বর্ণবিদ্বেষী মন্তব্য় করে সমালোচনার মুখে পড়লেন ডেমোক্র্য়াট প্রার্থী জো বাইডেন। বাইডেনের বিতর্কিত মন্তব্য় তরুণ কৃষ্ণাঙ্গ ভোটারদের হতাশ করতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে, সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জিতে রবিবার ৪ বারের জন্য় সে দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মাহিন্দা রাজাপক্ষ। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...
বিতর্কে বাইডেন, বিতর্কিত মন্তব্য়ে তরুণ কৃষ্ণাঙ্গ ভোটারদের মনোবলে 'ধাক্কা'
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের মুখে বর্ণবিদ্বেষ নিয়ে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। কিছুদিন আগে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্য়া ঘিরে তুলকালাম কাণ্ড ঘটেছিল মার্কিন মুলুকে। ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার 'প্রথম বর্ণবিদ্বেষী প্রেসিডেন্ট' বলে আক্রমণ করেছিলেন এবারের নির্বাচনের প্রতিপক্ষ ডেমোক্র্য়াট প্রার্থী জো বাইডেন। এবার নিজেই বর্ণবিদ্বেষী মন্তব্য় করে সমালোচনার মুখে পড়লেন বাইডেন।
* সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেমোক্র্য়াট পদপ্রার্থী বাইডেন বলেন, ''আফ্রিকান আমেরিকান সম্প্রদায়ের মতো নয়, উল্লেখযোগ্য়ভাবে ব্য়তিক্রমী ল্য়াটিন সম্প্রদায়ের মধ্য়ে বৈচিত্র রয়েছে''।
* বাইডেনের বিতর্কিত মন্তব্য় তরুণ কৃষ্ণাঙ্গ ভোটারদের হতাশ করতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকী, নির্বাচনে বাইডেনের থেকে মুখ ফেরাতেও পারেন তাঁরা।
* বাইডেনের দিকেই ঝুঁকে রয়েছেন কৃষ্ণাঙ্গ ভোটাররা। কিন্তু বিতর্কিত মন্তব্য়ের জেরে বাইডেনের ভোট পাওয়া কষ্টসাধ্য় হতে পারে, এমনটাই বলছেন তরুণ কৃষ্ণাঙ্গ কর্মী ও নির্বাচিত আধিকারিকরা।
* জর্জিয়ায় এথেন্সের কান্ট্রি কমিশনার মারিয়া পার্কারের মতে, ''ট্রাম্প ভয়ঙ্কর, উনি বর্ণবিদ্বেষী। হোয়াইট হাউস থেকে আমাদের বর্ণবিদ্বেষীদের হঠাতে হবে। কিন্তু বাইডেনও বর্ণবিদ্বেষের কথা বলছেন''। (Read in English)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন
রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ মাহিন্দা রাজাপক্ষের
সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ের মুখ দেখেছেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষ। রবিবার ৪ বারের জন্য় সে দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন রাজাপক্ষ। ঐতিহাসিক বৌদ্ধ মন্দিরে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।
* সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে মাহিন্দার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা পিপলস পার্টি (এসএলপিপি)।
*রাজপক্ষ পরিবারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সংবিধান সংশোধনের জন্য় সংসদে প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সংখ্য়াগরিষ্ঠতা পেয়েছে মাহিন্দার দল।
* ২২৫ সদস্য়ের পার্লামেন্টে ১৪৫টি কেন্দ্রে জিতেছে মাহিন্দার দল। সেইসঙ্গে শরিকদের নিয়ে ঝুলিতে রয়েছে মোট ১৫০টি আসন। (Read in English)
বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন
কোটি কোটি মানুষের ঘরে জল নেই, সে কারণেই করোনার বাড়বাড়ন্ত!
বিশ্বে রোজ বেড়েই চলেছে করোনা দাপট। করোনা সংক্রমণ ঠেকাতে বারবার হাত ধোওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। কিন্তু বিশ্বে ৫ জনের মধ্য়ে ২ জনের বাড়িতেই পর্যাপ্ত জল নেই। এমন তথ্য়ই পেশ করেছে রাষ্ট্রসংঘ। আর এর জেরেই করোনার দাপট ক্রমাগত বেড়ে চলেছে, এমনটাই দাবি করা হয়েছে।
* রাষ্ট্রসংঘের ইউএন-জল দল জানিয়েছে, ৩ বিলিয়ন মালুষের বাড়িতে জল ও সাবান নেই।
*বছরে একমাসে ৪ বিলিয়ন মানুষ জলের অভাবে ভোগেন, এমন তথ্য়ও মিলেছে।
* এক সাক্ষাৎকারে ইউএন-ওয়াটারের গিলবার্ট এফ. হুংবো বলেছেন, ''নিরাপদ জল ছাড়়া বাঁচা কার্যত সর্বনাশা পরিস্থিতি''।(Read in English)
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে