মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কি এবার পিছোচ্ছে? এমন ইঙ্গিতিই দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, অযোধ্য়ায় রাম মন্দিরের ভূমিপুজোর উন্মাদনা এবার মার্কিন মুলুকেও। আগামী ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমিপুজোর দিন টাইমস স্কোয়ারের বিলবোর্ডে ভগবান রাম ও থ্রিডিতে রাম মন্দিরের ছবি ভেসে উঠবে। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পিছোনোর আহ্বান ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কি এবার পিছোচ্ছে? এমন ইঙ্গিতিই দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বর মাসে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন যাতে পিছোনো হয়, সে ব্য়াপারে টুইটারে রীতিমতো আহ্বান জানালেন ট্রাম্প।
* টুইটারে ট্রাম্প লিখেছেন, ইউনিভার্সাল মেল-ইন ভোটিং ২০২০ পদ্ধতিতে ইতিহাসে সবথেকে ত্রুটিপূর্ণ ও প্রতারণার নির্বাচন হবে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য় যথেষ্ট অপমানের।
* এরপরই ট্রাম্প লিখেছেন, যতক্ষণ না মানুষ নিরাপদে যথাযথভাবে ভোট দিতে না পারেন ততদিন কি নির্বাচন পিছোনো যায়?
* উল্লেখ্য়, করোনা পরিস্থিতি পরিচালনা নিয়ে এমনিতেই বেকায়দায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর ডেমোক্র্য়াট প্রার্থী জো বাইডেন যেভাবে একের এক ইস্য়ুতে ট্রাম্পকে নিশানা করছেন, তাতে খুব একটা স্বস্তিতে নেই ট্রাম্প শিবির, এমনই মত ওয়াকিবহাল মহলের একাংশের। (Read in English)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন
টাইমস স্কোয়ারের বিলবোর্ডে ভেসে উঠবে ভগবান রামের ছবি
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
অযোধ্য়ায় রাম মন্দিরের ভূমিপুজোর উন্মাদনা এবার মার্কিন মুলুকেও। আগামী ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমিপুজোর দিন টাইমস স্কোয়ারের বিলবোর্ডে ভগবান রাম ও থ্রিডিতে রাম মন্দিরের ছবি ভেসে উঠবে। এই অনুষ্ঠানের মুহূর্তকে ঐতিহাসিক দিন হিসেবে পালন করা হবে।
* আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্য়াফেয়ার্স কমিটির প্রেসিডেন্ট জগদীশ সেওয়াহানি জানিয়েছেন, এজন্য় জোরকদমে প্রস্তুতিও চলছে।
* উল্লেখ্য়, আগামী ৫ অগাস্ট অযোধ্য়ায় রাম মন্দিরের ভূমিপুজোয় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (বিস্তারিত পড়ুন)
বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন
বায়ুদূষণ নিয়ে ভারত-চিন-রাশিয়াকে তোপ ট্রাম্পের
ছবিসূত্র- ডোনাল্ড ট্রাম্প ফেসবুক পেজ
বায়ুদূষণ নিয়ে ভারত-চিন-রাশিয়াকে একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বায়ুদূষণ নিয়ে কোনও পদক্ষেপ করছে না ভারত-চিন-রাশিয়া, এমন অভিযোগই করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
*এ প্রসঙ্গে প্য়ারিস জলবায়ু চুক্তি প্রত্য়াখান করার কথা উল্লেখ করেন ট্রাম্প।
* ট্রাম্প বলেছেন, ''ওরা চায় আমরা আমাদের বায়ুদূষণ নিয়ে পদক্ষেপ করি, কিন্তু চিন নিজেদের বায়ুদূষণ নিয়ে কোনও হেলদোল দেখায় না। ভারতও না, রাশিয়াও না। এটা হতে পারে না। আমি যতদিন প্রেসিডেন্ট থাকব, আমেরিকাই প্রথমে থাকবে সবসময়''।
* ট্রাম্প আরও বলেছেন, ''বছরের পর বছর ধরে, আমরা অন্য় দেশকে আগে রেখেছি, এবার আমেরিকা সবার আগে থাকবে''। (Read in English)
বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন
প্রায় ৩ কোটি আমেরিকাবাসীর হাতে পর্যাপ্ত খাবার ছিল না গত সপ্তাহে: সমীক্ষা
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
আমেরিকায় খাদ্য়সংকট! গত সপ্তাহে এই সংকট মারাত্মক আকার নিয়েছে। সেন্সাস ব্য়ুরোর তথ্য় অনুসারে দেখা গিয়েছে, ২১ জুলাই থেকে গত ৭ দিনে প্রায় ৩ কোটি আমেরিকানের হাতে পর্যাপ্ত খাবার ছিল না।
*ব্য়ুরোর সাপ্তাহিক সমীক্ষায় দেখা গিয়েছে, ২৪০ মিলিয়নের মধ্য়ে ২৩.৯ মিলিয়ন মানুষই বলেছেন, তাঁদের হাতে মাঝেমধ্য়েই পর্যাপ্ত খাবার থাকে না।
*আবার, প্রায় ৫.৪২ মিলিয়ন মানুষ ইঙ্গিত দিয়েছেন যে তাঁদের হাতে প্রায়ই পর্যাপ্ত খাবার থাকে না।
* করোনা পরিস্থিতিতে আমেরিকায় কাজ হারিয়েছেন বহু মানুষ। যার জেরে চরম সমস্য়ায় পড়েছেন বাসিন্দারা। (Read in English)
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে