২০২১ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনীত করা হল। কয়েকদিন আগে ইজলায়েল ও সংযুক্ত আরবআমিরশাহীর সঙ্গে শান্তি চুক্তি স্থাপনে মধ্য়স্থতা করেন ট্রাম্প। অন্য়দিকে, আতসবাজি পোড়াতে গিয়েই ক্য়ালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানলের ঘটনা ঘটেছে, এমন চাঞ্চল্য়কর তথ্য়ই সামনে এল। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...
নোবেল শান্তি পুরস্কারের জন্য় মনোনীত ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প।
২০২১ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনীত করা হল। কয়েকদিন আগে ইজলায়েল ও সংযুক্ত আরবআমিরশাহীর সঙ্গে শান্তি চুক্তি স্থাপনে মধ্য়স্থতা করেন ট্রাম্প। আর সে কারণেই নোবেল শান্তি পুরস্কারের জন্য় ট্রাম্পের নাম মনোনীত করা হয়েছে।
* নোবেল শান্তি পুরস্কারের জন্য় ট্রাম্পের নাম মনোনীত করেছেন নরওয়ের সংসদের সদস্য় ক্রিস্টিয়ান টাইব্রিং জেদদে।
* এ প্রসঙ্গে সংবাদসংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, ''ইজরায়েল ও সংযুক্ত আরবআমিরশাহীর মধ্য়ে শান্তি চুক্তি স্থাপনে ট্রাম্পের অবদান রয়েছে। এটা একটা দারুণ চুক্তি''।
* গত বছরও এই পুরস্কারের জন্য় ট্রাম্পের নাম মনোনীত করেছিলেন জেদদে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বিশ্বের অন্য় খবর পড়ুন নীচে
আতসবাজি থেকে ক্য়ালিফোর্নিয়ায় দাবানল, মিলল চাঞ্চল্য়কর তথ্য়
ছবি: টুইটার।
আতসবাজি পোড়াতে গিয়েই ক্য়ালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানলের ঘটনা ঘটেছে, এমন চাঞ্চল্য়কর তথ্য়ই সামনে এল। ক্য়ালিফোর্নিয়ায় ভয়বাহ দাবানলে নষ্ট হয়ে গিয়েছে ১০ হাজারেরও বেশি একর এলাকা। গত শনিবার দাবানল শুরু হয়।
*সিএনএন সূত্রে খবর, মঙ্গলবার ১৬ শতাংশ আগুন নেভাতে পেরেছে দমকলবাহিনী। এলাকা থেকে সকলকে অন্য়ত্র সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
* নজরদারির ফুটেজে দেখা গিয়েছে, ইউকাইপায় এল দোরাদো রঞ্চ পার্কে একদল মানুষের জমায়েত হয়, যেখানে কয়েকজন শিশুও ছিল। এক দম্পতি তাদের হবু সন্তান কোন লিঙ্গের তা জানাতে জেন্ডার রিভিল পার্টির আয়োজন করেন।
* ওই পার্টিতে এক অতিথিকে আতসবাজি পোড়াতে দেখা যায়, আর তা থেকেই দাবানল ছড়ায়।
* এ ঘটনায় কেউ হতাহত হননি বলে দ্য় নিউ ইয়র্ক টাইমস সূত্রে খবর। (Read in English)
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে