রেকর্ডহারে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ভারতীয়রা। ২০১৯-২০ সালে ৩৮ হাজারেরও বেশি ভারতীয় অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন। এদিকে, করোনাভইরাস বিনাশ করতে বিশ্বের বিভিন্ন প্রান্তে পুরোদমে চলছে ভ্য়াকসিন তৈরির কাজ। এই প্রেক্ষাপটে এবার ৬ কোটি করোনা ভ্য়াকসিন কেনার জন্য় চুক্তি করে ফেলল ব্রিটিশ সরকার। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...
অস্ট্রেলিয়ায় রেকর্ডহারে নাগরিকত্ব পেলেন ভারতীয়রা
রেকর্ডহারে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ভারতীয়রা। ২০১৯-২০ সালে ৩৮ হাজারেরও বেশি ভারতীয় অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন। যা গতবছরের থেকে ৬০ শতাংশ বেশি। ২০১৯-২০ সালে ২ লক্ষেরও বেশি মানুষ অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন। যাঁদের মধ্য়ে ভারতীয়র সংখ্য়া ৩৮ হাজার ২০৯।
* ভারতীয়দের পরেই তালিকায় রয়েছে ব্রিটিশ, চিন ও পাকিস্তানের নাগরিকরা।
* ২৫ হাজার ১১ জন ব্রিটিশ অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন।
* ১৪ হাজার ৭৬৪ জন চিনা নাগরিক অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন।
* ৮ হাজার ৮২১ পাকিস্তানি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন।
* এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন, সিটিজেনশিপ, মাইগ্রেন্ট সার্ভিস অ্য়ান্ড মাল্টিকালচারাল অ্য়াফেয়ার্সের ভারপ্রাপ্ত মন্ত্রী অ্য়ালান টাজ বলেছেন, বহুল সংস্কৃতির দেশ হিসেবে অস্ট্রেলিয়ার সাফল্য়ের নেপথ্য়ে নাগরিকত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
করোনা ভ্য়াকসিন পেতে আবারও চুক্তি সারল ব্রিটেন
করোনাভইরাস বিনাশ করতে বিশ্বের বিভিন্ন প্রান্তে পুরোদমে চলছে ভ্য়াকসিন তৈরির কাজ। এই প্রেক্ষাপটে এবার ৬ কোটি করোনা ভ্য়াকসিন কেনার জন্য় চুক্তি করে ফেলল ব্রিটিশ সরকার। সে দেশে ৬০ মিলিয়ন ডোজের করোনাভাইরাস সরবরাহ করতে গ্ল্য়াক্সোস্মিথক্লাইন ও সানোফি পাস্টারের সঙ্গে চুক্তি করেছে ব্রিটেন।
*উল্লেখ্য়, বিশ্বে সবথেকে বেশি পরিমাণে ভ্য়াকসিন উৎপাদনের ক্ষমতা রয়েছে ভ্য়াকস ব্রিটেনের জিএসকে ও ফ্রান্সের সানোফির। সরকারিভাবে জানানো হয়েছে, যদি ভ্য়াকসিনে সাফল্য় মেলে, তাহলে আগে চিকিৎসক, স্বাস্থ্য়কর্মীদের শরীরে আগে প্রয়োগ করা হবে। আগামী বছরের প্রথমার্ধেই সম্ভবত আসতে পারে ভ্য়াকসিন।
*মানবদেহে ভ্য়াকসিনের পরীক্ষামূলক গবেষণা শুরু করা হবে সেপ্টেম্বর মাসে। এরপর ডিসেম্বরে তিন পর্যায়ের গবেষণা চালানো হবে। এ নিয়ে করোনা ভ্য়াকসিন কিনতে মোট ৪টি চুক্তি করল ব্রিটিশ সরকার।
বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
যুবককে নিয়ে হুলস্থুল দুই কোরিয়ায়
জীবনের প্রতি বিতৃষ্ণা থেকে ৩ বছর আগে উত্তর কোরিয়ার কেসংয়ে নিজের বাড়ির সামনে থেকে সাদা ঘোড়ায় চড়ে বেড়িয়ে পড়েছিলেন ২১ বছরের কিম জিউম হায়োক। তারপর নদী সাঁতরে চলে গিয়েছিলেন দক্ষিণ কোরিয়ায়। ৩ বছর বাদে একইভাবে নদী সাঁতরে ফের উত্তর কোরিয়ায় ফিরলেন ওই যুবক। করোনা আবহে তাঁকে নিয়েই এখন মাথাব্য়থা উত্তর কোরিয়ায়।
* ওই যুবকই সে দেশে করোনাভাইরাস নিয়ে আসতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে উত্তর কোরিয়া।
* ওই যুবকের দেশের বাড়ি কেসং এলাকায় লকডাউন জারি করা হয়েছে।
* এদিকে, সোমবার দক্ষিণ কোরিয়ার পুলিশ বিভাগের তরফে জানানো হয়, ওই যুবক যাওয়ার আগে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে পরোয়ানা জারি করা হয়েছে। (Read in English)
Read the full story in English