Advertisment

বেইরুটে বিস্ফোরণে ধৃত ১৬ বন্দর কর্মী

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বেইরুট। এ ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষের মৃত্য়ু হয়েছে, জখম হয়েছেন হাজার হাজার মানুষ।

author-image
IE Bangla Web Desk
New Update
তীব্র বিস্ফোরণে কাঁপল বাল্টিমোর।। 'লেবানন সরকারের ইস্তফা'।। ইয়েমেনে বন্য়ায় মৃত শতাধিক

ছবি: টুইটার থেকে।

লেবাননের রাজধানী বেইরুটে ভয়াল বিস্ফোরণের ঘটনায় বন্দরের ১৬ কর্মীকে পাকড়াও করা হয়েছে, সে দেশের সংবাদসংস্থা সূত্রে এমনটাই জানা যাচ্ছে। উল্লেখ্য়, ক'দিন আগে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বেইরুট। এ ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষের মৃত্য়ু হয়েছে, জখম হয়েছেন হাজার হাজার মানুষ।

Advertisment

*সামরিক আদালতের বিচারকের সরকারি কমিশনারকে উদ্ধৃত করে দ্য় ন্য়াশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় ১৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

* যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁরা সকলেই বন্দর ও শুল্ক দফতরের কর্মী।

*প্রায় ৭ বছর ধরে বন্দরের একটি ওয়ারহাউসে ২৭৫০ টন অ্য়ামোনিয়াম নাইট্রেট মজুত ছিল, তা থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে দাবি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

রাশিয়ার করোনা ভ্য়াকসিন কি আদৌ নিরাপদ? বাড়ছে উদ্বেগ

coronavirus vaccine, করোনা ভ্য়াকসিন প্রতীকী ছবি।

করোনা ভ্য়াকসিনের দৌড়ে সকলকে টেক্কা দিতে মরিয়া রাশিয়া। তারাই প্রথম করোনা ভ্য়ারসিন বাজারে আনছে বলে তোড়জোড় শুরু করে দিয়েছে মস্কো। কিন্তু ভ্য়াকসিন আনা নিয়ে রাশিয়ার এই তাড়াহুড়োই ভাবাচ্ছে বিজ্ঞানীদের। রাশিয়ার ভ্য়াকসিন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থাও। ক্লিনিক্য়াল ট্রায়াল সম্পূর্ণ না করেই কীভাবে ভ্য়াকসিন আনা হবে, তাই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

* জর্জটাউন বিশ্ববিদ্য়ালয়ের পাবলিক হেলথ ল' বিশেষজ্ঞ লরেন্স গস্টিন বলেছেন, ''রাশিয়া যেভাবে কাজ করছে তাতে আমি উদ্বিগ্ন, হয়তো যে ভ্য়াকসিন ওরা নিয়ে আসবে, সেটা হয়তো কাজে দেবে না কিংবা সুরক্ষিত হবে না...এভাবে কাজ হয় না... প্রথমে ট্রায়াল দরকার। এটা খুবই জরুরি''।

* রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি করা ভ্য়াকসিন হয়তো কয়কেদিনের মধ্য়েই অনুমোদন পেয়ে যাবে।

* উল্লেখ্য়, চূড়ান্ত পর্যায়ের গবেষণায় হাজার হাজার স্বেচ্ছাসেবকের শরীরে ভ্য়াকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়, তাতেই বোঝা যায় ভ্য়াকসিন নিরাপদ কিনা।

* স্বাস্থ্য়মন্ত্রী মিখাইল মুরোশকো জানিয়েছেন, এ মাসেই হয়তো স্বাস্থ্য়কর্মীদের ভ্য়াকসিন দেওয়া হবে। তবে তিনি এ ব্য়াপারে স্পষ্ট করে জানাননি যে তাঁদের তৃতীয় পর্যায়ের গবেষণায় অন্তর্ভুক্ত করা হবে কিনা। (Read in English)

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

International news
Advertisment