। রূপান্তরকামীদের অধিকারের লড়াইয়ের সমর্থক একজন আমি। তাই আমি যে রূপান্তরকামীদের ঘৃণা করি বা তাঁদের অকল্য়াণ চাই, এই অভিযোগ অস্বীকার করছি...''। (Read in English)

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বিশ্বের অন্য় খবর পড়ুন নীচে

ট্রাম্প বনাম বিডেন লড়াইয়ে সরগরম মার্কিন মুলুক

trump ফাইল ছবি।

হাতে আর মোটে আড়াই মাস। প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে রীতিমতো সরগরম মার্কিন মুলুক। নির্বাচনের দিন যত এগোচ্ছে, ততই তেতে উঠছে ট্রাম্প ও বিডেন শিবির। গত সপ্তাহ ধরে জো বিডেনের বিরুদ্ধে লাগাতার আক্রমণ চালিয়েছেন রিপাবলিকানরা। এবার ট্রাম্প শিবিরকে বিঁধতে উঠেপড়ে লেগেছেন ডেমোক্র্য়াটরা।

* করোনা পরিস্থিতি সামলানো নিয়ে ট্রাম্পকে তুলোধনা করে বিজ্ঞাপন প্রকাশ করেছে বিডেন শিবির।

* আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেখানে প্রচারে জোর দিচ্ছে ট্রাম্প শিবির, সেখানে পাল্টা করোনা পরিস্থিতি সামলাতে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের ব্য়র্থতা তুলে ধরতে মরিয়া বিডেন শিবির।

* শুক্রবার ট্রাম্প শিবিরের তরফে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা ইস্য়ুতেই আলোকপাত করা হবে।

* অন্য়দিকে, দেশে করোনা পরিস্থিতি সামলাতে ট্রাম্পের ব্য়র্থতা তুলে ধরে প্রচারে ঝাঁপাচ্ছে বিডেন শিবির।

* বিডেন প্রেসিডেন্ট হলে আমেরিকা সুরক্ষিত থাকবে না বলে ক'দিন আগেই তোপ দেগেছেন ট্রাম্পের রানিং মেট মাইক পেন্স। এই আবহে দুই শিবিরের হাড্ডাহাড্ডি লড়াইয়ে সরগরম আমেরিকা।(Read in English)

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

International news
Advertisment