অচলায়তনের ইতি। যুগান্তকারী রায় বাংলাদেশ হাইকোর্টের। এবার বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী বিধবারা স্বামীর কৃষি-অকৃষি জমির ভাগ পাবেন। এদিকে বকেয়া অর্থের ৬০ মিলিয়ান মার্কিন ডলারের বেশি কোনও মতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-কে দেওয়া হবে না। স্পষ্ট জানিয়ে দিল আমেরিকা। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে…
বাংলাদেশের হিন্দু বিধবারা স্বামীর সম্পত্তির ভাগ পাবেন
বাংলাদেশ হাইকোর্টের যুগান্তকারী রায়। এবার বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী বিধবারা স্বামীর কৃষি জমির ভাগ পাবেন। শুধু কৃষি জমিই নয়, স্বামীর রেখে যাওয়া অ-কৃষি জমিরও ভাগ পাবেন বিধবারা। বাংলাদেশের সংবাদ পত্র ডেইলি স্টারের এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
হাইকোর্ট জানিয়েছে, 'হিন্দু বিধবাদের স্বামীর কৃষি ও অ-কৃষি জমির স্বত্ব পাওয়ার অধিকার রয়েছে। সেই জমি তাঁরা বিক্রিও করতে পারেন।' খুলনায় গৌরীদাসী নামের একজন বিধবা স্বামীর কৃষিজমি অধিকারের দাবি করেছিলেন। বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তার দেওর জ্যোতিন্দ্রনাথ মণ্ডল। বিধবারা স্বামীর কৃষিজমির ভাগ পাবেন না-এই দাবিতেই ১৯৯৬ সালে খুলনার আদালতে মামলা উঠেছিল।
খুলনার জজ আদালতের রায়ে হিন্দু বিধবাদের স্বামীর কৃষিজমিতে অধিকার দেওয়া হয়েছিল।রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয় বুধবার হিন্দু বিধবা নারীদের স্বামীর কৃষিজমিতে ভাগ পাওয়ার পক্ষেই রায় দিয়েছে হাইকোর্ট।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
হু-য়ের বকেয়া কাটছাঁট আমেরিকার
বকেয়া অর্থের ৬০ মিলিয়ান মার্কিন ডলারের বেশি কোনও মতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-কে দেওয়া হবে না। মঙ্গলবারই আমেরিকা জানিয়ে দেয়, কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত কোনও প্রকল্প বা বন্টনে তারা অংশ নেবে না। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই হু-কে দেওয়া বকেয়া অর্থের পরিমানেও কাটছাঁট করল ট্রাম্প প্রশাসন।
মার্কিন প্রশাসনের এক অফিসার বলেছেন, হি-য়ের নির্দিষ্ট কয়েকটি প্রকল্পে আমেরিকা অংশ নেবে। সংস্থাটিকে বাৎসরিক এককালীন ভিত্তিতে অনুদান দেওয়া হবে। এইসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হল পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও দান, লিবিয়া ও সিরিয়ায় ইনফ্লিয়েঞ্জা মোকাবিলা সংক্রান্ত প্রকল্প।
অতিমারী নিয়ে আমেরিকার উদ্বেগ সত্ত্বেও নিজেদের প্রয়োজনীয় সংস্কার করেনি তারা। তাই হু-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে আমেরিকা। ট্রাম্প জানিয়েছেন, হু-র তহবিলের তাঁরা যে অর্থ দিতেন, তা অন্যান্য খাতে ব্যবহার করা হবে। এরপর থেকে আমেরিকা হু-কে মোট ১২০ মিলিয়ান মার্কিন ডলারের মধ্যে ৫২ মিলিয়ান মার্কিন ডলার সহায়তা করেছে।
Read in English
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে