Advertisment

বিডেনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ, সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি ট্রাম্পের

নির্বাচনে জিতে গিয়েছেন বলে হোয়াইট হাউসে দাঁড়িয়ে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Trump, biden

ছবি: টুইটার।

প্রতিপক্ষ জো বিডেন এবং ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনে বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণনার শেষবেলায় পিছিয়ে গিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ঘোষণা করলেন, হারলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। প্রচারের শেষ পর্বে এসে তিনি বলেছিলেন, আইনি লড়াইয়ের জন্য আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন তিনি। এ বার সরাসরি মামলার হুমকি দিয়ে দিলেন ট্রাম্প।

Advertisment

স্থানীয় সময় মধ্যরাতে এসে তিনি অভিযোগ করলেন, এত রাতে কেন ভোটগ্রহণ চলছে। কারচুপির অভিযোগে তিনি প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন। তিনি সমর্থকদের সামনে দাবি করেন, "আমেরিকার জনগণের সঙ্গে এটা প্রতারণা। আমরা নির্বাচনে জিততে চলেছি। আরও স্পষ্ট করে বললে, আমরা জিতেই গিয়েছি। এ বার আমাদের লক্ষ্য ঐক্যের বাতাবরণ বজায় রাখা। আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। আমরা চাই সব ভোট বন্ধ হোক।"

ট্রাম্পের মন্তব্য়ের পাল্টা সোচ্চার হয়েছেন জো বিডেন। ডেমোক্র্য়াটদের প্রেসিডেন্ট পদপ্রার্থীর শিবিরের তরফে বলা হয়েছে, ট্রাম্পের মন্তব্য় ‘অপমানজনক’। এমন মন্তব্য় করা ঠিক নয় ট্রাম্পের। বর্তমান মার্কিন প্রেসিডেন্টের আদালতে যাওয়ার হুমকি প্রসঙ্গে বিডেন শিবিরের ম্য়ানেজার জেন ও’ম্য়ালি ডিলন বলেছেন, উনি যদি আদালতে যান, তবে আমাদের লিগ্য়াল টিম রয়েছে। সেই প্রচেষ্টা রুখতে তৎপর হব।

এদিন অ্যারিজোনা রাজ্যে জিতেছেন বিডেন। ১৯৪৮ সালের পর প্রথম কোনও ডেমোক্র্যাট প্রার্থী এই রাজ্যে জিতলেন। এদিকে, টেক্সাসে জিতেছেন ট্রাম্প। হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই প্রতিপক্ষের মধ্যে। প্রথম দিকে পিছিয়ে থাকলেও ধীরে ধীরে হারানো জমি ফিরে পাচ্ছেন ট্রাম্প। বিডেন এখন ২২৪ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, তাঁর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন ট্রাম্প। তাঁর ভোট সংখ্যা ২১৩। জয়ের জন্য চাই ২৭০টি ভোট। শেষ খবর পাওয়া অনুযায়ী, টানটান উত্তেজনা পূর্ণ হয়ে গিয়েছে ভোট গণনা। ফটো ফিনিশের মতো অবস্থা।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Donald Trump Joe Biden US Presidential Elections 2020
Advertisment