লেবাননের রাজধানী বেইরুটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্য়া বেড়ে হল ১৫৭। এ ঘটনায় আহতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার, এমনটাই জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য়মন্ত্রী। এদিকে, লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের আবহে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ, এমনটাই মন্তব্য় করেছেন আমেরিকার দুই শীর্ষ আইনপ্রণেতা। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...
লেবাননের বেইরুটে বিস্ফোরণে মৃত বেড়ে ১৫৭
ছবি: টুইটার থেকে।
লেবাননের রাজধানী বেইরুটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্য়া বেড়ে হল ১৫৭। এ ঘটনায় আহতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার, এমনটাই জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য়মন্ত্রী। বিস্ফোরণে মৃতের সংখ্য়া বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
*প্রায় ৭ বছর ধরে বন্দরের একটি ওয়ারহাউসে ২৭৫০ টন অ্য়ামোনিয়াম নাইট্রেট মজুত ছিল, তা থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে দাবি।
*পরিস্থিতি সামাল দিতে সরকার ব্য়র্থ বলে সরব হয়েছেন সে দেশের নাগরিকরা।
* এই ভয়াবহ বিস্ফোরণের জন্য় যাঁরা দায়ী, তাঁদের চিহ্নিত করতে তদন্তকারীদের ৪ দিনের সময় দিয়েছে লেবানন সরকার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন
'চিনা আগ্রাসনের আবহে ভারত-মার্কিন নিবিড় সম্পর্ক জরুরি'
ট্রাম্প ও মোদী।
লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের আবহে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ, এমনটাই মন্তব্য় করেছেন আমেরিকার দুই শীর্ষ আইনপ্রণেতা। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরকে পাঠানো চিঠিতে হাউস কমিটির চেয়ারম্য়ান ও র্যাঙ্কিং সদস্য় লিখেছেন, উভয়পক্ষের সদস্য়রাই ভারত-মার্কিন পারষ্পরিক সহযোগিতার বিষয়টিতে স্বীকৃতি দিয়েছেন।
* হাউস ফরেন অ্য়াফেয়ার্স কমিটির চেয়ারম্য়ান ইলিয়ন এঙ্গেলের সই করা চিঠিতে বলা হয়েছে, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের ফেব্রুয়ারিতে বলেছেন, আমাদের দু'দেশের সম্পর্ক শুধু একটা পার্টনারশিপ নয়, একটা ঘনিষ্ঠ সম্পর্ক''।
* চিঠিতে তিনি আরও লিখেছেন, এই নিবিড় সম্পর্ক খুবই জরুরি, যখন চিনা আগ্রাসনের মুখোমুখি ভারত।
* উল্লেখ্য়, পূর্ব লাদাখে সীমান্ত বিবাদ ঘিরে ভারত-চিন সম্পর্ক তলানিতে ঠেকেছে। এদিকে, চিনের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে আমেরিকাও। (Read in English)
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে