Advertisment

'চিনা আগ্রাসনের আবহে ভারত-মার্কিন নিবিড় সম্পর্ক জরুরি'

''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের ফেব্রুয়ারিতে বলেছেন, আমাদের দু'দেশের সম্পর্ক শুধু একটা পার্টনারশিপ নয়, একটা ঘনিষ্ঠ সম্পর্ক''।

author-image
IE Bangla Web Desk
New Update
trump, modi

ট্রাম্প ও মোদী।

লেবাননের রাজধানী বেইরুটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্য়া বেড়ে হল ১৫৭। এ ঘটনায় আহতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার, এমনটাই জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য়মন্ত্রী। এদিকে, লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের আবহে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ, এমনটাই মন্তব্য় করেছেন আমেরিকার দুই শীর্ষ আইনপ্রণেতা। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

লেবাননের বেইরুটে বিস্ফোরণে মৃত বেড়ে ১৫৭

lebanon, লেবানন, বেইরুট ছবি: টুইটার থেকে।

লেবাননের রাজধানী বেইরুটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্য়া বেড়ে হল ১৫৭। এ ঘটনায় আহতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার, এমনটাই জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য়মন্ত্রী। বিস্ফোরণে মৃতের সংখ্য়া বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

*প্রায় ৭ বছর ধরে বন্দরের একটি ওয়ারহাউসে ২৭৫০ টন অ্য়ামোনিয়াম নাইট্রেট মজুত ছিল, তা থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে দাবি।

*পরিস্থিতি সামাল দিতে সরকার ব্য়র্থ বলে সরব হয়েছেন সে দেশের নাগরিকরা।

* এই ভয়াবহ বিস্ফোরণের জন্য় যাঁরা দায়ী, তাঁদের চিহ্নিত করতে তদন্তকারীদের ৪ দিনের সময় দিয়েছে লেবানন সরকার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন

'চিনা আগ্রাসনের আবহে ভারত-মার্কিন নিবিড় সম্পর্ক জরুরি'

trump, modi ট্রাম্প ও মোদী।

লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের আবহে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ, এমনটাই মন্তব্য় করেছেন আমেরিকার দুই শীর্ষ আইনপ্রণেতা। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরকে পাঠানো চিঠিতে হাউস কমিটির চেয়ারম্য়ান ও র‍্যাঙ্কিং সদস্য় লিখেছেন, উভয়পক্ষের সদস্য়রাই ভারত-মার্কিন পারষ্পরিক সহযোগিতার বিষয়টিতে স্বীকৃতি দিয়েছেন।

* হাউস ফরেন অ্য়াফেয়ার্স কমিটির চেয়ারম্য়ান ইলিয়ন এঙ্গেলের সই করা চিঠিতে বলা হয়েছে, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের ফেব্রুয়ারিতে বলেছেন, আমাদের দু'দেশের সম্পর্ক শুধু একটা পার্টনারশিপ নয়, একটা ঘনিষ্ঠ সম্পর্ক''।

* চিঠিতে তিনি আরও লিখেছেন, এই নিবিড় সম্পর্ক খুবই জরুরি, যখন চিনা আগ্রাসনের মুখোমুখি ভারত।

* উল্লেখ্য়, পূর্ব লাদাখে সীমান্ত বিবাদ ঘিরে ভারত-চিন সম্পর্ক তলানিতে ঠেকেছে। এদিকে, চিনের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে আমেরিকাও। (Read in English)

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

International news
Advertisment