Advertisment

পাক টিভি চ্যানেলের পর্দায় ভারতের জাতীয় পতাকা।। সংযুক্ত আরবআমিরশাহীতে মৃত ভারতীয় যুবক

দুনিয়াজুড়ে কী ঘটল? বিশ্বের যেসব খবর না জানলে চলবেই না, তেমনই সব খবর এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
world news, বিশ্বের খবর

একনজরে বিশ্বের খবর।

পাকিস্তানি সংবাদ চ্য়ানেল ডন টিভির পর্দায় ভারতের জাতীয় পতাকা ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা দেখানো ঘিরে তুমুল চাঞ্চল্য় ছড়াল। এদিকে, ঈদের দিন সংযুক্ত আরব আমিরশাহীতে ৭ তলা বাড়ি থেকে পড়ে গিয়ে মৃত্য়ু হল ভারতীয় ইঞ্জিনিয়রের। বিশ্বের এমনই খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

পাক টিভি চ্য়ানেলের পর্দায় ভারতের জাতীয় পতাকা, তুমুল চাঞ্চল্য়

Pakistan news channel Dawn ছবি: স্ক্রিনগ্র্য়াব।

পাকিস্তানি সংবাদ চ্য়ানেল ডন টিভির পর্দায় ভারতের জাতীয় পতাকা ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা দেখানো ঘিরে চাঞ্চল্য় ছড়িয়েছে। রবিবার একটি বিজ্ঞাপনের সময় আচমকাই ভারতের জাতীয় পতাকা দেখানো হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ডন টিভি।

* অজ্ঞাতপরিচয় হ্য়াকাররা ডন টিভিতে এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করা হচ্ছে।

* জানা যাচ্ছে, বেশ কিছুক্ষণ ধরে ভারতের জাতীয় পতাকা ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা পর্দায় দেখা গিয়েছিল।

* এ ঘটনার মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।

* ডন নিউজের পক্ষ থেকে জানানো হয়েছে, ''এ ঘটনায় অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। এজেন্সি তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে''। (Read in English)

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

সংযুক্ত আরব আমিরশাহীতে বহুতল থেকে পড়ে মৃত ভারতীয় যুবক

uae প্রতীকী ছবি।

ঈদের দিন সংযুক্ত আরব আমিরশাহীতে ৭ তলা বাড়ি থেকে পড়ে গিয়ে মৃত্য়ু হল ভারতীয় ইঞ্জিনিয়রের। সংযুক্ত আরব আমিরশাহীতে শারজাহতে একটি বাড়ির ৭ তলা থেকে পড়ে গিয়ে মৃত্য়ু হয়েছে বছর চব্বিশের এক তরুণের।

* জানা যাচ্ছে, মৃত ইলেকট্রিক্য়াল ইঞ্জিনিয়রের নাম সুমেশ।

* তিনি কেরালার বাসিন্দা, খালিজ টাইমস সূত্রে খবর।

* শারহাজ এলাকায় আল দাহিদে একটি বহুতলে থাকতেন তিনি।

* জানা যাচ্ছে, তিনি ফোনে কথা বলছিলেন, সেসময়ই ফোনটি পড়ে যায়।

* এক বছর আগে সংযুক্ত আরব আমিরশাহীতে এসেছিলেন তিনি।

*তাঁর রুমমেটরা জানিয়েছেন, তাঁর ব্য়ক্তিগত কোনও সমস্য়া ছিল। (Read in English)

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

International news
Advertisment