চিনা আগ্রাসন রুখতে এবার উঠেপড়ে লাগল তাইওয়ান। এশিয়াজুড়ে দিন দিন যেভাবে আগ্রাসী রূপ ধারণ করছে বেজিং, তাতে রীতিমতো চিন্তায় তাইওয়ান। লাল ফৌজকে রুখতে তাই এবার নিজেদের সামরিক ক্ষেত্র পুনর্গঠনে জোর দিচ্ছে তাইওয়ান।
*সাম্প্রতিককালে একাধিক ইস্য়ুতে আমেরিকার সঙ্গে চিনের সংঘাত লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে দুই শক্তিধর দেশের সংঘাতের মাঝে পড়ে গিয়েছে তাইওয়ান।
*গত কয়েকমাসে তাইওয়ান প্রণালীজুড়ে সামরিক উত্তেজনা প্রশমিত হয়েছে।
*সে কারণেই নিজেদের সামরিক ক্ষেত্র ঢেলে সাজাতে উদ্য়ত হয়েছেন তাইওয়ানের নেতারা।
* প্রতিরক্ষা কমিটি ও বিদেশ বিষয়ক সংসদীয় কমিটির সদস্য় ওয়াং টিং উ জানিয়েছেন, ''সত্য়ি কথা বলতে কী, তাইওয়ান সেনার আরও অনেক উন্নতির প্রয়োজন রয়েছে''।
* উল্লেখ্য়, হংকংয়ে যেভাবে নিজেদের আধিপত্য় কায়েম করেছে চিন, সেই পরিস্থিতি তাইওয়ানে হলে তা কীভাবে প্রতিহত করা হবে সে ভাবনাও রয়েছে সেদেশের নেতাদের মতে। (Read in English)
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন