চলতি বছরের নভেম্বর মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে নির্বাচন। আর সেই নির্বাচনে যে মার্কিন মুলুকে অবস্থিত ২০ লক্ষ ইন্দো-আমেরিকানদের মন জয় করতে ২০২০-এর এই নির্বাচনে অভিনব প্রচার শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যে বিজ্ঞাপনী ভিডিও প্রকাশ করেছে ট্রাম্পের নির্বাচনী প্রচারের টিম সেখানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অবাক হওয়ার মতোই ঘটনা। কী রয়েছে সেই ভিডিওটিতে? আহমেদাবাদে যখন সস্ত্রীক ট্রাম্প আসেন সেই সময় নরেন্দ্র মোদীর যে বক্তৃতা ছিল সেগুলিকেই ছোট ছোট অংশে রাখা হয়েছে এই ভিডিওটিতে।
America enjoys a great relationship with India and our campaign enjoys great support from Indian Americans! ???????????????? pic.twitter.com/bkjh6HODev
— Kimberly Guilfoyle (@kimguilfoyle) August 22, 2020
ভিডিওটি প্রসঙ্গে ট্রাম্প ভিক্টরি কমিটির প্রধান কিম্বার্লে গালফয়েল বলেন, “আমেরিকা ভারতের সঙ্গে একটি গভীর বন্ধুত্বের সম্পর্ক রাখে। আমাদের প্রচার আনন্দের সঙ্গে উপভোগ করছে ইন্দো-আমেরিকানরা।” এই প্রচারটির দেখভাল করেছেন ট্রাম্প পুত্র জুনিয়র। আমেরিকাতে অবস্থিত প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগাযোগও রাখছেন তিনি। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিওটি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন